Preposition in Interrogative sentence in Bangla (বাংলা অর্থ সহ)

Detached preposition :

⚫ লেখক: আহসানুল ইরফান

(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Relative pronouns/adverbs এবং Interrogative pronoun/adverbs (Who, whom, which, what, where, whose, where) যদি Preposition -এর object রুপে ব্যবহৃত হয় তবে এদের সাথে সম্পর্কযুক্ত Preposition টি সামনে না বসে বিচ্ছিন্ন হয়ে Sentence এর শেষে গিয়ে বসে এ রুপ Preposition কে Detached preposition বলে।

Example (এ্যাকজ্যামপোল্স) :

From where have you come? ❌
Where have you come from? ✔
(হয়ার হ্যাভ ইউ কাম ফ্রম?)

(|||) "From" এখানে Detached preposition.

For what are you waiting? ❌
What are you waiting for? ✔
(হট আর ইউ ওয়েটিং ফর?)

(|||) "For" এখানে Detached preposition.

Note: Interrogative sentence-এ Auxiliary verb না থাকলে did/do/does Subject-এর পূর্বে আনতে হয় আর Auxiliary verb থাকলে তাও Subject-এর পূর্বে বসবে কিন্তু Assertive sentence-এ Subject-এর পূর্বে আনতে হয়না।

Preposition অনেক Sentence-এর শেষে না বসালেও চলে কিন্তু Native speaker-রা সাধারণত শেষেই বসিয়ে থাকে এবং Shortened from-এও শেষে ব্যবহার কারা যায় কিন্তু এ নিয়ে অনেক controversies আছে সেটা নিয়ে পরে আলোচনা হবে, আগে নিচের Sentences গুলো পড়া যাক :
________________________________________________
◼️ কার ভেতর?

 কলমটি কোন বক্সে/কোন বক্সের ভেতরে?

= In which box is the pen? ✔ (Not natural)
   (ইন হুইচ বক্স ইছ দা পেন?) 
= The pen is in which box? ❌ (Not natural)
= What box is the pen in? ✔
   (হয়াট বক্স ইছ দা পেন ইন?)

Which ও what -এর পার্থক্য: নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর কোনটি বোঝাতে which হয়। আর অনির্দিষ্ট সংখ্যকের ভেতর কোনটি বোঝাতে what হয়।

Note: Which-এর বেলায় preposition সাধারণত আগে বসে। What-এর বেলায় proposition আগে বসবে না।
________________________________________________
◼️যেটির ভেতরে :

যে বক্সের ভেতর অনেক কলম আছে, সে বক্সটি নিয়ে আসো।

= Inside in which box are many pens, bring that Box. ❌
= The box that has many pens inside, bring that." ✔ (Informal) (দা বক্স ড্যাট হ্যাজ ম্যানি পেন্স ইনছাইড, ব্রিং দ্যাট।) 
= Bring the box that has many pens inside. ✔
   (ব্রিং দা বক্স ড্যাজ হ্যাজ ম্যানি পেন্স ইনছাইড।)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

◼️কিসের?

এটা কিসের জিনিস? ❌
এটা কিসের তৈরী? ✔

= It is made of what? ❌
= What is it made of? ✔
   (হয়াট ইছ ইট মেড অফ?)
________________________________________________
◼️যেটার জিনিস :

এটা যেটার জিনিস সেটা হলো লোহা।

= The material of what it is made of is iron. ❌
(Not natural)
= What material it is made of is iron. ❌
= The material that is used to make it is iron. ✔
  (দা ম্যাটারিয়াল ড্যাট ইছ ইউজ্ড্ টু মেক ইট ইছ আইরোন।)
= It is made of iron. ✔
   (ইট ইছ মেড অফ আইরোন।)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

◼️কি/কোন জিনিস থেকে? What from?

 তুমি এটি কী থেকে নিয়েছো?

= From what thing did you get it? ❌ (Not natural)
= From what thing you got it? ❌ (Not natural)
= You got it from what thing? ❌ (Not natural)
= What thing did you get it from? ✔
  (হয়াট থিং ডিড ইউ গেট ইট ফ্রম?)
________________________________________________
◼️যেটা থেকে :

যেটা থেকে আমি এটি পেয়েছি সেটি এখন আমার রুমে আছে।

= That is now in my room from which I got the pen. ❌ (Not natural)
= From which I got the pen that is now in my room. ❌
= The Thing from which I got it is now in my house. ❌ (Not natural)
= The thing I got it from is now in my room. ✔
   (দা থিং আই গট অট ফ্রম ইছ নাও ইন মাই রুম।)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

◼️কোনটির দ্বারা/কি দিয়ে?
 
কোনটির দ্বারা তুমি বাড়ি যাও?

= By what vehicle you go to your home? ✔
= by what vehicle do you go to your home? ✔
= What vehicle do you go to your home by? ✔
   (হয়াট ভিহিকেল ডু ইউ গো টু ইওর হোম বাই?)
= What vehicle do you use to go home? ✔
   (হয়াট ভিহিকেল ডু ইউ ইউছ টু গো হোম?)

Note: এখানে go home হবে, go to home নয়।
________________________________________________
◼️যেটি দিয়ে :

যেটি দিয়ে আমি বাড়িতে যায় সেটি হলো একটি রিকশা।

= by what vehicle I went to home is a rickshaw. ❌
= The vehicle by that I go home is rickshaw.❌ (Not natural)
= The vehicle that I go home by is rickshaw. ❌ (Not natural) 
= The vehicle I go home by is rickshaw. (unusual) 
= The vehicle I use to go home is rickshaw. ✔
   (দা ভিহিকেল আই ইউছ টু গো হোম ইছ রিকশা।)
= I go by rickshaw. ✔
   (আই গো বাই রিকশা।)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

◼️কোথায় থেকে? Where from?

তুমি কোথায় থেকে?

= You are from where? ❌
= from where are you? ❌
= from where are you? ❌
= Where are you from? ✔
   (হয়ার আর ইউ ফ্রম?)

 তুমি কোথায় থেকে এসেছো?

= You come from where? ❌
= Where you come from? ❌
= Where did you come from? ✔
   (হয়ার ডিড ইউ কাম ফ্রম?)
________________________________________________
◼️যেখান থেকে :

আমি যেখান থেকে এসেছি সেখান থেকে অারো অনেকজন এসেছে।

= Where I came from, many more people also came from there. ✔ (Informal)
  (হয়ার আই কাম ফ্রম, ম্যানি মোর পিপল অলছো কাম ফ্রম দেয়্যার।)
= There are also many more people from where I came from. ✔
    (দেয়ার আর অলছো ম্যানি মোর পিপল ফ্রম হয়ার আই কেম ফ্রম।)
= There are also many more people came from where I came. ✔
  (দেয়ার আর আলছো ম্যানি মোর পিপল কেম ফ্রম হয়ার আই কেম ফ্রম।) 
= There are also many more people came from where I came from. ✔
   (দেয়ার আর অলছো ম্যানি মোর পিপল কেম ফ্রম হয়ার আই কেম ফ্রম।) 
= There are also many more people who came from where I came from. ✔
  (দেয়ার আর অলছো ম্যানি মোর পিপল হু কেম ফ্রম হয়ার আই কেম ফ্রম।) 
= The place from where I came from, many more people also came from there. ❌(Not natural)
= From where I came, many more people also came from there. ❌ (Not natural)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

◼️কার দ্বারা?

 কার দ্বারা এ সকল কাজ হয়?

= These works are done by whom? ❌
= By whom is all these works done? ❌
= Whom is all these works done by? ❌ (Not natural) 
= Who does this work? ✔
  (হু ডাজ দিছ ওয়ার্ক?)
________________________________________________
◼️যাদের দ্বারা :

 যাদের দ্বারা এ কাজগুলো হয় তারা অনেক ভালো মানুষ।

= The people by whom these works are done are good people. ❌(Not natural)
= They are good people by whom these works are done. ❌(Not natural)
= By whom these works are done are good people. ❌
= The people who do these things are good people. ✔
  (দা পিপল হু ডু দিজ থিংছ আর গুড পিপল।)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

◼️কোনটিতে :

কোনটিতে = কোনটিতে কাপড় টাঙ্গানো হয়=কোন জিনিসে কাপড় টাঙ্গানো হয়?

= What thing is used to hang clothes? ✔

কোনগুলোতে = কোনগুলোতে কাপড় টাঙ্গানো হয়=কোন জিনিসগুলোতে কাপড় টাঙ্গানো হয়?

= What things are used to hang clothes? ✔
  (হয়াট থিংস আর ইছ্ড্ টু হ্যাং ক্লোথ্স্।)
________________________________________________
◼️যেটিতে :

যেটিতে = যেটিতে কাপড় টঙ্গানো হয় সেটি হলো হেঙ্গার।

= The Thing that is used to hang clothes is hanger. ✔
  (দা থিং ড্যাট ইছ ইউছ্ড্ টু হ্যাং ক্লোথ্স্ ইছ হ্যাংগার।)

যেগুলোতে=যেগুলোতে

= The things that are used to hang clothes are hangers. ✔
   (দা থিংস দ্যাট আর ইউছ্ড্ টু হ্যাং ক্লোথ্স্ আর হ্যাংগার্ছ।)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

◼️কোন দিকে? Which direction? 
কোনদিকে তুমি যেতে চাও?
= You want to go which Direction?❌
= Which direction do you want to go? ✔
   (হুইচ ডিরেকশন ডু ইউ ওয়ান্ট টু গো?)
________________________________________________
◼️যেদিকে :

যেদিকে তুমি আমাকে যেতে দেখতে চাও, আমি সেদিকেই যাব।
= The direction which you want me to go, I will go that direction. ✔(Informal)
  (দা ডিরেকশন হুইচ ইউ ওয়ান্ট মি টু গো, আই উইল গো দ্যাট ডিরেকশন।) 
= Which direction you want me to go, I will go that direction. ✔ (Informal)
  (হুইচ ডিরেকশন ইউ ওয়ান্ট মি টু টু গো, আই উইল গো দ্যাট ডিরেকশন।) 
= I will go the direction you want me to go. ✔
  (আই উইল গো দা ডিরেকশন ইউ ওয়ান্ট মি টু গো।)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

◼️কিসের সাথে? What with?

 কিসের সাথে তোমার গাড়ি আটকে গিয়েছিল?

= Your car stuck with what thing? ❌
  (ইউর কার স্টাক ইউথ হয়াট থিং?)
= With what thing your car stuck? ❌ (Not natural)
   (ইউথ হয়াট থিং ইউর কার স্টাক?)
= What thing is your car stuck with? ✔
   (হয়াট থিং ইছ ইউর কার স্টাক ইউথ?) 
________________________________________________
◼️যেটার সাথে :

যেটার সাথে আমার ব্যাগ অাটকে গিয়েছিল সেটা লোহার তৈরী ছিল।
= The thing with which I stuck my bag was made by iron. ❌
= With which thing I stuck my bag was made by iron. ❌
= The thing my bag got stuck with was made by iron. ✔
   (দা থিং ড্যাট মাই ব্যাগ স্টাক ইউথ ওয়াছ মেড বাই আইরোন।)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

◼️কার সাথে? Who with?

কার সাথে তুমি ঢাকায় গিয়েছিলে?

= With whom you went to Dhaka? (Informal)
= Who did you go to Dhaka with? ✔
  (হু ডিড ইউ গো টু ঢাকা উইথ?)
________________________________________________
◼️যার সাথে :

যার সাথে আমি ঢাকায় গিয়েছিলাম, সে ছিল এক পাগল।

= The guy with whom I went to Dhaka is a mad. ❌
= He was a mad with whom I went to the Dhaka. ❌
= With whom I went to Dhaka was a mad person.  (Informal)
= The guy who I went to Dhaka with was a mad person. ✔
  (দা গাই হু আই ওয়েন্ট টু ঢাকা উইথ ওয়াছ এ ম্যাড পারছোন।)
  

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

◼️কি সম্পর্কে :

তুমি আমাকে কী বিষয়ে জিজ্ঞেস করতে চাও?

= About what do you want to ask me? ❌
(Not natural)
= What do you want to ask me about? ✔
  (হয়াট ডু ইউ ওয়ান্ট টু আছ্ক্ মি এ্যাবাউট?)

________________________________________________
◼️যে সম্পর্কে :

যেটি আমি তোমাকে প্রশ্ন করতে চাই সেটি অনেক গুরুত্বপূর্ণ।

= About what I want to ask is very important. ❌
= It's very important what I want to ask you about. ❌
=What I want to ask you about is very important. ✔
  (হয়াট আই ওয়ান্ট টু আছ্ক্ ইউ এ্যাবাউট ইছ ভেরি ইমপরটেন্ট।) 
= I have something important to ask you about. ✔
  (আই হ্যাভ ছামথিং ইমপরটেন্ট টু আছ্ক্ ইউ এ্যাবাউট।)

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

◼️কার ওপর :

কার উপর তুমি কলমটি রেখেছ?

= On what thing did you put the pen? ❌
= What thing did you put the pen on? ✔
   (হয়াট থিং ডিড ইউ পুট দা পেন অন?)
________________________________________________
◼️যার ওপর :

যার উপর আমি কলমটি রেখেছি সেটি হলো একটি টেবিল।

= The thing that I put the pen on is a table. ✔
  (দা থিং দ্যাট আই পুট দা পেন অন ইছ এ টেবল।)

(Present form: put  Past form: put  Past participle form: put)

= I put the pen on a table. ✔
  (আই পুট দা পেন অন এ ট্যাবল।)
________________________________________________
Sentences :

আমি জানিনা এটাকে কি বিলে ডাকা হয় যেটার উপর সে বসে আছে।

= I don't know what it is called the thing that he is sitting on. ✔
(আই ডোন্ট নো হয়াট ইট ইছ কল দা থিং হি ইছ ছিটিং অন।)
= I don't know what is it called the thing that he is sitting on. ❌ (ভুল কারণ is -এর আগে it হতো।)

▪ আমি তাকে মেরে ফেলব যে এটি করেছে।

= I will kill the guy who did it. ✔
(আই উইল কিল দা গাই হু ডিড ইট।)

= I will kill who did it. ❌

এটাকে কি বলে ডাকা হয় যেটার উপর সে বসে আছে?

= What is the name of the thing he is sitting on? ✔
(হয়াট ইছ দা নেম অফ দা থিং হি ইছ ছিটিং অন?)

= What is called the thing on which he is sitting? ❌
 
1. What teacher do you study with?✔
     (হয়াট টিচার ডু ইউ স্টাডি ইউথ?)
(Which teacher are you studying to? ❌)
2. Where does he teach?✔
    (হয়ার ডাজ হি টিচ?)
3. Which college will you study in? ✔
    (হুইচ কলেজ উইল ইউ স্টাডি ইন?)
(Which college will you be admitted in?❌) 
4. Which college do you want to be admitted to?✔
    (হুউচ কলেজ ডু ইউ ওয়ান্ট টু বি এ্যাডমিটেন টু)
(Which college do you want to admit in?❌)
5. Which college do you want to study in? ✔
  (হুইচ কলেজ ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন?)
(Which college do you want to study to?❌)
6. When did your college close for the holidays? ✔
   (হয়েন ডিড ইওর কলে ক্লোছ ফর দা হলিডেছ্?)
(When had your college been closed for holiday?❌)
7. Which subject/subjects will you choose to study? ✔
(Which subject will you choose to study with?❌)
8. When will your exams start? ✔
  (হয়েন উইল ইওর এ্যাকজ্যামছ্ স্টার্ট?)
(Which date will your exam be started in?❌)

Note: সাধারণত which এবং whom যে sentence-এ থাকে সে Sentence-এ preposition শেষে যুক্ত করলে 'অনেক' বাক্য বেমানান হয়।
"What vs Which", "By vs With"….Preposition-গুলোর পার্থক্য জানলে এ ধরণের sentence বানাতে কোনো সমস্যা হবে না।
"who" এবং "whom" অনেক বাক্যে Interchangeably use করা যায়। 

Note: Whom-এর পরিবর্তে who ব্যবহার করা যায়।

Note: এ বাক্যগুলোর Shortened form-ও ব্যবহার করা যায় যেমন: Who with?= কার সাথে। কিন্তু Native speakers সব বাক্যের Shortened form ব্যবহার করে না আর করলেও বেশিরভাগ ক্ষেত্রে Interrogative pronoun/adverb এর পর Preposition বসিয়ে থাকে।

Shortened from-গুলো পরের post-এ দেয়া হবে।

No comments