Tense-এর গুরুত্বপূর্ণ কিছু বিষয় বাংলা অর্থ, উচ্চারণ ও ব্যাখ্যা সহ
Tense-post no: 05
⚫ লেখক: আহসানুল ইরফান (কিছু সংগ্রহ করা, বাকিগুলো নিজে লেখা।)
(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
⬛ 1. Modal auxiliary verb-গুলোর সাথে কখনো ing হয় না।
May+ing, shall+ing, can+ing, could+ing, able+ing to, must+ing..... এগুলো কখনো হয় না।
Will শুধু modal auxiliary verb হিসেবেই ব্যবহৃত হয় না। Will main verb হিসেবেও ব্যবহৃত হয় আর যখন main verb হিসেবে ব্যবহৃত হয় তখন will+ing করা যায় অর্থাৎ will এর পর ing যোগ করা যায়।
Example (একজ্যামপোল) :
I'm willing to do.
(আই এ্যাম উইলিং টু ডু।)
= আমি করতে আশা করছি। (সরাসরি অনুবাদ এমনই।)
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
⬛ 2. After ও when পূর্বে থাকলে Future present tense প্রকাশ করতে Present perfect tense হয়।
Go to bed when/after you have done your home work.
(গো টু বেড হোয়েন/আফটার ইউ হ্যাভ ডান ইওর হোম ওয়ার্ক।)
= তোমার বাড়ির কাজ শেষ করে ফেলার পর শুতে যাও।
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
⬛ 3. Have ও had মানেই perfect tense নয় :
I have a book.
(আই হ্যাভ এ বুক।)
= আমার একটি বই আছে।
(|||) এ বাক্যটিতে have আছে এর মানেই এ নয় যে এটি present perfect. এখানে "have" main verb, এখানে "have" modal auxiliary verb নয়। "I have a book" present indefinite.
I had a book.
(আই হ্যাড এ বুক।)
= আমার একটি বই ছিল।
(|||) এ বাক্যটিতে had আছে এর মানেই এ নয় যে এটি past perfect. এখানে "had" main verb, এখানে "had" modal auxiliary verb নয়। "I had a book" past indefinite.
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
⬛ 4. Present perfect মানেই শুধু এ নয় যে কোনোকিছু কিছুক্ষণ আগেই হয়েছে :
> Have you ever been to Dhaka?
(হ্যাভ ইউ এ্যাভার বিন টু ঢাকা?)
= তোমার কি কখনো ঢাকায় থাকা হয়েছে?
> Yes, once I have been there.
(ইয়েছ, ওয়ান্ছ আই হ্যাভ বিন দেয়ার।)
= হ্যাঁ, একবার আমার ওখানে থাকা হয়েছে।
(|||) এখানে থাকা হয়েছে মানেই এ নয় যে আমি গতকালই ঢাকায় ছিলাম, এখানে থাকা হয়েছে বলতে হয়তো ৬ মাস আগে অথবা ১০ মাস আগে অথবা ২ বছর আগে অথবা.....
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
⬛ 5. Past tense মানেই এ নয় যে যা হয়েছিল তার ফল এখন আর বিদ্যমান নেই। কোনোকিছু অতীতে হলেও সেটার ফল এখনো বিদ্যমান থাকতে পারে।
Example (একজ্যামপোল) :
I got a pen.
(আই গট এ পেন।)
= আমি একটি কলম পেয়েছিলাম (দূরবতী অতীত)/আমি একটি কলম পেয়েছি (নিকটবর্তী অতীত)।
(|||) "আমি একটি কলম পেয়েছিলাম" -এর অর্থই এ নয় যে কলমটি এখন আর নেই। কলমটি এখনও থাকতে পারে।
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
⬛ 6. Past tense নিকটবর্তী অতীতের জন্যও ব্যবহৃত হয় :
লাবিবের বাবা বাজারে যাচ্ছেন এমন সময় লাবিবের মা লাবিবকে বললেন: লাবিব, তোমার বাবাকে বাজার থেকে একটি কাপড় কিনে আনতে বলো।
বাবা বাইরে চলে যাওয়ার এক মিনিট পর মা লাবিবকে বললেন :
"তুমি কি তোমার বাবাকে কাপড় কিনে আনতে বলেছো?"
= Did you tell your father to buy a cloth?
(ডিড ইউ টেল ইওর ফাদার টু বাই এ ক্লোথ?)
(|||) এখানে Did আছে এর মানেই এ নয় যে বাংলায় এর অর্থ কেবল "বলেছিলে" হবে।
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
⬛ 7. He, she, it এবং অন্যান্য third person singular number-গুলো subject হলে বাক্যে "have" না হয়ে "has" হয় তবে এর মানেই এ নয় যে shall, will, would, can, could, may, might এগুলোর পর has হবে।
He shall has, It will has, She would has…. এগুলো কখনো হয় না।
No comments