Must এবং Have to -এর ব্যবহার (বাংলা অর্থ সহ)
⚫ অনুবাদক ও বর্ণনাকারী: আহসানুল ইরফান
(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
Must :
Must Modal verb হিসেবে Must present এবং Future এ ব্যবহৃত হয়।
Negative: Must not=Mustn't.
________________________________________________
Obligation: (বাধ্যবাধকাতা):
You must obey your parents.
(ইউ মাস্ট ওব্যেই ইউর প্যারেন্ট্স।)
= তোমাকে অবশ্যই তোমার পিতামাতাকে মান্য করতে হবে।
________________________________________________
Certainty (নিশ্চয়তা) :
He must be a good student.
(হি মাস্ট বি এ গুড স্টুডেন্ট।)
= সে নিশ্চই একটি ভালো ছাত্র হবে।
He must be a good student এ sentence-এর তিন ধরণের অর্থ হতে পারে :
1. তোমার বন্ধু: তোমার কি মনে হয় তার ভালো ছাত্র হওয়া উচিত?
তুমি: হ্যাঁ, তার অবশ্যই ভালো ছাত্র হতে হবে।
You: Yes, he must be a good student.
(ইউ: ইয়েস, হি মাস্ট বি এ গুড স্টুডেন্।)
2. তোমার বন্ধু: সে ইংরেজিতে অনেক ভালো করেছিলো, তোর কি মনে হয় সে ভালো ছাত্র?
তুমি: হ্যাঁ, যেহেতু সে ভালো করেছিলো তাই "সে নিশ্চয় একজন ভালো ছাত্র" = "He must be a good student." (হি মাস্ট বি এ গুড স্টুডেন্ট)
3. তোমার বন্ধু: সে ভালো ছাত্র নয় কিন্তু সে ভালো ছাত্র হওয়ার জন্য অনেক চেষ্টা করছে।
তোর কি মনে হয় সে ভালো ছাত্র হবে?
তুমি: হ্যাঁ, যেহেতু সে ভালো করে পাড়াশোনা করছে "সে নিশ্চয় ভালো ছাত্র হবে" (=সে নিশ্চয় ভালো ছাত্র হয়ে যাবে)
= "He must be a good student."
1 নং বাক্যটি: Obligation (বাধ্যবাধকতা) বোঝাচ্ছে।
2 নং বাক্যটি: Certainty (নিশ্চয়তা) বোঝাচ্ছে।
3 নং বাক্যটি: Logical conclusion (যৌক্তিক সিদ্ধান্ত) বোঝাচ্ছে।
Logical conclusion (যৌক্তিক সিদ্ধান্ত) :
You must be hungry after your long walk.
(ইউ মাস্ট বি হাংরি আফটার ইউর লং ওয়াক।)
= তুমি নিশ্চয় ক্ষুধার্থ হয়ে যাবে তোমার দির্ঘক্ষন হাটার পর।
________________________________________________
Determination (দৃড় প্রতিজ্ঞা) বোঝাতে :
I must punish him.
(আই মাস্ট পানিশ হিম।)
= আমি তাকে শাস্তি দিবো।
________________________________________________
Must have+v3 দ্বারা Third conditional sentence-এ নিশ্চয় করা উচিত ছিলো (কিন্তু করিনি) অর্থ দেয়।
Conditional sentence এর বিস্তারিত আলোচনা Conditional sentence-এর post-এ।
________________________________________________
Have to :
Have to-এর Past form হলো: Had to.
Present tense-এ verb Third person singular হলে has to হয়। Future tense-এ shall have to/will have to বসে।
Note: Have to যুক্ত Sentence-কে negative করতে হলে don't have to, didn't have, doesn't have to, shall not have to, will not have to=won't have to ইত্যাদি ব্যবহৃত হয়।
________________________________________________
Obligation (বাধ্যবাধকাতা) বোঝাতে have to ব্যবহৃত হয় :
I have to play.
(আই হ্যাভ টু প্লে।)
= আমাকে খেলতে হবে।
He has to play.
(হি হ্যাছ টু প্লে।)
= তাকে খেলতে হবে।
He had to play.
(হি হ্যাড টু প্লে।)
= তাকে খেলতে হয়েছিলো।
I will have to play tomorrow.
(আই উইল হ্যাভ টু প্লে টুমোড়ো।)
= আমাকে আগামিকাল খেলতে হবে।
________________________________________________
Must ও have to Obligation এর ক্ষেত্রে প্রাই একই।
Future→Must/shall have to/will have to.
Present→Must/have to অথবা has to.
Past→ Had to.
________________________________________________
Have to সাধারণত Interrogative sentence-এ ব্যবহৃত হলে :
Where do I have to go?
(হয়্যার ডু আই হ্যাভ টু গো?)
= আমাকে কোথায় যেতে হবে?
Need to -এর ক্ষেত্রেও একই :
Where do I need to go?
(হয়্যার ডু আই নিড টু গো?)
= আমার কোথায় যেতে হবে?
Where have I to go = ❌
________________________________________________
Note: Note: Modal auxiliary verb-এর ক্ষেত্রে Interrogative sentence-এর সময় do/does/did /am/is/are/was/were কখনো সামনে আসবে না। কিন্তু Need to/ Able to.... ←যেগুলোর সাথে to আছে সেগুলোর ক্ষেত্রে সেগুলোর অর্থের ওপর নির্ভর করে do/does/did/am/is/are/was/were সামনে আনতে হবে।
Must he do? ✔ (মাস্ট হি ডু?)
Does he must do? ❌
Does he have to do? ✔ (ডাজ হি হ্যাভ টু ডু?)
Has he to do? ❌
Have he to do? ❌
Have to he do? ❌
#Modal_Auxiliary_verbs #ইংরেজি #grammar #গ্রামার #ahsanul_irfan
Nice
ReplyDelete