Find VS Look for VS Search VS Search for in Bangla


Find VS Look for VS Search VS Search for :

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Get = পাওয়া।
Look for = খোঁজা।
Find = খুঁজে পাওয়া/Discover করা। (To get by looking for)

My phone is missing. So I am finding it. ❌
(মাই ফোন ইছ মিছিং। ছো আই এ্যাম ফানডিং ইট।)
= আমার ফোন নিখোঁজ। তাই আমি এটি খুঁজে পাচ্ছি←এমনটা কেউ কখনো বলবে না।

ওটা ভুল কারণ কিছু নিখোঁজ হলে সেটা প্রথমে আমরা খুঁজি তার পর আমরা সেটা খুঁজে পাই, তাই I am looking for my phone হবে।

My phone is missing. So I am looking for it. ✔
(মাই ফোন ইছ মিছিং। ছো আই এ্যাম লুকিং ফর ইট।)
= আমার ফোন নিখোঁজ। তাই আমি এটি খুঁজছি।

My phone is missing. So I am trying to find it. ✔
(মাই ফোন ইছ মিছিং। ছো আই এ্যাম ট্রাইং টু ফাইন্ড ইট।)
= আমার ফোন নিখোঁজ। এটি আমার খুঁজে পাওয়ার চেষ্টা করছি।

I'm finding some new things.
(আই এ্যাম ফাইনডিং ছাম নিউ থিংস।)
= আমি নতুন কিছু খুঁজে পাচ্ছি ✔/ আমি নতুন কিছু discover করছি। ✔ (=আমি নতুন কিছু খুঁজছি ❌)

You have to find that. (আই হ্যাভ টু ফাইন্ড দ্যাট।) = তোমাকে এটি খুঁজে পেতে হবে।
You have to look for that. (ইউ হ্যাভ টু লুক ফর দ্যাট।) = তোমাকে এটি খুঁজতে হবে।
________________________________________________
Search = কোনোকিছুর ভেতর খোঁজা।
Search for = কোনোকিছুর জন্য খোঁজা।

I'm searching my bag.
(আই এ্যাম ছার্চিং মাই ব্যাগ।)
= আমি আমার ব্যাগের ভেরত খুঁজছি।

I'm searching for my bag.
(আই এ্যাম ছার্চিং ফর মাই ব্যাগ।)
= আমি আমার ব্যাগ খুঁজছি।

No comments