S + had hoped + that + S + would + V1 in Bangla




S + had hoped + that + S + would + V1 :

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

S + had hoped + that + S + would + V1

অতীতে কোনো একটা ব্যাপারে আশা করেছিলাম বা ভেবেছিলাম এমন বোঝালে। যেমন: “ভেবেছিলাম তুমি আসবে।” বা “সে ভেবেছিল আমি তাকে গাড়ীটা দেব।” এরকম বোঝালে Had hoped হবে। তবে মনে রাখতে হবে, এক্ষেত্রে আশা পূরণ হয় না।

আশা করেছিলাম যে তুমি আসবে।
= I had hoped that you would come. (আই হ্যাড হোপ্ড দ্যাট ইউ উড কাম।)

I had hoped that we would win.
(আই হ্যাড হোপ্ড দ্যাট উই উড উইন।)
= আমি ভেবেছিলাম আমরা জিতব।

He had hoped that I would give him the car.
(হি হ্যাড হোপ্ড দ্যাট আই উড গিভ হিম দা কার।)
= সে ভেবেছিল আমি তাকে গাড়িটা দেব।

We had hoped that Mashrafi would play.
(উই হ্যাড হোপ্ড দ্যাট মাশরাফি উড প্লে।)
= আমরা আশা করেছিলাম মাশরাফি খেলবে।

Note: এই structure-টি শুধুমাত্র অতীতকালের জন্য হবে। আর হ্যাঁ বন্ধুরা, যেহেতু অতীতকাল তাই that-এর পরে would হবে কারণ will-এর past tense = Would.

সহজ কথায়: অতীতের অপূর্ণ আশা = Had hoped.

No comments