At VS In in Bangla
⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
At vs In: At Point করতে ব্যবহৃত হয় আর point আমরা সাধারণত সেগুলোকেই করি যেগুলো আকারে ছোট। যেমন :
Satmatha, home, house, college, school, university এ শব্দগুলোর সাথে at ব্যবহৃত হবে।
Bogura, Dhaka, Bangladesh, asia, world, universe এ শব্দগুলোর সাথে in ব্যবহৃত হবে।
Note: কোনোকিছুর ভেতরে বোঝাতে "in" ব্যবহার করা হয়। যেমন: আমি আমার কলম একটি বক্সের ভেতর রাখছি = I am keeping my pens in a box. (আই এ্যাম কিপিং মাই পেন্স ইন এ বক্স।)
________________________________________________
সময়কে point করতে at ব্যবহৃত হয় :
I went at 5 am.
(আই ওয়েন্ট এ্যাট ফাইভ এ এম।)
= আমি ৫টায় গিয়েছিলাম।
এছাড়াও, তামমাত্রা, দুরুত্ব এবং আরো নানাকিছু point করতে at ব্যবহৃত হয়।
________________________________________________
আমি ইংলিশে ভালো।
= I'm good at English.
(আই এ্যাম গুড এ্যাট ইংলিশ।)
= I'm good in English. (আই এ্যাম গুড ইন ইংলিশ।)
প্রথমটি correct যদি সরাসরি English-এ ভালো হওয়ার কথা বলা হয় কিন্তু দ্বিতীয়টি incorrect নয় কিন্তু অর্থ ভিন্ন।
I'm good in English সরাসরি English-এ ভালো হওয়াকে বোঝায় না, এটি English-এর সাথে জড়িত কোনোকিছুতে ভালো হওয়াকে বোঝায়, হতে পারে তা home works বা অন্যকিছু।
________________________________________________
আমাকে ১১টার এলার্ম দিতে হবে।
= I need to set alarm for 11 am. (আই নিড টু ছেট এ্যালার্ম ফর এলেভেন এ এম।)
আমাকে ১১ টার সময় এলার্ম দিতে হবে.
= I need to set alarm at 11 am. (আই নিড টু ছেট এ্যালর্ম এ্যাট এলেভেন এ এম।)
________________________________________________
No comments