Going to-এর ব্যবহার (বাংলা অর্থ সহ)


Going to-এর ব্যবহার :

⚫ লেখক: আহসানুল ইরফান

(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Going to: হতে যাচ্ছে/করতে যাচ্ছে…

Bangladesh is going to be a rich country.
(বাংলাদেশ ইছ গোয়িং টু বি এ রিচ কানট্রি।)
= বাংলাদেশ একটি ধনী দেশ হতে যাচ্ছে।

Irfan is going to open a bank account.
(ইরফান ইছ গোয়িং টু ওপেন এ ব্যাংক এ্যাকাউন্ট।)
= ইরফান একটি ব্যাংক এক্যাউন্ট খুলতে যাচ্ছে।

(Going to vs About to vs Will সম্পর্কে পড়ুন→"Going to vs About to vs will" Post-এ।)
________________________________________________
Note: Modal auxiliary verb-এর ক্ষেত্রে Interrogative sentence-এর সময় do/does/did /am/is/are/was/were কখনো সামনে আসবে না। কিন্তু Need to/ Able to.... ←যেগুলোর সাথে to আছে সেগুলোর ক্ষেত্রে সেগুলোর অর্থের ওপর নির্ভর করে do/does/did/am/is/are/was/were সামনে আনতে হবে।

Are you going to do?✔
Going you to do?❌

No comments