Noun's VS Nouns' in Bangla (বাংলা অর্থ সহ)
⚫ লেখক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
Singular noun-এর Possessive-এর জন্য noun-এর শেষে apostrophe(') -এর পাশাপাশি s-ও থাকে কিন্তু plural Noun-এর Possessive-এর ক্ষেত্রে noun-এর শেষে শুধু apostrophe(') হয়।
যেমন: Brother's = ভাইয়ের। Brothers' = ভাইদের।
Player's = খেলোয়াড়ের। Players' = খেলোয়াড়দের।
Singular noun-এর শেষে যদি s থাকে তবে তার Possessive-এর ক্ষেত্রে শেষে আরেকটি apostrophe (') নিয়ে আসা যায় যদি সে s Pronounce হয়, আর না হলে শুধু (') হয়।
যেমন :
Jems (জেম্স্)-এর Possessive: Jems's.
Dress(ড্রেস)-এর Possessive: Dress's.
Loyed Jemus (লয়েড জেমাস) (নাম)-এর possessive হবে: Loyed jemus'.
________________________________________________
No comments