Will VS Would in Bangla (বাংলা বাক্য সহ)
⚫ অনুবাদক ও বর্ণনাকারী: আহসানুল ইরফান
(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
Will :
Negative: Will not=Won't.
Will-এর পরের verb-টি verb-এর base form হয়।
________________________________________________
To indicate future action :
You will do the work.
(ইউ উইল ডু দা ওয়ার্ক।)
= তুমি কাজটি করবে।
He will go to Dhaka.
(হি উইল গো টু ঢাকা।)
= সে ঢাকায় যাবে।
________________________________________________
Order (আদেশ) :
You will carry my bag.
(ইউ উইল ক্যারি মাই ব্যাগ।)
= তোমাকে আমার ব্যাগ বহন করতে হবে।
You will play for me.
(ইউ উইল প্লে ফর মি।)
= তোমাকে আমার জন্য খেলতে হবে।
________________________________________________
Polite request (ভদ্রতার সাথে অনুরোধ) :
Will you post the letter for me?
(উইল ইউ পোস্ট দা লেটার ফর মি?)
= তুমি কি আমার জন্য চিঠিটি পোষ্ট করতে পারবে?
________________________________________________
Assumption বোঝাতে :
Assume, be afraid, be/feel, sure, believe, daresay, doubt, expect, hope, know, suppose, think, wonder ইত্যাদি verb-এর পূর্বে এবং perhaps, possibly, probably, surely ইত্যাদি Adverb-এর সাথে will ব্যবহৃত হয়। তবে এগুলো ছাড়াও Assumption বোঝাতে will ব্যবহৃত হয়।
I'm sure he will come back.
(আই এ্যাম শিয়র হি উইল কাম ব্যাক।)
= আমি নিশ্চিত সে ফিরে আসবে।
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
Would :
Negative: Would not=Wouldn't
Would-এর পরে যে verb থাকে সে verb-টি verb-এর Base form হয়।
Will-এর past form হলো would কিন্তু তার অর্থ এ নয় যে would সব সময় অতীত কালের জন্য ব্যবহৃত হয়।
________________________________________________
Conditional sentence-এর second conditional-এ would "হতো/ঘটতো…" এ ধরণের অর্থ দেয় কিন্তু তার অর্থ এ নয় যে would সব ক্ষেত্রে ঐ একই অর্থ দেবে। (Conditional sentence সম্পর্কে বিস্তারিত আছে Conditional sentence-এর post-এ)
I will go Dhaka VS I would go Dhaka :
I would go Dhaka.
(আই উড গো ঢাকা।)
(আমি ঢাকায় যাব)
তোমার বন্ধু: রনি অসুস্থ, যদি সে মারা যায় তাহলে কি তুমি ঢাকায় যাবে?
তুমি: হ্যাঁ, আমি যাবো।
= Yes, I would go. (ইয়্যেস, আই উড গো।)
তোমার বন্ধু এখনো মারা যায়নি, কিন্তু মরা যাওয়ার সম্ভাবনা আছে তাই would হয়েছে।
তোমার বন্ধু: তুমি কি আগামীকাল ঢাকায় যাবে?
তুমি: হ্যাঁ, আমি টিকিট কিনেছে, আমি আগামীকাল ঢাকায় যাব।
= Yes, I've bought a ticket, I will go to Dhaka tomorrow.
(ইয়েস, আই হ্যাভ বট এ টিকেট, আই উইল গো টু ঢাকা টুমোড়ো।)
তুমি যেহেতু টিকিট কিনেছ তার অর্থ তুমি আগামীকাল অবশ্যই ঢাকায় যাচ্ছ তাই এখানে will হয়েছে।
প্রথম বাক্যে যদি রনির মরা যাওয়ার সম্ভাবনা একেবারেই না থাকে অথবা যদি এভাবে বলা হয় যে "ধরো ইরফান নামে একজন সন্ত্রাসী আছে সে তোমাকে এখনই খুন করতে আসছে, তাইলে কি তুমি এখন পালানোর জন্য ঢাকায় যাবে?"←যেহেতু ইরফান নামে কোনো সন্ত্রাসী বাস্তবে নেই কেবল কল্পনা করে বলা হচ্ছে তাই
"পালানোর জন্য কি তুমি এখন ঢালায় যাবে =
Would you go to Dhaka to escape?
(উড উই গো টু ঢাকা টু ইছকেপ?)
তাই যদি কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে অথবা যদি কাল্পনা করে বলা হয় তাহলে সেক্ষেত্রে Would হবে।
Note: Second conditional sentence এ "Would you go=তুমি কি যেতে?" অর্থ দেয়।
Conditional সেন্তেঞ্চে-এর বিস্তারিত→"Conditional sentence"-এর post-এ আছে।
________________________________________________
Offer/invitation (আমন্ত্রণ) বোঝাতে :
Would you mind having a cup of tea?
(উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি?)
= তুমি কি এক কাপ চা খেতে চাও?
________________________________________________
Preference বোঝাতে: Live, love, hate prefer, care, be glad/happy-এর সাথে would ব্যবহৃত হয়।
Examples (এ্যাকজ্যামপোল্স) :
I would like to have a cup of tea.
(আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি?)
= আমি এক কাপ চা খেতে চাই।
Preference বোঝাতে (অধিকতর পছন্দ) বোঝাতে rather/sooner -এর সাথে would ব্যবহৃত হয়।
Would rather/would sooner-এর পরে verb-এর present form (b ase infinitive) বসে।
He would rather die then beg.
(হি উড রাদার ডাই দেন বেগ।)
= তার ভিক্ষা করার চেয়ে বরং মরা যাওয়া উচিত।
Note: Would rather এবং would sooner-এর মধ্যে বিশেষ তেমন কোনো পার্থক্য নেই কিন্তু would rather বেশি ব্যবহৃত হয়।
________________________________________________
উদ্দেশ্য বোঝাতে In order that/So that-এর পর would ব্যবহৃত হয়।
He worked hard so that he would shine in life.
(হি ওয়াক্ড হার্ড ছো দ্যাট্ হি উড শাইন ইন লাইফ।)
= সে পরিশ্রম করেছে/করেছিল যাতে করে সে তার জীবনে উজ্জ্বল হতে পারে।
________________________________________________
Note: Modal auxiliary verb-এর ক্ষেত্রে Interrogative sentence-এর সময় do/does/did /am/is/are/was/were কখনো সামনে আসবে না। কিন্তু Need to/ Able to.... ←যেগুলোর সাথে to আছে সেগুলোর ক্ষেত্রে সেগুলোর অর্থের ওপর নির্ভর করে do/does/did/am/is/are/was/were সামনে আনতে হবে।
Will you do? ✔ (উইল ইউ ডু?)
Will do you? ❌
Does he will do? ❌
Would you do? ✔ (উড ইউ ডু?)
Would do you? ❌
Does would he do? ❌
No comments