Conditional sentence in Bangla (বাংলা অর্থ সহ)



Conditional-sentence-post no: 01

⚫ বর্ণনাকারী: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Conditional sentence: যে Sentence এ একটি শর্ত দেয়া থাকে এবং শর্তের উপর ভিত্তি করে একটি ঘটনা বা ফালাফল দেয়া থাকে।
"সে যদি এটি করে, আমি এটি করব।"
"এটা হলে, এটা হতো।"
"ঐটা হলে, এটা হবে না।"

এই ধরনের Sentence-ই Conditional sentence.

Conditional sentence এর দুটি অংশ থাকে একটি If clause বা Dependent clause অন্যটি Principal clause বা Independent clause.

If you heat ice, it melts.
(ইফ ইউ হিট আইছ, ইট মেল্ট্স।)
= যদি তুমি বরফে তাপ দাও, এটা গলে।

এখানে "If you heat ice" এটি If clause বা Dependent. আর "It melts" Principal clause বা Independent clause.

Principal clause যদি If clause এর অাগে বা পরে দু পাশেয় বসানো যায়, যদি If clause আগে বসে তবে Principal clause এর আগে একটি কমা (,) বসে, আর যদি If clause আগে বসে তবে (,) বসাতে হয়না।

Conditional sentences প্রধানত ৩ প্রকার :
1. First conditional.
2. Second conditional.
3. Third Conditional.

এছাড়াও আরো দু প্রকার রয়েছে :
1. Zero conditional.
2. Mixed conditional.

No comments