At VS by/before VS within VS in VS After in Bangla


At VS by/before VS within VS in VS After :

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

At: যে সময়ে করা হবে বা নির্দিষ্ট করে সময়কে Point করতে At ব্যবহৃত হয়।
যেমন:
I shall meet you at 3 o'clock.
(আই শ্যাল মিট ইউ এ্যাট থ্রি ও'ক্লোক।)
= আমি তোমার সাথে ৩টার সময় দেখা করব।
________________________________________________
In: ভবিশৎকালে ব্যপক সময় (Period of time) বোঝাতে In ব্যবহৃত হয়।
যেমন :

We will finish the work in one week.
(উউ উইল ফিনিশ দা ওয়ার্ক ইন ওয়ান উইক।)
= আমরা একদিনের ভেতর এ কাজটি শেষ করব।

In এর past হিসেবে after ব্যবহার করা হয় :

My father died after two months.
(মাই ফাদার ডায়েড আফটার টু মান্থ্স্।)
= আমার বাবা দু'মাস আগে মারা গেছে।
________________________________________________
Within: সময় শেষ হবার পূর্বে বোঝাতে within ব্যবহৃত হয়। যেমন: I will finish the work within a month.
  (আই উইল ফিনিশ দা ওয়ার্ক উইথ ইন এ মান্থ।)
= আমি এক মাসের মধ্যে এ কাজগুলো শেষ করব।
________________________________________________
Within VS by/before: নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে by/before হয়।

I will finish my reading by/before 5 pm.
(আই উইল ফিনিশ মাই রিডিং বাই/বিফোর ফাইভ পিএম।)
= আমি ৫টার মধ্যে/আগেই আমার কাজ শেষ করব।

Please come back before 10 am.
Please come back by 10 am.

I will complete it within two months.
(আই উইল কমপ্লিট এট উইথইন টু মান্থ্স্।)
= আমি দু'মাসের মধ্যে এটি শেষ করব।

Note: নির্দিষ্ট সময়, বার, বেলা এগুলোর ক্ষেত্রে সাধরণত by/before হয়।

A year, two months, three years..১দিন বা দু'দিন বা তিনদিন…এর ভেতর এগুলোর ক্ষেত্রে সধারণত within হয়।

I need the report on my desk by Friday. ✔ (আই নিড দা রিপোর্ট অন মাই ডেস্ক বাই ফ্রাইডে।)
I need the report on my desk within Friday. ❌

We should be home by nine o’clock. ✔ (উই শুড বি হোম বাই নাইন ও'ক্লোক।)
We should be home within nine o’clock at the latest. ❌

I’ll have left by the time you get back. ✔ (আই উইল হ্যাভ লেফ্ট বাই দা টাইম ইউ হেট ব্যাক্।)
We were all crying by the end of the film. ✔
(উই ওয়্যার অল ক্রাইং বাই দা এন্ড অফ দা ফিল্ম।)
________________________________________________

No comments