The + comp. degree + s + v, The + comp. degree + s + v in Bangla


The + comp. degree + S + V,  The + comp. degree + S + V :

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

The + comp. degree + S + V,  The + comp. degree + S + V

The sooner we start, the sooner we can finish.
(দা ছুনার উই স্টার্ট, দা ছুনার উই ক্যান ফিনিশ।) 
= যত তাড়াতাড়ি আমরা শুরু করব, তত তাড়াতাড়ি আমরা শেষ করতে পারব।

The sooner we start, the sooner can we finish?
(দা ছুনার উই স্টার্ট, দা ছুনার ক্যান উই ফিনিশ?) 
= যত তাড়াতাড়ি আমরা শুরু করব তত তাড়াতাড়ি কি আমরা শেষ করতে পারব?

The higher we flew, the colder we felt.
(দা হায়ার উই ফ্লিয়, দা কোলডার উই ফেল্ট।)
= যত ওপরে আমরা উড়েছিলাম তত আমাদের ঠান্ডা লেগেছিল।

The more you earn, the more you spend.
(দা মোর ইউ আর্ণ, দা মোর ইউ স্পেন্ড।)
= তুমি যত আয় কর তত খরচ কর।

Sometimes it seems like the less I do, the more tired I feel.
(ছামটাইম্ছ ইট ছিম্ছ লাইক দা লেছ আই ডু, দা মোর টায়ার্ড আই ফেল।)
= কিছু সময় আমার মনে হয় যত কম আমি করি, তত বেশি ক্লান্ত আমি অনুভব করি।

Smart এর comparative smarter. ("er" যক্ত হয়েছে)
Good এর comparative Better. ("er" যুক্ত হয়েছে)
Strong এর comparative stronger. ("er" যক্ত হয়েছে)

কিন্তু সব words এর সাথে "er" যুক্ত করে সেগুলোর comparative form বানানো যায়না। যেমন: Careful, interesting, complicated ইত্যাদি।
এবং verb এর সাথেও কিন্তু "er" যুক্ত করা যায় না, তাই যে সকল words গুলোর সাথে er যুক্ত করা যায় না সেগুলোর ক্ষেত্রে সেগুলোর আগে more. 

যেমন: 1 নম্বএ example-এ আমি sooner লিখেছি (soon-er) সেখানে more আনার দরকার নেই।
আবার ৪ নম্বর example-এ the more দু'বার এসেছে, কারণ সেখানে -er যুক্ত করে Comparative degree বানানো সম্ভব নয়।

No comments