In VS Into, On VS In, In VS On VS To, Between VS among, By VS With, On VS Over in Bangla



In VS Into, On VS In, In VS On VS To,  Between VS among, By VS With, On VS Over :

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

In vs Into: কোনো কিছুর ভিরতে অবস্থিত বা স্থিতিশীলতা বোঝাতে In এবং ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে Into হয় :

The students are in class room.
(দা স্টুডেন্ট্স আর ইন ক্লাস রুম।)
= ছাত্রছাত্রীরা ক্লাস রুমে।

I'm going into the class room.
(আই এ্যাম হোয়িং ইনটু দা ক্লাস রুম।)
= আমি ক্লাসরুমের ভেতরে ঢুকছি।
________________________________________________
On vs In: দিন বা তারিখের পূর্বে on এবং মাস বা বছরের পূর্বে in বসে।

I shall meet you on Friday.
(আই শ্যাল মিট ইউ অন ফ্রাইডে।)
= আমি তোমার সাথে শুক্রবার দেখা করব।

I will meet you in january.
(আই উইল মিট ইউ ইন জ্যানুয়্যারি।)
= আমি তোমার সাথে জানুয়ারীতে দেখা করব।
________________________________________________
In vs On vs To: সীমার মধ্যে বোঝাতে In, সীমার দিকে বোঝাতে to এবং সীমার ওপরে বোঝাতে on ব্যবহৃত হয় :

Dhaka is on Buriganga.
(ঢাকা ইজ অন বুড়িগঙ্গা।)
= ঢাকা বুড়িগঙ্গা নদীর ওপরে।

Dhaka city college is on the heart of the city.
(ঢাকা ছিটি কলেজ ইজ অন দা হার্ট অফ দা ছিটি।)
= ঢাকা কলেজ শহরের ভেতরে।

The sunderban is to the south of the country.
(দা সুন্দরবন ইজ টু দা ছাউথ অফ দা কানট্রি।)
= সুন্দরবন দেশের দক্ষিনে।
________________________________________________
Between vs Among: দুইয়ের মধ্যে Between এবং দুইয়ের অধিক হলে Among হয়।

Divide the mangoes between the two boys.
(ডিভাইড দা ম্যানগোছ বিটউইন দা টু বয়েছ্।)
= আম দুজনকে ভাগ করে দাও।

Divide the mangoes among them.
(ডিভাইনড দা ম্যানগোছ এ্যামোং দেম।)
= তাদের ভতর আম ভাগ করে দাও।
________________________________________________
By vs With: যে করে তার পূর্বে by এবং যেটা দ্বারা তার পূর্বে with হয় :

The tiger was killed by the hunter with a gun.
(দা টাইগার ওয়াছ কিল্ড বাই দা হান্টার উইথ এ গান।)
= বাঘ একটি শিকারীর দ্বারা গুলি দিয়ে মারা গেছে।
________________________________________________
On vs Over: লাগলাগি অবস্থায় ওপরে হলে on এবং space রেখে ওপরে হলে over ব্যবহৃত হয়। যেমন :

The pen is on the bed.
(দা পেন ইছ অন দা বেড।)
= কলমটি বিছানার ওপরে।

The clock is over the cupboard.
(দা ক্লোক ইছ ওভার দা কাপবোর্ড।
= ঘরিটি আলমারির ওপরে।
________________________________________________

No comments