Some tips


How I learn English : 

⚫ লেখক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

(Video)←এভাবে word by word প্রত্যেকদিন পড়তে হবে।

🅺 কীভাবে শিখতে হবে?
🆂 Softwares.
🆆 Websites.
🅹 কোন জায়গা থেকে শিখব?
🅼 Misconceptions.
🅸 Software-এর সাথে related নয় এমন ideas.
________________________________________________
🅺 কীভাবে শিখতে হবে: আপনি ইংরেজিতে কী কী উপায়ে ভালো হবেন তার অধিকাংশই নির্ভর করছে আপনি এখন কতটুকু জানেন তার ওপর। কিন্তু সাধারণত আপনাকে প্রথমে Grammar-এ ভালো হতে হবে। যদি আপনি ইংরেজি মোটামুটি বুঝতে সক্ষম হয়ে থাকেন তাহলে Grammar-এর ওপর net-এ অনেক websites রয়েছে যেগুলোতে free-তেই পড়তে পারবেন কিন্তু যদি আপনি বুঝতে একেবারেই সক্ষম না হন তাহলে অনেক লেখকদের বই পড়তে পারেন যেগুলোতে বাংলা অর্থ সহ দেয়া থাকে (বাংলায় কোন বই পড়তে হবে সেটা নিয়ে আপাতত আমার কোনো recommendation নেই) এখন Grammar-এ ভালো হওয়া বলতে কী বোঝানো হচ্ছে? Grammar-এ ভালো হওয়া বলতে কী শুধুমাত্র rules মুখস্ত করা আর sentence-এর form Change করা? না, অবশ্যই নয়। প্রত্যেকটা phrase ও rules-এর মধ্যের পার্থক্য চিন্তা করুন, যেমন ধরুন: আপনি একটা বাক্য তৈরী করছেন, ঐ বাক্যে যদি as if দেয়া হয় তাহলে কী অর্থ হবে আর যদি শুধু as দেয়া হয় তাহলে কী অর্থ হবে। যখনই আপনার মনে এমন প্রশ্ন জাগবে তখনই net-এ search দিন, আর net-এ অনেক website আছে সেগুলোতে answers পড়ুন।

(আমার "Shukkho - English Grammar" এ page-এ অনেক rules ও phrases বাংলা অর্থ সহ দেয়া আছে, যে সকল বিষয় মানুষ তেমন জানে না সেগুলোর ওপরই বেশি লেখা হয়েছে, কোনো topic-ই বাদ দেবেন না সব topic-এর ওপরই এমন কিছু লেখা আছে যা uncommon.) (অধিকাংশই আমার লেখা কিন্তু কিছু copy করা।) (Page-এ like দেবেন এবং share করবেন।)

(2) Grammar-এ আপনি ভালো হয়ে গেলে আপনাকে প্রচুর words জানতে হবে এবং native speaker-দের follow করা জরুরি কারণ বাংলা ভাষা এবং ইংরেজি ভাষার ভঙ্গিমা কিন্তু এক নয়। একটি উদাহরণ দেয়া যাক: আমি যদি আপনাকে বলি "আমি তোমাকে বোঝাচ্ছি" এটার ইংরেজি কী হবে? আপনি হয়তো বলবেন "I'm making you understand" কিন্তু এ বাক্যটি native speaker-রা বলবে না। তারা বলবে "I'm helping you understand" অথবা "I'm trying to make you understand" কারণ আমরা কাউকে সরাসরি বোঝাতে পারি না আমরা বোঝানোর চেষ্টা করি। "I'm helping you to..←help-এর ক্ষেত্রে এ context-এ to না দিলেও চলবে। তাই আমি যেটা বোঝাতে চেষ্টা করছিলাম তা হলো ইংরেজি ভাষা এবং বাংলা ভাষার ভঙ্গিমা কিন্ত এক নয়। তাই বাংলা ভাষাকে সরাসরি ইংরেজিতে অনুবাদ করবেন না অনেক জায়গায় ভুল হবে। আর native speakers-দের follow করা অত্যাবশ্যক।

এই YouTube channel-এ Tv series থেকে নানা clip Explain করে ইংরেজি শেখানো হয়।

Channel name: Learn English With TV Series 
Channel link: https://youtube.com/c/LearnEnglishWithTVSeries

(3) Words-এর ক্ষেত্রে সব word-ই যে জানতে হবে তা নয়, আপনি যে বিষয়ের দিক থেকে English-এ ভালো হতে চান সে বিষয়ের দিক থেকে, যেমন ধরুন আপনি যদি ধর্ম সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে ধর্মের সাথে সংশ্লিষ্ট যে সকল words রয়েছে সেগুলো জানতে হবে আবার ধরুন যদি আপনি সাধারণভাবে কথা বলতে চান তাহলে সাধারণভাবে কথা বলার সময় যে সকল words প্রয়োজন সে word-গুলো জানতে হবে।
English-এ words-এর সবচেয়ে বড় problem-টা হলো কখন কোন word ব্যবহার করতে হবে সেটা বুঝতে পারা। যেমন: আমি যদি আপনাকে প্রশ্ন করি যে "ধরা" -এর English কী?, তখন আপনি বলবেন grab অথবা catch অথবা hold কিন্তু আপনি কি সব word সব জায়গায় use করতে পারবেন? অবশ্যই না, আপনাকে বুঝতে হবে কোন word কোথায় use করতে হয়। তাই আপনাকে word-এর definition জানতে হবে example সহ। Words এবং Grammar-এ ভালো হলে আপনি native speaker-দের কথা বুঝতে শুরু করবেন। 
________________________________________________
🆂 Softwares :

(1) Dictionaries :

1. Dictionary হিসেবে "Mega offline Bangla 2 English dictionary" use করি। এ Dictionary-এর একটি বিশেষ দিক হলো কোনো word-এ ক্লিক করে copy করলে ওপর থেকে অর্থ চলে আসে। (Copy to search" option-টি on করে রাখলে।)
(Video-তে যে Dictionary দেখতে পেলেন সেটি।) (Video-টি দেখুন।) (ইংরেজি+বাংলা) 

(Note: অনেক phone-এ "Dictionary" recent place থেকে মুছে ফেললে notification bar থেকে "Copy to search" option-টি চলে যায়, তখন word- copy করলে ওপর থেকে অর্থ আর আসে না, এ problem Face করলে "Dictionary" recent app হিসেবে রেখে দিয়ে না মুখে ফেলে কাজ করতে হবে) (অনেকে বলবে "recent place আবার কোনটা?" "app Remove না করে শুধু কেটে দিয়ে যেখানে রাখা হয় সে place হলো recent place.)

তার পাশাপাশি,

2. https://dictionary.cambridge.org (App: Cambridge Advanced Learner's Dictionary 4th edition — Offline available but in-app purchases.)

(এ Dictionary শুধু ইংরেজিতে অর্থাৎ ইংরেজিতে শব্দের definition.) 

3. https://www.collinsdictionary.com (Offline app available on Google play store but in-app purchases.) (শুধু ইংরেজি)

4. https://www.merriam-webster.com/ (Offline available on google Play Store (free)) 
(শুধু ইংরেজি)

(2) ভিডিও দেখার সময় যেকোনো uncommon word আসলে সেটি screenshot দিয়ে রেখে দিতে পারেন, phone-এর button ব্যবহার করে বার বার screenshot দিলে phone-এর button নষ্ট হয়ে যেতে পারে তাই "Screenshot touch" এই app-টি ব্যবহার করুন :

https://play.google.com/store/apps/details?id=com.mdiwebma.screenshot

(3) আমি নানা cartoons/dramas/movies-এর subtitles Download করে সেগুলো থেকে পড়ে থাকি (যেগুলোর Subtitles দেয়া থাকে, auto-generated নয়।) (Auto-generated subtitle Download করলে সেগুলোতে ভুল থাকে, তাই যে video-গুলোতে subtitle দেয়া থাকে সে videos-গুলোর subtitles Download করতে পারেন। Subtitle Download করার জন্য :

"Cctube" এটি একটি android app. 
Subtitle download করার জন্য অনেক websites-ও আছে তা website section-এ দেয়া হয়েছে। 

(4) Subtitle সাধারণত .txt format-এ download হয়, .txt file Open করার জন্য আমি Wrter plus Use করি।

(5) আমি Rs file explorer Use করে words, sentences, quotes এভাবে নানা folders বানিয়ে সেগুলোর shortcuts বানিয়ে desktop-এ রেখে দিই যাতে পড়তে সুবিধা হয়।
________________________________________________
🆆 Websites : 

(1) Subtitle Download করার websites :

https://savesubs.com (website)

https://www.diycaptions.com/ (website)

||||| যারা beginners তারা Bangla movie with English subtitle দিয়ে দেখতে পারেন।

(2) কোনো ছোট sentence বা word Search দিয়ে ঐ sentence বা word-এর অনেক বাক্য পেতে হলে "Search sentence" লিখে google-এ search দিলে অনেক websites পাবেন, আমি কিছু websites এর নাম নিচে দিচ্ছি :

https://glosbe.com/bn/en 
(এ site-এ বাংলাতেও search দেয়া যাবে।)
(Note: এটাতে অনেক সময় লেখা আসবে "We have no translations for this word কিন্তু থাকে, আবার অনেক সময় থাকেও না।)

https://ludwig.guru

https://sentence.yourdictionary.com/ 

(3) "English discussion forums" লিখে google এ Search দিলে আপনি অনেক sites পেয়ে যাবেন যেখানে আপনি free-তেই questions Ask করতে পারবেন, কিন্তু questions English-এ ask করতে হবে এবং তারাও আপনাকে English এই answer দেবে। আমি নিচে কিছু websites এর নাম দিয়ে দিচ্ছি :

https://forum.wordreference.com/

https://english.stackexchange.com/

https://answers.yahoo.com/

https://www.italki.com/

(শুধু সহজ জিনিসগুলো শিখলে কিন্তু চলবে না তাই আপনি newspaper পড়তে পারেন, অনেক articles পড়তে পারেন, অনেক বই পড়তে পারেন। আর যারা beginners তারা বাংলা অর্থ সহ ইংরেজি যে বইগুলো আছে সেগুলো পড়তে পারেন।)
________________________________________________
🅹 ভালো কোনো জায়গা থেকে course করতে পারেন। যেমন: British council, Dhaka (সব English-এ) অথবা online থেকে course করতে পারেন (সব English-এ) এবং যারা writing-এ মোটামোটি ভোলো তারা proofreading-এর জন্য native speaker-দের ভেতর থেকে কোনো teacher-কে hire করতে পারেন কিন্তু online-এ এ সবগুলোর ক্ষেত্রেই credit card needed. (অনেকজন বলবে "proofreading কী?" আপনি যা যা লিখবেন সেগুলোতে ভুল থাকলে ঠিক করে দেবে।) 
________________________________________________
🅼 Misconceptions :

(1) অর্থ না বুঝে শুধু movie, cartoons শুনে শুনে আর দেখে দেখে যদি সব জানা ও বোঝা যেত তাহলে মানুষ নামাজ পড়ার সময় যে সূরা পড়ে সেগুলোর অর্থ এমনিতেই জেনে যেত। আমরা যখন একটা জিনিস টিভিতে দেখি বা শুনি তখন সেটার জন্য respond করার প্রয়োজন হয় না কিন্তু আমরা যখন সরাসরি একটা জিনিস করি, শুনি এবং দেখি তখন অনেক সময় আমাদের respond করার প্রয়োজন হয়ে থাকে, কে কী ভঙ্গিমাতে কথা বলেছিল, কোন জিনিস কীভাবে ছিল, আবেগ, রাগ, ঘটনা, গালাগালি, প্রশংসা, আলোচনা আনেক কিছু আমরা লক্ষ করি ও হয়ে থাকে এবং সেটার সাথে related language আমরা খুব সহজেই catch করতে পারি, যেটা টিভিতে বা রেডিওতে শুনলে আমরা করতে পারি না। তাই অর্থ বুঝে পড়ার প্রয়োজন আছে, শুধু movie, songs, drama দখলে চলবে না যেহেতু বাংলাদেশের বাংলা ভাষার দেশ।

(2) Rules দিয়ে ভাষা শেখা যায় না কিন্তু তার অর্থই আবার এ না যে rules-এর কোনো প্রয়োজনই নেই।

(3) ভাষা সবসময় logic-কে follow করে না তার অর্থই এ না যে logically চিন্তা করার কোনো প্রয়োজন নেই।

(4) English word-এর meaning English-এ মাথায় রাখাতে কষ্ট হয় তাই বাংলা meaning পড়লে ভালো হয়। কিন্তু তার অর্থই এ না যে English definition পড়ার প্রয়োজন নেই, English-এর প্রায় সবকিছু English-এ করাই better কারণ বাংলা ভাষার সরাসরি কখনো English হয় না। English-এ কথা বলার ভঙ্গিমা আলাদা বাংলা ভাষায় কথা বলার ভঙ্গিমা আলাদা। English আমাদের পাশের কোনো country-এর language নয়।
________________________________________________
🅸 Software-এর সাথে related নয় এমন কিছু ideas :

(1) Word সবসময় passage বা story বা কোনো লেখা থেকে পড়বেন আলাদা করে মুখস্ত করলে মনে রাখতে কষ্ট হবে। আর যে word-গুলো মনে থাকবে না সে word-গুলো আপনার phone-এর wallpaper দিয়ে রাখতে পারন অথবা computer-এর অথবা এমন কোথাও যেখানে আপনার চোখ প্রায়ই পড়ে। (Screenshots-ও wallpaper দিয়ে রাখতে পারেন, screenshot Phone-এর বাটন ব্যবহার না করে একটি app ব্যবহার করে তুলতে পারেন কারণ বার বার button ব্যবহার করলে Button নষ্ট হয়ে যেতে পারে। App-এর link Software section-এ আমি একবার লিখেছি।)

(2) আমি লক্ষ করে দেখেছি, সাধারণ জিনিসের চেয়ে নানা গল্প বা funny জিনিস মানুষের বেশি মনে থাকে তাই আমি নানা comic books, অনেক comedy shows এবং YouTube থেকে নানা story এর video দেখি।  

(3) ১টি story কোনো grammatical mistake ছাড়া লিখতে গেলে আপনাকে ওরকম আরো ১০টি story first-এ পড়তে হবে প্রত্যেকটা preposition, phrase লক্ষ করে করে তখনই আপনি বুঝতে পারবেন কীভাবে ১টি story লিখতে হয়।

(4) আর মনে মনে না পড়ে শব্দ করে (aloud) পড়লে better হয়, কারণ মনে মনে পড়লে মনে মনে পড়ার অভ্যাস গড়ে যায় কিন্তু বলার সময় মুখ থেকে বের হয় না। (Even বেশি মনে মনে বলার ফলে আমার গলায় problem-ও হয়েছিল।)

(4) শুধু সহজ জিনিসগুলো শিখলে কিন্তু চলবে না তাই আপনি newspaper পড়তে পারেন, অনেক articles পড়তে পারেন, অনেক বই পড়তে পারেন। আর যারা beginners তারা বাংলা অর্থ সহ ইংরেজি যে passage-গুলো আছে সেগুলো ভালো করে পড়ুন এবং প্রয়োজনীয় বাক্যগুলো underline করে রাখুন এবং এটা কেন হলো, এটা কেন হলো না←এভাবে খুঁজুন। 

(English-এ শুধু বাক্য বানানো শিখলেই চলবে না তার সাথে আপনাকে কথা বলা, pronunciation এবং দ্রুত reading পড়াও শিখতে হবে। তাই আবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে নয়তো আপনি ইংরেজিতে ভালো হতে পারবেন না।)

No comments