I want you to, I need you to, I expect you to... in Bangla


He want you to, I need you to, I expect you to... :

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

I want you to clean the room.
(আই ওয়ান্ট ইউ টু ক্লিন দা রুম)
= আমি চাই তুমি ঘর পরিষ্কার করো।

I want you to come home right after school.
(আই ওয়ান্ট ইউ টু কাম হোম রাইট আফটার স্কুল।)
= আমি চাই তুমি স্কুলের পর সরাসরি বাসায় আসো।

I want you to call me.
(আই ওয়ান্ট ইউ টু কল মি।)
= আমি চাই তুমি আমাকে কল করো।

আমি চাই সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করুক যাতে আমি তা না করি
= I want god to help me not to do that. ✔
= I want god to help me to not to do that. ❌
_________________________
By using the word 'need' instead of 'want' you are expressing something that is required or wanted.

I need you to study harder in school.
(আই নিড ইউ টু স্টাডি হার্ডার ইন স্কুল।)
= আমি চাই তুমি স্কুলে পরিশ্রম করো।

I need you to stop and listen to me.
(আই নিড ইউ টু স্টপ এ্যান্ড লিছেন টু মি।)
= আমি চাই তুমি থামো এবং আমার কথা শোনো।
____________________________
I expect you to do it.
(আই এক্সপেক্ট ইউ টু ডু ইট।)
= আমি আশা করি তুমি এটি করবে।

I expect you to punch him.
(আই এক্সপেক্ট ইউ টু পাঞ্চ হিম।)
= আমি আশা করি তুমি তাকে ঘুসি মারবে।

Note :
I expect you do it. ❌
I expect from you to do it. ❌
I expect you to do it. ✔

No comments