Present tense-এর active-passive বাংলা অর্থ, উচ্চারণ ও ব্যাখ্যা সহ


Present tense-এর active-passive বাংলা অর্থ, উচ্চারণ ও ব্যাখ্যা সহ :


Voice-post no: 02

⚫ লেখক: আহসানুল ইরফান

(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

⬛ 1. Present indefinite :

Active: Subject + main verb (subject Third person singular হলে main verb-এর সাথে s/es)+ object.

Passive: Subject + person ও number অনুসারে am/is/are + main verb-এর past participle form + by + object.

[] Active voice-এর subject Passive voice-এর object এবং Passive voice-এর object Active voice-এর subject. 

1. Active: I kick him everyday. (<> Present indefinite)
(আই কিক হিম এভরি ডে।)
= আমি তাকে প্রতিদিন লাথি মারি।

2. Passive: He is kicked by me everyday. (<> Present indefinite)
(হি ইছ কিক্ড বাই মি এভরি ডে।)
= সে প্রতিদিন আমার দ্বারা লাথি খায়।

(|||) এখানে 1 ও 2 একে অপরের active-passive. 



A. He kicks. (হি কিক্ছ।) = সে লাথি মারে। (<> Present indefinite)
B. He is kicked. (হি ইছ কিক্ড।) = সে লাথি খায়। (<> Present indefinite)

(|||) এখানে A ও B একে অপরের active-passive নয়৷ তবে A এক Active sentence এবং B এক Passive sentence.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

⬛ 2. Present continuous :

Active: Subject + person ও number অনুসারে am/is/are + verb+ing + object.

Passive: Subject + person ও number অনুসারে am being/is being/are being + main verb-এর past participle form + by + object.

[] Active voice-এর subject Passive voice-এর object এবং Passive voice-এর object Active voice-এর subject. 

1. Active: I'm beating an animal. (<> Present continuous)
(আই'এ্যাম বিটিং এ্যান এনিমেল।) 
= আমি একটি প্রাণিকে মারধোর করছি।

2. Passive: The animal is being beaten by me. (<> Present continuous)
(দা এনিমেল ইছ বিং বিটেন বাই মি।)
= প্রণিটি আমার দ্বারা মারধোর খাচ্ছে।

(|||) এখানে 1 ও 2 একে অপরের active-passive. 



A. The animal is beating. (দা এনিমেল ইছ বিটিং।) = প্রাণিটি মারধোর করছে। (<> Present continuous)
B. The animal is being beaten. (দা এনিমেল ইছ বিং বিটেন।) = প্রাণিটি মারধোর খাচ্ছে। (<> Present continuous)

(|||) এখানে A ও B একে অপরের active-passive নয়৷ তবে A এক Active sentence এবং B এক Passive sentence.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

⬛ 3. Present perfect :

Active: Subject + person ও number অনুসারে have/has (subject Third person singular হলে has হয়, বাকি সকল ক্ষেত্রে have) + past participle + object.

Passive: Subject + person ও number অনুসারে have been/has been (subject Third person singular হলে has been হয়, বাকি সকল ক্ষেত্রে have been) + main verb-এর past participle form + by + object.

[] Active voice-এর subject Passive voice-এর object এবং Passive voice-এর object Active voice-এর subject. 

1. Active: I have done this. (<> Present perfect)
(আই হ্যাভ ডান দিছ।)
= আমি এটা করে ফেলেছি।

1. Passive: This has been done by me. (<> Present perfect)
(দিছ হ্যাজ বিন ডান বাই মি।)
= এটা আমার দ্বারা করা হয়েছে।

(|||) এখানে 1 ও 2 একে অপরের active-passive. 



A. This has done. (দিছ হ্যাজ ডান।) = এটা করে ফেলেছে। (<> Present perfect)
 
(|||) এখানে এটা করে ফেলেছে বলতে এটা দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা কিছু একটা করে ফেলেছে। 

B. This has been done. (দিছ হ্যাজ বিন ডান।) = এটা করা হয়েছে। (<> Present perfect)

(|||) এখানে A ও B একে অপরের active-passive নয়৷ তবে A এক Active sentence এবং B এক Passive sentence.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

[] Perfect continuous-এর সাধারণত passive হয় না কারণ
তার passive যেমন সেভাবে সাধারণত কথা বলা হয় না।

No comments