Later VS After VS Before VS In VS Within VS At VS On VS By VS Before VS Ago VS Since VS From VS For in Bangla :


Later VS After VS Before VS In VS Within VS At VS On VS By VS Before VS Ago VS Since VS From VS For in Bangla :

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

⬛ Later VS after :

🔺 Later শুধু adverb, adjective হিসেবে ব্যবহার হয় তার পাশাপাশি Interjection হিসেবেও ব্যবহার করা যায় কিন্তু তা Slang.

After - adverb, preposition, construction, adjective হিসেবে ব্যবহার হয়।

◼◼ Adverb: Adverb হিসেবে ব্যবহার করার সময় বাক্যে than থাকতে হবে অথবা পূর্বে কোনো বাক্য থাকতে হবে যে বাক্য থেকে "বেশি দেরি" বোঝাতে later ব্যবহার করতে হবে নয়ত বাক্য ভুল হবে কিন্তু কিছু ক্ষেত্রে প্রয়োজন হবে না।

Example :

My roommate arrived first. I arrived later.
(মাই রুমমেট এ্যারাইভ্ড্ ফার্স্ট্, আই এ্যারাইভ্ড্ লেটার৷)
= আমার রুমমেট আগে বের হয়েছিল তারপর আমি।

আমি যদি শুধু লিখি "I arrived later"  তবে ভুল হবে, কারণ কার/কিসের পর?

I arrived later than my roommate.
(আই এ্যারাইভ্ড্ লেটার দেন মাই রুমমেট।)
= আমি আমার রুম মেটের পরে বের হয়েছিলাম।

You came in late yesterday and today you came in even later. ✔
(ইউ কেন ইন লেট ইয়েসটারডে এ্যান্ড টুডে ইউ কেম ইন ইভেন লেটার।)
= তুমি গতকাল দেরিতে এসেছিলে আজকে আরো দেরি করে এসেছ।

আমি যদি শুধু লিখি। = Today you came in later. ❌
আমি লিখতে পারি। = Today you are so late. ✔ (টুডে ইউ আর ছো লেট।)

I met my first love about 5 years ago and didn't even know it, two years later we met properly.
(আই মেট মাই ফার্স্ট্ লাভ এ্যাবাউট ফাইভ ইয়ার্স এ্যাগো এ্যান্ড ডিডেন্ট ইভেন নো ইট, টু ইয়ার্স লেটার উই মেট প্রোপারলি।)
= আমি আমার প্রথম ভালোবাসাকে ৫ বছর আগে দেখেছিলাম কিন্তু জানতামই না, দু'বছর পর ভালোভাবে দেখা করেছি।

I'm Irfan, I will meet you a few days later. ❌
এ বাক্যে later কোনো sense create করেনা করণ later বলতে "কোনটার পর" সেটা থাকতে হবে।

আমরা লিখতে পারি: I'm Irfan, I will meet you in a few days. ✔ (আই এ্যাম ইরফান, আই উইল মেট ইউ ইন এ ফিউ ডেস।) = আমি ইরফান, আমি তোমার সাথে কিছুদিন পর দেখা করব।
(In দ্বারা ভবিষ্যতের ব্যাপক সময় বোঝানোর জন্য ব্যবহৃত হয়, "Within VS In" নিচে দেয়া আছে।)

আমি ৫ মিনিট পর ঘুম থেকে উঠব।
= I'll get up five minutes later. ❌
= I'll get up after five minutes. ❌
= I'll get up in five minutes. ✔ (আই উইল গেট আপ ইন ফাইভ মিনিট্স।)

◼◼ Adjective: Adjective হিসেবে "later" late-এর comparative form :

The Victorian era is a later period of English history than the Elizabethan era.
(দা ভিকটোরিয়ান এ্যারা ইজ এ লেটার পিরিয়ড অফ ইংলিশ হিস্টোরি দেন দা এলিজাবইথেন এ্যারা।)
(ভিক্টরিয়া যুগ ইংরেজি ইতিহাসের ইলিজ্যাব্যাথান্ যুগ থেকে পরের সময়ের)

During his later years, he lived in London.
(ডিউরিং হিছ লেটার ইয়ার্স, হি লিভ্ড্ ইন লনডন।)
= তার শেষের বছরগুলোতে তিনি লন্ডনে ছিলেন।

◼◼ Interjection: See you later. (ছি ইউ লেটার।) = পরে দেখা হবে। এটি মূলত slang.

Note:

"Five minutes later he is like→😢."
Later এর Sentence এর আগে কোনো sentence নেই তাবুও ভুল নয়
কিন্তু এ বাক্যে :
We will meet you a few days later. ❌-(১)
কিন্তু, We were supposed to meet tomorrow, but we will see you a few days later. ✔ কারণ এখানে Later দ্বারা Tomorrow এর পর বোঝানো হচ্ছে। প্রথম Sentence (১) ভুল সেটির বদলে লিখতে হবে: We will meet you in 5 days. (উই উইল মিট ইউ ইন ফাইভ ডেস।) = আমি তোমার সাথে পাঁচদিন পর দেখা করব।

🔺After : After এর ক্ষেত্রে preposition, adverb … পৃথক পৃথক ভাবে না দিলেও বুঝতে পারবে।

After 'সাধারণত' অতীত কালের ব্যাপক সময় বোঝানোর জন্য ব্যবহৃত হয় :

I left the room, and the dog bounded after.
(আই লেফ্ট দা রুম, এ্যান্ড দা ডগ বাউনডেড আফটার।)
= আমি ঘর বন্ধ করে দিয়েছিলাম, কুকুর তারপর লাফ দিয়েছিল।

I can't believe that, after all our advice against gambling, you walked into that casino!
(আই কান্ট বিলিভ দ্যাট, আফটার অল আওয়ার এ্যাডভাইছ এগেস্ট গামলিং, ইউ ওয়াক্ড ইনটু দ্যাট ক্যাসিনো।)
= আমি এটি বিশ্বাস করতে পারছি না, জুয়া খেলার বিপক্ষে এতো কথা বলার পরও তুমি নাচঘরে গিয়েছিলে।

When did you meet him?
(হয়েন ডিড ইউ মিট হিম?)
= তুমি কখন তার সাথে দেখা করেছিলে?

I met you after two months. ❌
I met him after two months ago. ❌
I met him two months ago. ✔
(আই মিট হিম টু মান্থ্স্ এ্যাগো।)
= আমি দু'মাস আগে দেখা করেছিলাম
= I met him two years ago but couldn't see property, so, after two months I met him again. ✔
(আই মিট হিম টু ইয়ার্স এ্যাগো বাট কুডেন্ট ছি প্রপারর্লি, ছো, আফটার টু মান্থ্স্ আই মেট হিম এগেন।)
= আমি দু'বছর আগে তার সাথে দেখা করেছিলাম কিন্তু ভালো করে দেখতে পাইনি তাই তার দু'মাস পর তার সাথে আবার দেখা করেছিলাম/করেছি।

◼◼ কিন্তু নির্দিষ্ট সময়/ নির্দিষ্ট করে কিছু দেয়া থাকলে 'তার পর' বোঝাতে চাইলে ভবিষ্যতের জন্যও After ব্যবহার করা যায় :
I'm coming after 5:00 O'clock. ✔ (আই এ্যাম কামিং আফটার ফাইভ ও'ক্লোক।)
I will meet you after school. ✔ (আই উইল মিট ইউ আফটার স্কুল।)
I will meet you after the function. ✔ (আই উইল মিট ইউ আফটার দা ফাংশন।)

((আমি ৫ মিনিট পর আসছি।
= I'm coming after five minutes.❌
= I'm coming in five minutes. ✔ (আই এ্যাম কামিং ইন ফাইভ মিনিট্স।))

আমরা কি Breakfast এর পর হাটতে যেতে পারি?
= Shall we go for a walk after breakfast? ✔ (শ্যাল উই গো ফর এ ওয়া্ক্ আফটার ব্রেকফাছ্ট্।)
= Shall we go for a walk later breakfast?❌

Later and after এর মিল :
First I have to meet Irfan, then I'll meet you after that=I have to meet Irfan first then I’ll meet you later.

Note :
"Me after sleeping for five minutes→😢"
"Shall we go for a walk after breakfast."
"I'm coming after 5:00 O'clock."
এ বাক্যগুলোর পূর্বে কোনো বাক্য নেই তবুও বাক্যগুলো correct কিন্তু এ বাক্যে:
I will go after 5 days. ❌-(১)
কিন্তু,
I can't go next week - how about the week after (the following week)? ✔ (সঠিক কারণ এ বাক্যে after দ্বারা following week এর পরের week কে বোঝানো হচ্ছে।)

প্রথম Sentence (১) ভুল সেটির বদলে লিখতে হবে:
I will go in five days.
(আমি পাঁচদিন পর যাব)

Note: After a few days later. ❌
________________________________________________
⬛In Vs Within: In ভবিষ্যতের ব্যাপক সময় বোঝানোর জন্য ব্যবহৃত হয় :

I will complete it in two months.
(আই উইল কমপ্লিট এট ইন টু মান্থ্স্।)
= আমি দু'মাস পর এটি সম্পন্ন করব।

I will complete it within two months.
(আই উইল কমপ্লিট এট উইথইন টু মান্থ্স্।)
= আমি দু'মাসের মধ্যে এটি সম্পন্ন করব।
________________________________________________
⬛At VS In VS on :

দিন বা তারিখের পূর্বে on, মাস বা বছরের পূর্বে in এবং নির্দিষ্ট সময় এর ক্ষেত্রে at :
যেমন:

I will play on Sunday.
(আই উইল প্লে অন ছানডে।)
= আমি শনিবার খেলব।

I shall meet you at 3 o'clock.
(আই শ্যাল মুট ইউ এ্যাট থ্রি ও'ক্লোক।)
= আমি তোমার সাথে ৩টার সময় দেখা করব।

I will do it in morning.
(আই উইল ডু ইট ইন মর্নিং।)
= আমি সকালে করব।

I will do it at 3:00 am.
(আই উইল ডু ইট এ্যাট থ্রি এ এম।)
= আমি তিনটার সময় করব।
________________________________________________
⬛ Within VS by/before: নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে by/before হয় :

I will finish my reading by/before 5 pm.
(আই উইল ফিনিশ মাই রিডিং বাই/বিফোর ফাইভ পি এম।)
= আমি ৫টার এর মধ্যে/আগেই আমার কাজ শেষ করব।

Please come back before 10 am.
Please come back by 10 am.

I will complete it within two months.
(আই উইল কমপ্লিট ইট উইথ এন টু মান্থ্স্।)
= আমি দু'মাসের মধ্যে এটি শেষ করব।

Note: নির্দিষ্ট সময়, বার, বেলা এগুলোর ক্ষেত্রে সাধরণত by/before হয়।

A year, two months, three years.. ১দিন বা দু'দিন বা তিনদিন…এর ভেতরের এগুলোর ক্ষেত্রে সধারণত within হয়।

I need the report on my desk by Friday. ✔
I need the report on my desk within Friday. ❌

We should be home by nine o’clock. ✔ (উই শুড বি হোম বাই নাইন ও'ক্লোক।)
(আমাদের ন'টার ভেতর বাড়ি পৌঁছাতে।)
= We should be home within nine o’clock. ❌

I’ll have left by the time you get back. ✔
(আই উইল হ্যাভ লেফ্ট বাই দা টাইম ইউ গেট ব্যাক্।)
= তুই ফিরে এলেই আমি বের হব।

We were all crying by the end of the film. ✔
(ইউ অয়্যার অল ক্রাইং বাই দা এন্ড অফ দা ফিল্ম।)
= আমরা সবাই কান্না করছিলাম চলচ্চিত্রের শেষের অংশতে।
________________________________________________
⬛ Since: কোনো কিছু অাগে শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি এমন বোঝানোর জন্য Since সাধারণত ব্যবহৃত হয় :

I have lived in this house since 1997.
(আই হ্যাভ লিভ্ড ইন দিছ হাউজ ছিন্ছ নাইনটিন নাইনটি ছ্যাভেন।)
= আমি ১৯৯৭ থেকে এ বাড়িতে বসবাস করছি।
(অর্থাৎ এখনো বসবাস করছি, শেষ হয়নি)

We’ve been married since last June.
(উই হ্যাভ বিন ম্যারিড ছিন্ছ লাষ্ট জুন।)
= আমরা জুন মাস থেকে বিবাহিত।
(অর্থাৎ এখনো বিবাহিতই আছে)

I've known him since we were at school.
(আই হ্যাভ বিন কোন হিম সিন্ছ উই অয়্যার এ্যাট স্কুল।)
= আমি তাকে স্কুল জীবন থেকে চিনি।
(অর্থাৎ এখনো আমি ভুলে যাইনি)

Since এর সাথে Present perfect বা Perfect continuous tense ব্যবহার করা হয় :

I have had this car since last April.
(আই ভ্যাব হ্যাড দিছ কার ছিন্ছ লাষ্ট এ্যাপরিল।)
= আমরা এ গাড়িটি এপ্রিল মাসে পেয়েছি।
(এখনো আমার কাছেই আছে)

Mary has been working here since 2003.
(ম্যারি হ্যাজ বিন ওয়ার্কিং য়েয়ার ছিন্ছ টু থাউজেন্ড থ্রি।)
= আমরা ২০০৩ থেকে কাজ করছি। (এখনো কাজ করা শেষ হয়নি)

অতীতের অর্থ প্রকাশের জন্য আমরা Since এর সাথে Past perfect tense ব্যবহার করতে পারি :

It was 1974, and he had been living in Bogura since 1964.
(ইট ওয়াছ নাইনটিন ছ্যাভেনটি ফোর, এ্যান্ড হি হ্যাড বিন লিভিং ইন বগুড়া ছিন্ছ নাইনটিম ছিক্সটি ফোর।)
= এটি ছলো ১৯৭৪, এবং আমরা ১৯৬৪ থেকে বগুড়ায় বসবাস করছিলাম।
________________________________________________
⬛ Since vs For :

আমরা Since ব্যবহার করি যখন কোনোকিছুর শুরু আছে কিন্তু For এর ক্ষেত্রে ব্যতিক্রম For নির্দিষ্ট করে সময় কে উল্লেখ করে। যেমন :

For + a time period :

We have lived in this house for thirty years.
(উই হ্যাভ লিভ্ড্ ইন দিছ হাউজ ফর থারটি ইয়ার্স।)
=আমরা এ ঘরে ৩০ বছর ধরে আছি।

I've been waiting here for three hours.
(আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর থ্রি আয়ার্ছ।)
= আমি এখানে তিন ঘন্টা ধরে অপেক্ষা করছি।
                              VS
We have lived in this house since we got married.
(উই হ্যাভ লিভ্ড্ ইন দিছ হাউজ ছিন্ছ উই গট ম্যারিড।)
= আমি আমার বিয়ে হওয়ার পর থেকে এ বাড়িতে আছি।

I've been waiting here since 9 o'clock.
(আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ছিন্ছ নাইন ও'ক্লোক।)
= আমি ৯টা থেকে এখানে অপেক্ষা করছি।
________________________________________________
⬛ Since vs From :

Since এবং From উভয়ই কোনোকিছুর শুরু থেকে বোঝায়, কিন্তু Since দ্বারা শুরু হয়েছিল কিন্তু সেটি এখনো শেষ হয়নি এমন বোঝানো হয় কিন্তু From একটু ভিন্ন অর্থ দেয়, From Present এবং Future tense এর জন্য ব্যবহৃত হয়। যেমন :

I've been here since 8 o'clock this morning. ✔
(আই হ্যাভ বিন হেয়ার ছিন্ছ এয়িট ও'ক্লোক দিছ মরনিং।)
= আমি সকাল ৮টা থেকে এখানে আছি।
I've been here from 8 o'clock this morning. ❌

আমি আগামীকাল এখানে ৮টা থেকে থাকব।
= I will be here from 8 o'clock tomorrow. ✔
   (আই উইল বি হেয়ার ফ্রম এইট ও'ক্লোক টুমোড়ো।)
= I will be here since 8 o'clock tomorrow. ❌

দোকান শনিবারে ৯টা থেকে খোলা থাকে।
=The shop is open from 9 am on Saturdays. ✔
  (দা শপ ইছ ওপেন ফ্রম নাইন এ এম অন ছাটারডে।)
=The shop is open since 9 am on Saturdays. ❌

I've been so bad since my childhood. ✔
I'm so bad since my childhood. ❌
I'm so bad from my childhood. ❌

We say from....to or from...till /until :

He works from 8 to 5 o'clock.
(হি ওয়ার্ক্ছ ফ্রম এয়িট টু ফাইভ ও'ক্লোক।)
= তিনি ৮টা থেকে ৫টা পর্যন্ত কাজ করেন।

From the 1920s until his death, Picasso lived in France.
(১৯৯৭ থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত পিকাছো ফ্রাঞ্চ এ বাস করত)

◼◼ Since বাক্যের প্রথমে বসলে 'যহেতু'/'কেননা' অর্থ দেয় :

Since body and mind go together, illness of one inevitably affects the other.
(ছিন্ছ বডি এন্ড মাইন্ড গো টুগেদার, ইলনেস অফ ওয়ান ইনএভিটেভলি এ্যাফেক্ট্স দা আদার।)
= যদিও শরীর এবং মোন একই সাথে চলে, অসুস্থতা আবশ্যকীয়ভাবে অন্যটাকে প্রভাবিত করে।

কিন্তু প্রথমে বসিয়ে Informally 'থেকে' অর্থও দেয়া যায় :

Since my childhood, I've known him.
(ছিন্ছ মাই চাইল্ডহুড, আই হ্যাভ নোন হিম।)
= ছোট থেকেই আমি তাকে চিনি।

Since the beginning, I have been doing good at it.
সিন্ছ দা বিগিনিং, আই হ্যাভ বিন ডুইং গুড অ্যাট এট।)
= শুরু থেকেই আমি ভালো করছি।
________________________________________________
কিন্তু Since then: তখন থেকে অর্থ দেয় :
Since then I'm doing it.
(সিন্ছ দেন আই এ্যাম ডুইং ইট।)
= তখন থেকে আমি এটা করছি।
________________________________________________
Note: Since এর পর Present continues tense/ present perfect থাকা Important কেননা ফল এখনো শেষ হয়নি।

I'm good since my childhood. ❌
I've been good since my childhood. ✔
(আই হ্যাভ বিন গুড সিন্ছ মাই চাইল্ডহুড।)
I know him since my childhood .❌
I've known him since my childhood. ✔
(আই হ্যাভ নোন হিম ছিন্ছ মাই চাইল্ডহুড।)

⬛ Before vs Ago :

Before সাধারণত Past simple/ Present perfect এবং Past perfect এর ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু ago কেবল Past simple এ ব্যবহৃত হয় কিন্তু বাক্যে বসার ক্ষেত্রে পার্থক্য রয়েছে :

I have never met Irfan before.
(আই হ্যাভ নেভার মেট ইরফান বিফোর।)
= আমি এর আগে কখনো ইরফানের সাথে দেখা করিনি।

I came here 1 hour ago.
(আই কেম হেয়ার ওয়ান আওয়ার এ্যাগো।)
আমি এক ঘিন্টা আগে এসেছি।

I came here 1 hour before. ❌
I have never met Irfan ago. ❌

No comments