As vs Like vs As if/As though in Bangla




As vs Like vs As if/As though :

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

He is working as a teacher.
(হি ইছ ওয়ার্কিং এ্যাজ এ টিচার।) 
= সে একজন শিক্ষক হিসেবে কাজ করছে।

He is working like a teacher.
(হি ইছ ওয়ার্কিং লাইক এ টিচার।)
= সে একজন শিক্ষকের মতো করে কাজ করছে।

He tells the matter as if he knew everything.
(হি টেল্স দা মেটার এ্যাজ ইফ হি নিউ এভরিথিং।)
= সে এমনভাবে বলছে যেন সে সব জানত।

As if/as though "যেন" অর্থ দেয়। As if/as though এর পর প্রথম অংশ Present indefinite হলে পরের অংশ past indefinite হয়। আর প্রথম অংশ past tense হলে পরের অংশ past parfect tense হয়।

He tells the matter as if/as though he knew everything.
((হি টেল্স দা মেটার এ্যাজ ইফ/এ্যাজ দো হি নিউ এভরিথিং।)
= সে এমনভাবে বলছে যেন সে সব জানতো।

He told the matter as if/as though he had known everything. 
(হি টেল্স দা মেটার এ্যাজ ইফ/এ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং।)
(সে এমনভাবে বলেছিল যেন সে সব জানত।)
________________________________________________
কোনোকিছু হওয়া বোঝাতে unreal past এর অর্থ প্রকাশ করতে as though/as if -এর পরের অংশে were বসে।

He runs fast as though he were a mad person.
(হি রান্ছ ফাছ্টৃ এ্যাজ দো হি ওয়ার এ ম্যাড পার্ছোন।)
(সে এমনভাবে দ্রুত দৌড়োচ্ছে যেন সে পাগল।)

He donates money as if he were a rich man.
(হি ডোনেট্ছ মানি এ্যাজ ইফ হি ওয়ার এ রিচ ম্যান।)
= সে টাকা দান করে এমনভাবে যেন সে ধনী ব্যক্তি।

No comments