Gerund, Participle and Infinitive in Bangla
Gerund, Participle and Infinitive :
⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
Gerund: Verb-এর Present form-এর সাথে ing যুক্ত হয়ে যদি তা noun-ও Verb-এর কাজ এক সাথে করে তখন তাকে Gerund বলে।
যেমন :
Walking is a good exercise.
(ওয়াকিং ইছ এ গুড এক্সারছাইজ।)
= হাঁটা অনেক ভালো অনুশীলন।
I like reading.
(আই লাইক রিডিং।)
= আমি পড়তে পছন্দ করি।
এ বাক্যগুলোতে Walking, reading Gerund.
________________________________________________
Participle: Verb এর যে form একই সাথে verb এবং Adjective হিসেবে কাজ করে তাকে Participle বলে।
Participle তিন ধরণের হতে পারে :
1. Present participle.
2. Perfect participle.
3. Past participle.
________________________________________________
1. Present participle (Verb+ing) :
Verb-এর সাথে ing যোগ করার ফলে, একই সাথে Verb এবং Adjective হিসেবে কাজ করলে তাকে Present participle বলে।
Don't put your hand into boiling water.
(ডন্ট পুট ইওর হ্যান্ড ইনটু বয়েলিং ওয়াটার।)
= ফোটানো পানির ভেতর হাত দেবে না।
(এখানে "Boiling" Participle.)
Don't get down from running train.
(ডোন্ট গেট ডাউন ফ্রম রানিং ট্রেন।)
= চলন্ত ট্রেন থেকে নেমো না।
(এখানে "Running" Participle.)
◾See, hear, feel, smell, listen, notice, watch এ verb-গুলোর পর object + present participle ব্যবহৃত হয়।
I saw him playing football.
(আই ছ হিম প্লেয়িং ফুটবল।)
= আমি তাকে ফুটবল খেতে দেখেছিলাম।
I heard her singing.
(আই হার্ড হার ছিংগিং।)
= আমি তাকে গান গাইতে শুনেছি।
________________________________________________
2. Perfect participle (Having+past participle) :
Having-এর পর Verb-এর Past participle form থাকলে তখন সে verb-কে Perfect participle বলে।
Having got no answer from him for long time, I stopped writing to him.
(হ্যাভিং গট নো এ্যানছার ফ্রম হিম ফর লং টাইম, আই স্টপ্ড রাইটিং টু হিম।)
= তার কাছ থেকে অনেকদিন ধরে উত্তর না পাওয়ার জন্য, আমি তার জন্য লেখা বাদ দিয়ে দিয়েছি।
________________________________________________
3. Past participle: এটা আমরা প্রায় সবাই জানি।
Verb এর সাথে d/ed/t/ne/en যুক্ত হয়ে যদি একই সাথে verb ও Adjective-এর কাজ করে তখন তাকে Past participle বলে।
যেমন :
This is a broken chair.
(দিছ ইছ এ ব্রোকেন চ্যেয়ার্।)
= এটি একটি ভাঙ্গা চেয়ার।
(এ বক্যে "broken" past participle.)
I hate torn shirts.
(আই হেট টর্ন শার্ট্ছ।)
= আমি ছেঁড়া সার্ট অপছন্দ করি।
(এ বাক্যে "torn" Past participle)
________________________________________________
The infinitive: To+ Verb এর Base form নিয়ে Infinitive গঠিত হয়।
(To এর পর সব সময় Verb এর Base form হয়, এবং To + verb-এর base form কেই Infinitive বলে।)
To swim is a good exercise.
(টু ছুইম ইছ এ গুড এক্সারসাইজ।)
= সাঁতার কাটা একটি ভালো অনুশীলন।
I want to buy a shirt.
(আই ওয়ান্ট টু বাই এ শার্ট।)
= আমি একটি সার্ট কিনতে চাই।
No comments