Causative verbs in Bangla (বাংলা অর্থ সহ বাক্য)


Causative verbs : 

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Eat অর্থ খাওয়া, Feed অর্থ খাওয়ানো, আবার See অর্থ দেখা কিন্তু Show অর্থ দেখানো। কিন্তু করানো, পড়ানো, আনানো এ সবগুলোর জন্য এভাবে English words নেই। তাই এজন্য Get, make, have ব্যবহার করা হয় এবং এদেরকে Causative verbs বলে।

আমি তাকে কাপড় পরিয়ে দিই।
= I make him wear a cloth.
  (আই মেক হিম অয়ার এ ক্লোথ।)

আমি তাকে ঐ মেয়ের সাথে বিয়ে করাব।
= I will make him marry that girl. (আই উইল মেক হিম ম্যারি দ্যাট গার্ল।)
(Not "with that girl")

The police made me open the box.
(দা পুলিছ মেড মি ওপেন দা বক্স।)
= পুলিশ আমাকে দিয়ে বাক্সটা খুলিয়েছিল।
________________________________________________
Note: "Get me to do something" এবং "Get me something to do." এ দুটোর অর্থ এক নয়।

Get me to do something. (গেট মি টু ডু ছামথিং।) = আমাকে দিয়ে কিছু করাও।
Get me something to do. (গেট মি সামথিং টু ডু।) = আমাকে করার জন্য কিছু দাও।

(Get এর অনেক অর্থ আছে। এখনে Get অর্থ "আনিয়ে দেয়া")

"Give me some rice." VS "Get me some rice." :

ধরুন আপনি ভাত রান্না করছেন আর আপনার সামনে কেউ এসে বলল, "আমাকে একটু ভাত দাও।" তবে এটার English "Give me some rice" হবে, আর যদি আপনার কাছে ভাত না থাকত আর আপনাকে আগে ভাত খুঁজতে হবে তার পর এনে তাকে দিতে তবে সেক্ষেত্রে "Get me some rice" হবে।
________________________________________________
Make :
Structure: S+make+sb/sth+V1
sb(Somebody) & Sth(Something)

Use: যখন Subject নিজে না করে অন্যকে দিয়ে করায়।

করানো/ খোলানো/ আনানো/ কাটানো/ বোঝানো ইত্যাদি। অর্থাৎ অন্য কে দিয়ে কাজ করানো। 

I make the children write.
(আই ম্রক দা চিলড্রেন রাইট।)
= আমি শিশুদেরকে দিয়ে লেখাই।
________________________________________________
Made: Make এর Past হিসেবে Made ব্যবহার করা হয়।

Structure: S+Made+sb/sth+V1
sb(Somebody) & Sth(Something).

I made her understand.
(আই মেড হার আন্ডাস্'ট্যান্ড।)
= আমি তাকে বুঝিয়েছি।

The police made me open the box.
(দা পুলিছ মেড মি ওপেন দা বক্স।)
= পুলিশ আমাকে দিয়ে বক্সটা খুলিয়েছিল।

"সে লিখেছিল" এর ইংরেজি হলো: He wrote. (হি রোট।)
কিন্তু, "আমি তাকে দিয়ে লিখিয়েছিলাম": I made him write. (আই মেড হিম রাইট।)

Baby: You can’t make me speak.
(বেবি: ইউ কান্ট মেক মি স্পিক।)
= বাচ্চা: তুমি আমাকে দিয়ে কথা বলাতে পারবে না।

Father: Yes, I think It’s impossible to make you speak.
(ফাদার: ইয়েস, আই থিংক ইট্স ইমপসিবল টু মেক ইউ স্পিক।)
= বাবা: হ্যাঁ, আমি মনে করি তোমাকে দিয়ে কথা বলানো অসম্ভব।

Baby: Yes, impossible.
(বেবি: ইয়েছ, ইমপসিবল।)
= বাচ্চা: হ্যাঁ, এটা অসম্ভব।
________________________________________________
Get:

Structure: S+get+sb+to+V1.
(Sb=Somebody)

I get him to do something.
(আই হেট হিম টু ডু সামথিং।) 
= আমি তাকে দিয়ে কিছু করাই।

I get him to make me understand.
(আই গেট হিম টু মেক মে আন্ডাস'ট্যান্ড।)
= আমি তার থেকে বুঝে নিই।
________________________________________________
Got: Get এর Past হিসেবে Got বসে।

Structure: S+get+sb+to+V1.
(Sb=Somebody)

I got him to understand.
(আই গট হিম টু আন্ডাস'ট্যান্ড।)
= আমি তাকে বুঝিয়েছিলাম।

The police got me to open the box.
(দা পুলিছ গট মি টু ওপেন দা বক্স।)
= পুলিশ আমাকে দিয়ে বক্সটা খুলিয়েছিল।

The mother got the baby to sleep.
(দা মাদার গট দা বেবি টু স্লিপ।)
= মা শিশুটিকে ঘুম পাড়িয়েছিলেন।
________________________________________________
বুঝতেই পারছেন Make এবং Get এর বাংলা অর্থ একেবারেই একরকম কিন্তু Make এবং Made এর Structure এ To নেই
কিন্তু Get and Got এর Structure এ To আছে।
________________________________________________
Make / Get এর কথাগুলো আমরা Have দিয়েও বলতে পারি। তবে সেক্ষেত্রে Structure একটু ভিন্ন হবে। অর্থাৎ Sb(Somebody) Sth(Something) এর Formula ভিন্ন ভিন্ন হবে।
________________________________________________
Have and Had :

◼ Somebody-Formula:

◾Have: Structure: S+have+sb+V1.

I have Rakib fix the TV.
(আই হ্যাভ রাকিব ফিক্স দা টিভি।)
= আমি রাকিবকে দিয়ে টিভি ঠিক করেছি।

I will have my brother bring a set.
(আই উইল হ্যাভ মাই ব্রাদার ব্রিং এ ছেট।)
= আমি আমার ভাইকে দিয়ে একটা সেট আনাব।

◾Had: Structure: S+have+sb+V1.

I had my brother bring a set.
(আই হ্যাড মাই ব্রাদার ব্রিং এ ছেট।)
= আমি আমার ভাইকে দিয়ে একটা সেট আনিয়েছিলাম।

The police had me open the box.
(দা পুলিছ হ্যাড মি ওপেন দা বক্স।)
= পুলিশ আমাকে দিয়ে বাক্সটা খুলিয়েছিল।

◼ Sth (Something)-Formula.

Have: Structure:S+have+sth+V3.

I will have a set brought.
(আই উইল হ্যাভ এ ছেট ব্রট।)
= আমি একটা সেট আনব।

I have the books brought.
(আই হ্যাভ দা বুক্স ব্রট।)
= আমি বইগুলো আনাই।

◾Had: Structure:S+had+sth+V3.

I had the books brought.
(এই হ্যাড দা বুক্স ব্রট।)
= আমি বই আনিয়েছিলাম।
________________________________________________
Note: Have এর সাথে Sth (Something) থাকলে V3 হবে।

4 comments: