Used to-এর ব্যবহার (বাংলা বাক্য সহ)


Used to :

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

⬛ Used to: (অভ্যাস ছিল, এখন নেই)

I used to ride bicycle.
(আই ইউজ্ড্ টু রাইড বাইছাইকেল।)
= আমি বাইসাইকেল চালাতাম।

◼ Be+used+to+verb+ing:

I'm used to waking up early.
(আই এ্যাম উজ্ড্ টু ওয়াকিং আপ আর্লি।)
(আমি সকাল বেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি।) (অভ্যাস)

◼ Have/has+got+used to+verb+ing: (অভ্যাস হয়েছে)

I have got used to being alone.
(আই হ্যাভ গট ইউ্ড্ টু বিং এ্যালোন।)
= আমার একা থাকার অভ্যাস হয়ে গেছে।

◼ Be+getting+used to+… (অভ্যাস হতে যাচ্ছে)
I'm getting used to it.
(আই এ্যাম গেটিং ইউজ্ড্ টু ইট।)
= আমার এটির অভ্যাস হতে যাচ্ছে।

◼ Will+get+used to+verb+ing. (অভ্যাস হবে)

You will soon get used to working.
(ইউ উইল ছুন গেট উজ্ডৃ টু ওয়াকিং।) 
= তোমার শীঘ্রই অভ্যাস হয়ে যাবে।

3 comments: