Shall এবং Should -এর ব্যবহার (বাংলা অর্থ সহ)


Shall এবং Should -এর ব্যবহার in Bangla :

⚫ অনুবাদক ও বর্ণনাকারী: আহসানুল ইরফান

(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Shall: Shall-এর পর Verb-এর Base form বসে।
Negative: Shall not.

1. ভবিষ্যতের কোনো ঘটনা/কাজ বোঝাতে সাধারণত I/we এর সাথে Shall হয়।
যেমন: I shall do the work.
(আই শ্যাল ডু দা ওয়ার্ক।)
= আমি কাজটি করবো।
________________________________________________
2. Requests for order/ Advice, offers ও suggestions বোঝাতে I/we -এর পর Shall ব্যবহৃত হয়।

Where shall I keep the book? (Request for order)
(হয়ার শ্যাল আই কিপ দা বুক?)
= কোথায় আমার বইটা রাখা উচিত?

Shall I help you to get into the bus? (Offer)
(শ্যাল আই হেল্প ইউ টু গেত ইনটু দা বাছ?)
= আমি কি তোমাকে বাসে উঠতে সাহায্য করবো?

Shall we solve the problems?, let's solve the problem. (Suggestion)
(শ্যাল উই ছল্ভ দা প্রবলেম্ছ?, লেট্ছ ছল্ভ দা প্রবলেম।)
= আমাদের কি সমস্যার সামাধান করা উচিত?, চলো সমস্যার সমাধান করা যাক।
________________________________________________
3. Command (আদেশ) :
Threat, authoritative order বোঝাতে 2nd এবং 3rd person-এ Shall ব্যবহৃত হয়। 

Captain: You shall carry out my order. (Command)
(ক্যাপটেন: ইউ শ্যাল ক্যারি আউট বাই ওয়ার্ডার।)
= ক্যাপ্টেন: তোমাকে আমার আদেশ পালন করতে হবে।

Soldier: Yes sir, I'll.
(ছোলজার: ইয়েছ ছ্যার, আই উইল।)
= সৈনিক: হ্যাঁ স্যার, আমি করবো।

You shall be punished. (Threat)
(ইউ শ্যাল বি পানিশ্ড।) 
= তুমি দণ্ডিত হবে।

The college will remain closed on Sunday. (Authority command)
(দা কলেজ ইউল রিমেইন ক্লোছ্ড্ অন ছানডে।)
= কলেজ রবিবারে বন্ধ থাকবে।
________________________________________________
বক্তার Intension বোঝাতে 2nd ও 3rd person-এ Shall হয়: 

You shall have a nice pen.
(আই শ্যাল হ্যাভ এ নাইছ পেন।)
= তুমি একটি সুন্দর কলম পাবে।

He shall not enter the room.
(হি শ্যাল নট ইনটার দা রুম।)
= সে রুমে ঢুকতে পারবে না।
________________________________________________
বক্তার Determination (সঙ্কল্প) বোঝাতে 2nd ও 3rd person-এ Shall ব্যবহৃত হয় :

The weak shall be given equel rights.
(দা উইক শ্যাল বি গিভেন ইক্যুয়াল রাইট্স।)
= দুর্বলদেরকে সমান অধিকার দেয়া হবে।

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Should: Should-এর পর Verb-এর Base form বসে।
Negative: Should not=Shouldn't.

((Conditional sentence-এর 2nd Conditional-এ should উচিত ছিল (কিন্তু করিনি) এমন অর্থ দেয়।
Conditional sentence এর বিস্তারিত→ Conditional sentence-এর post-এ))

Shall-এর Past form 'Should' তার অর্থই এ নয় যে Should শুধু অতীত কালের জন্য ব্যবহৃত হয়।
________________________________________________
"উচিত" অর্থে :

We should obey our parents.
(ইউ শুড অবেই ইউর প্যারেন্ট্স্।)
(বাবা-মা'কে আমাদের মান্য করা উচিত)

He should stop smoking.
(হি শুড স্টপ স্মোকিং।) 
= তাকে ধূমপান বন্ধ করা উচিত।

Should I help you?
(শুড আই হেল্প ইউ?)
= তোমাকে কি আমার সাহায্য করা উচিত?

This bulb should be in my room.
(দিছ বাল্ব শুড বি ইন মাই রুম।)
= এ বাল্বটি আমার ঘরে থাকা উচিত।
________________________________________________
বর্তমান Obligation-এর ক্ষেত্রে :

Structure: Subject+Should+be+verb+ing.

He should be reading now.
(হি শুড বি রিডিং নাও।)
= তাকে এখন পড়া উচিত।
________________________________________________
Present, past ও future-এ Assumption (অনুমান) বোঝাতে Should ব্যবহার হয়।

It should be raining now.
(ইট শুড বি রেয়নিং নাও।)
= এখন সম্ভবত বৃষ্টি হচ্ছে।

He should have reached home by now.
(হি শুড হ্যাভ রিচ্ড হোম বাই নাও।)
= সে এতক্ষণে সম্ভবত বাড়িতে পৌঁছে গেছে।
এ বাক্যের আরেকটি অর্থ হতে পারে: তার এতক্ষণে বাড়িতে পৌঁছে যাওয়া উচিত ছিল।

He should have more time to reach the station.
(হি শুড হ্যাভ মোর টাইম টু রিচ দা স্টেশন।)
= তার স্টেশনে পৌঁছাতে সম্ভবত আরো সময় লাগবে।
________________________________________________
উদ্দেশ্য বোঝাতে So that এবং In order that-এর পরে Should বসে।
 
Example (এক্স্যামপোল) :

The king went out in disguise so that no one should recognize him.
(দা কিং ওয়েন্ট আউট ইন ডিছগাইছ ছো দ্যাট্ নো ওয়ান শুড রেকগনাইজ হিম।)
= রাজা ছদ্মবেশে বেরিয়ে গেলেন যাতে কেউ তাকে চিনতে না পারে।
________________________________________________
That clause-এ Anxious, sorry, happy concerned, delighted, absurd, amazing, annoying, ludicrous, odd, ridiculous, strange, surprising ইত্যাদি Adjective-এর পর Should বসে।

I'm delighted that he should take that view.
(আই এ্যাম ডিলাইটেড দ্যাট হি শুড টেক দ্যাট ভিউ।)
= আমি খুশি যে সে এই দৃশ্যটি গ্রহণ করবে।
________________________________________________
That clause-এ Advice, agree, arrange, ask, command, decide, demand, determine, insist, order, propose, recommend, request, stipulate, suggest, urge, ইত্যাদি Verb-এর পরে should বসে।

I ordered that the driver should keep the car locked.
(আই ওয়াডার্ড দ্যাট দা ড্রাইভার শুড কিপ দা কার লক্ড।)
= আমি ড্রাইভারকে আদেশ করেছিলাম যে গাড়িটি লক রাখা উচিত।

I ordered that the car should be kept locked.
(আই ওয়াডার্ড দ্যাট দা কার শুড বি কেপ্ট লক্ড।)
= আমি আদেশ করেছিলাম যে গাড়িটি লক রাখা উচিত।
________________________________________________
Note: Modal auxiliary verb-এর ক্ষেত্রে Interrogative sentence-এর সময় do/does/did /am/is/are/was/were কখনো সামনে আসবে না। কিন্তু Need to/ Able to.... ←যেগুলোর সাথে to আছে সেগুলোর ক্ষেত্রে সেগুলোর অর্থের ওপর নির্ভর করে do/does/did/am/is/are/was/were সামনে আনতে হবে।

Should he do?✔ (শুড হি ডু?)
Should do he?❌
Does he should do?❌
Do he should do?❌

Shall he do?✔ (শ্যাল হি ডু?)
Shall do he?❌
Does shall do he?❌

#Modal_Auxiliary_verbs #ইংরেজি #grammar #গ্রামার #ahsanul_irfan

No comments