It is time = এটাই উপযুক্ত সময়
It is time = এটাই উপযুক্ত সময় :
⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
It is time. = এটাই উপযুক্ত সময়। :
It is time+to/for :
It is time to start the work.
(ইট ইছ টাইম টু স্টার্ট দা ওয়ার্ক।)
= এটাই উপযুক্ত সময় কাজটি শুরু করার।
▪️কোনো কাজ সঠিক সময় ইতিমধ্য পার হয়ে গেছে, আর বিলম্ব না করে এখনই শুরু করা উচিত বুঝাতে It is time অথবা বেশি জোর দিয়ে বলার জন্য It is high time ব্যবহৃত হয়।
It is time/it is high time+subject+past subjective.
It is time/ it is high time we went home.
(ইট ইছ হাই টাইম উই ওয়েন্ট হোম।)
= এখনই বাড়ি যাওয়ার সময়।
(বাড়িতে আগেয় যেতে হতো কিন্তু সময় পার হয়ে গেছে, তাই এখনই সময় বাড়িতে তাড়াতাড়ি যাওয়ার।)
No comments