Active ও Passive -এর মূল পার্থক্য - Active VS Passive in Bangla


Active ও Passive -এর মূল পার্থক্য :

Voice-post no: 05

⚫ লেখক: আহসানুল ইরফান

(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

A. Bablu kicks.
(বাবলু কিক্ছ।)
= বাবলু লাথি মারে।

B. Bablu is kicked.
(বাবকু ইছ কিক্ড।)
= বাবলু লাথি খায়।

(|||) এখানে A ও B একে অপরের active-passive নয়৷ তবে A এক Active sentence এবং B এক Passive sentence.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)
________________________________________________

1. Active: Bablu kicks Rakib.
(বাবলু কিক্ছ রাকিব।)
= বাবলু রাকিবকে লাথি মারে।

2. Passive: Rakib is kicked by Bablu.
(রাকিব ইছ কিক্ড বাই বাবলু।)
= রাকিব বাবলুর দ্বারা লাথি খায়।

(|||) এখানে 1 ও 2 একে অপরের active-passive.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

A. Bablu is kicking.
(বাবলু ইছ কিকিং।)
= বাবলু লাথি মারছে।

B. Bablu is being kicked.
(বাবলু ইছ বিং কিক্ড।)
= বাবলু লাথি খাচ্ছে।

(|||) এখানে A ও B একে অপরের active-passive নয়৷ তবে A এক Active sentence এবং B এক Passive sentence.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)
________________________________________________

1. Active: Bablu is kicking Rakib.
(বাবলু ইছ কিকিং রাকিব।)
= বাবলু রাকিবকে লাথি মারছে৷

2. Passive: Rakib is being kicked by Bablu.
(রাকিব ইছ বিং কিক্ড বাই বাবলু।)
= রাকিব বাবলুর দ্বারা লাথি খাচ্ছে।

(|||) এখানে 1 ও 2 একে অপরের active-passive.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

A. Bablu has kicked.
(বাবলু হ্যাজ কিক্ড।)
= বাবলু লাথি মেরে দিয়েছে।

B. Bablu has been kicked.
(বাবলু হ্যাজ বিন কিক্ড।)
= বাবলু লাথি খেয়ে ফেলেছে। (সরাসরি অনুবাদ এমনই।)

(|||) এখানে A ও B একে অপরের active-passive নয়৷ তবে A এক Active sentence এবং B এক Passive sentence.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)
________________________________________________

1. Active: Bablu has kicked Rakib.
(বাবলু হ্যাজ কিক্ড রাকিব।)
= বাবলু রাকিবকে লাথি মেরে দিয়েছে।

2. Passive: Rakib has been kicked by Bablu.
(রাকিব হ্যাজ বিন কিক্ড বাই বাবলু।)
= রাকিব বাবলুর দ্বারা লাথি খেয়ে ফেলেছে। (সরাসরি অনুবাদ এমনই।)

(|||) এখানে 1 ও 2 একে অপরের active-passive.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

A. Bablu kicked.
(বাবলু কিক্ড।)
= বাবলু লাথি মেরেছিল (দূরবতী অতীত)/বাবলু লাথি মেরেছে (নিকটবর্তী অতীত)।

B. Bablu was kicked.
(বাবলু ওয়াছ কিক্ড।)
= বাবলু লাথি খেয়েছিল (দূরবতী অতীত)/বাবলু লাথি খেয়েছে (নিকটবর্তী অতীত)।

(|||) এখানে A ও B একে অপরের active-passive নয়৷ তবে A এক Active sentence এবং B এক Passive sentence.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)
________________________________________________

1. Active: Bablu kicked Rakib.
(বাবলু কিক্ড রাকিব।)
= বাবলু রাকিবকে লাথি মেরেছিল (দূরবতী অতীত)/বাবলু রাকিবকে লাথি মেরেছে (নিকটবর্তী অতীত)।

2. Passive: Rakib was kicked by Bablu.
(রাকিব ওয়াছ কিক্ড বাই বাবলু।)
= রাকিব বাবলুর দ্বারা লাথি খেয়েছিল (দূরবতী অতীত)/রাকিব বাবলুর দ্বারা লাথি খেয়েছে (নিকটবর্তী অতীত)।

(|||) এখানে 1 ও 2 একে অপরের active-passive.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

A. Bablu was kicking.
(বাবলু ওয়াছ কিকিং।)
= বাবলু লাথি মারছিল।

B. Bablu was being kicked.
(বাবলু ওয়াছ বিং কিক্ড।)
= বাবলু লাথি খাচ্ছিল।

(|||) এখানে A ও B একে অপরের active-passive নয়৷ তবে A এক Active sentence এবং B এক Passive sentence.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)
________________________________________________

1. Active: Bablu was kicking Rakib.
(বাবলু ওয়াছ কিকিং রাকিব।)
= বাবলু রাকিবকে লাথি মারছিল।

2. Passive: Rakib was being kicked by Bablu.
(রাকিব ওয়াছ বিং কিক্ড বাই বাবলু।)
= রাকিব বাবলুর দ্বারা লাথি খাচ্ছিল।

(|||) এখানে 1 ও 2 একে অপরের active-passive.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

A. Bablu had kicked before the bell rang.
(বাবলু হ্যাড কিক্ড বিফোর দা বেল র‍্যাং।)
= ঘন্টা বাজার পূর্বে বাবলু লাথি মেরে দিয়েছিল। (সরাসরি অনুবাদ এমনই।)

B. Bablu had been kicked before the bell rang.
(বাবলু হ্যাড বিন কিক্ড বিফোর দা বেল র‍্যাং।)
= ঘন্টা বাজার পূর্বে বাবলু লাথি খেয়ে ফেলেছিল। (সরাসরি অনুবাদ এমনই।)

(|||) এখানে A ও B একে অপরের active-passive নয়৷ তবে A এক Active sentence এবং B এক Passive sentence.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)
________________________________________________

1. Active: Bablu had kicked Rakib before the bell rang.
(বাবলু হ্যাড কিক্ড রাকিব বিফোর দা বেল র‍্যাং।)
= ঘন্টা বাজার পূর্বে বাবলু রাকিবকে লাথি মেরে দিয়েছিল। (সরাসরি অনুবাদ এমনই।)

2. Passive: Rakib had been kicked by Bablu before the bell rang.
(রাকিব হ্যাড বিন কিক্ড বাই বাবলু বিফোর দা বেল র‍্যাং।)
= ঘন্টা বাজার পূর্বে রাকিব বাবলুর দ্বারা লাথি খেয়ে ফেলেছিল। (সরাসরি অনুবাদ এমনই।)

(|||) এখানে 1 ও 2 একে অপরের active-passive.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

A. Bablu will kick.
(বাবলু উইল কিক।)
= বাবলু লাথি মারবে।

B. Bablu will be kicked.
(বাবলু উইল বি কিল্ড।)
= বাবলু লাথি খাবে।

(|||) এখানে A ও B একে অপরের active-passive নয়৷ তবে A এক Active sentence এবং B এক Passive sentence.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)
________________________________________________

1. Active: Bablu will kick Rakib.
(বাবলু উইল কিক রাকিব।)
= বাবলু রাকিবকে লাথি মারবে।

2. Passive: Rakib will be kicked by Bablu.
(রাকিব উইল বি কিক্ড বাই বাবলু।)
= রাকিব বাবলুর দ্বারা লাথি খাবে।

(|||) এখানে 1 ও 2 একে অপরের active-passive.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

A. Bablu will be kicking.
(বাবলু উইল বি কিকিং।)
= বাবলু লাথি মারতে থাকবে।

B. Bablu will be being kicked.
(বাবলু উইল বি বিং কিক্ড।)
= বাবলু লাথি খেতে থাকবে।

(|||) এখানে A ও B একে অপরের active-passive নয়৷ তবে A এক Active sentence এবং B এক Passive sentence.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)
________________________________________________

1. Active: Bablu will be kicking Rakib.
(বাবলু উইল বি কিকিং রাকিব।)
= বাবলু রাকিবকে লাথি মারতে থাকবে।

2. Passive: Rakib will be being kicked by Bablu.
(রাকিব উইল বি বিং কিক্ড বাই বাবলু।)
= রাকিব বাবলুর দ্বারা লাথি খেতে থাকবে।

(|||) এখানে 1 ও 2 একে অপরের active-passive.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

A. Bablu will have kicked.
(বাবলু উইল হ্যাভ কিক্ড।)
= বাবলু লাথি মেরে থাকবে।

B. Bablu will have been kicked.
(বাবলু ইউল হ্যাভ বিন কিক্ড।)
= বাবলু লাথি খেয়ে থাকবে।

(|||) এখানে A ও B একে অপরের active-passive নয়৷ তবে A এক Active sentence এবং B এক Passive sentence.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)
________________________________________________

1. Active: Bablu will have kicked Rakib.
(বাবলু উইল হ্যাভ কিক্ড রাকিব।)
= বাবলু রাকিবকে লাথি মেরে থাকবে।

2. Passive: Rakib will have been kicked by Bablu.
(রাকিব উইল হ্যাভ বিন কিক্ড বাই বাবলু।)
= রাকিব বাবলুর দ্বারা লাথি খেয়ে থাকবে।

(|||) এখানে 1 ও 2 একে অপরের active-passive.

(Present form: Kick
Past form: Kicked
Past participle form: Kicked)

No comments