As/since (যেহেতু)



As/since (যেহেতু) :

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

⬛ As/ Since (যেহেতু) :

As/since you don’t know English, you are an international dumb.
(এ্যাজ/ছিন্ছ ইউ ডোন্ট নো ইংলিশ, ইউ আর এ্যান ইন্টারন্যাশনাল ডাম্ব।)
= যেহেতু তুমি ইংরেজি জান না তাই তুমি একজন আন্তর্জাতিক বোবা।

Use: As মানে যেহেতু ... সেহেতু। বাংলাতে যেহেতু বাক্যের প্রথমে বসায় Similarly ইংরেজিতেও As /since বাক্যের প্রথমে বসানো যেতে পারে।

As/since you are the manager, you have to do it on your own responsibility.
(এ্যাজ/ছিন্ছ ইউ আর দা ম্যানেজার, ইউ হ্যাভ টু ডু ইট অন ইওর ওন রেছপনছিব্লিটি।)
= যেহেতু তুমি ম্যানেজার, তোমাকে এটা তোমার নিজ দায়িত্বেই করতে হবে।

As/since you don’t know, (you) don’t talk.
(এ্যাজ/ছিন্ছ ইউ ডোন্ট নো, (তুমি) ডোন্ট টক।)
= যেহেতু তুমি জান না, সেহেতু (তুমি) কথা বলো না।

As I don’t have money, I will not go.
(এ্যাজ আই ডোন্ট হ্যাভ মানি, আই উইল নট গো।)
= যেহেতু আমার টাকা নেই, তাই আমি যাব না।
________________________________________________
কিন্তু As বক্যের প্রথমে বসে 'যেমনটা' অর্থও দিতে পারে :

As you can see, we are going.
(এ্যাজ ইউ ক্যান ছি, উই আর গোয়িং।)
= যেমনটা তোমরা দেখতে পারছো, আমরা যাচ্ছি।

Since অন্য অর্থও দিতে পারে Since-এর post-এ আলোচনা করা হবে।

No comments