Need to-এর ব্যবহার (বাংলা বাক্য সহ)


Need to-এর ব্যবহার :

⚫ অনুবাদক ও বর্ণনাকারী : আহসানুল ইরফান

(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Need অর্থ প্রয়োজন।

Need to-ও have to-এর মতো "করতে হবে" অর্থ দেয় কিন্তু বাধ্যবাধকতার সাথে নয়, প্রয়োজন এ কারণে।

You have to play.
(ইউ হ্যাভ টু প্লে।)
= তোমার খেলতে হবে। (বাধ্যবাধকতা)

You need to play.
(ইউ নিড টু প্লে।)
= তোমাকে খেলতে হবে/ তোমার খেলার প্রয়োজন আছে/ তোমার খেলতে হয়। (কারণ এটি প্রয়োজন)

You need to go.
(ইউ নিড টু গো।)
= তোমাকে যেতে হবে। (কারণ এটি প্রয়োজন)
________________________________________________
Note: Need যখন 'হয়' অর্থ দেয় যেমন: তাকে যেতে 'হয়' তখন Subject– He/ She/ It হলে Verb এর সাথে s/es যোগ হবে।

Examples (এ্যাকজ্যামপোল্স) :

He needs to go.
(হি নিড্স টু গো।)
= তার যেতে হয়।

It needs to be repaired.
(এট নিড্স টু বি রিপ্যায়ার্ড।)
= এটার মেরামতের প্রয়োজন হয়।
________________________________________________
Note: Modal auxiliary verb-এর ক্ষেত্রে Interrogative sentence-এর সময় do/does/did /am/is/are/was/were কখনো সামনে আসবে না। কিন্তু Need to/ Able to.... ←যেগুলোর সাথে to আছে সেগুলোর ক্ষেত্রে সেগুলোর অর্থের ওপর নির্ভর করে do/does/did/am/is/are/was/were সামনে আনতে হবে।

Does it need to be repaired? ✔ (ডাজ ইট নিট টু বি রিপ্যেয়ার্ড?)
Do it need to be repaired? ❌
Need it to be repaired? ❌

#Modal_Auxiliary_verbs #ইংরেজি

No comments