BC, AD, BCE, CE, Century, Millennium, Decade, S– সন নির্ণয়ের ক্ষেত্রে এগুলোর ব্যবহার


BC, AD, BCE, CE, Century, Millennium, Decade, S– সন নির্ণয়ের ক্ষেত্রে এগুলোর ব্যবহার :

⚫ লেখক: আহসানুল ইরফান

> শব্দের যে সংজ্ঞাগুলো তা cambridge dictionary ও oxford থেকে সংগ্রহ করা, বর্ণনা করেছি আমি নিজে।
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

BC, AD, BCE, CE, Century, Millennium, Decade, S– সন নির্ণয়ের ক্ষেত্রে এগুলোর ব্যবহার :

Jesus Christ (জিসাস্ ক্রাইষ্ট্) বা যিশুখ্রিস্টের জন্মের বছর থেকে শুরু করে সন গণনা করা হয়।

BC = Before Christ. (খ্রিষ্টপূর্ব)
AD = Anno Domini (Latin phrase) অর্থ আমাদের প্রভুর বছরে। (খ্রিষ্টাব্দ)

BCE =Before the common era.
CE = Common era.

BC = BCE. (এ দুটো একই, গণনায় কোনো পার্থক্য নেই)
AD = CE. (এ দুটোও একই, গণনায় কোনো পার্থক্য নেই)

যিশুর জন্মের ১ বছর পর = AD 1.
যিশুর জন্মের ২ বছর পর = AD 2.
যিশুর জন্মের ১০ বছর পর =AD 10.
যিশুর জন্মের ১০০ বছর পর = AD 100 বা 1st century.

(Century (শতাব্দী)=১০০ বছর।)
1st century = যিশুর জন্মের 1--100 বছর পর্যন্ত।
2nd century = যিশুর জন্মের 101--200 বছর পর্যন্ত।
3rd century = যিশুর জন্মের 201--300 বছর পর্যন্ত।

এখন 2020 সাল বা AD 2020 বা 21 century. (2000 পর্যন্ত 20 century ছিল।)

BC অথবা BCE ব্যবহার করা হয় যিশুর জন্মের আগের বছর গুলো নির্ণয় করতে। যেমন: 100 BC/BCE = যিশুর জন্মের ১০০ বছর আগে।

Note: AD সালের আগে লিখতে হয় এবং BC সালের পরে লিখতে হয়। কিন্তু BCE এবং CE এর ক্ষেত্রে দুটিই সালের পরে লেখা যায়।

বর্তমান সময়ে আমরা BC, AD, BCE, CE ব্যবহার করি না কিন্তু এখনো যিশুখ্রিস্টের জন্মের বছর থেকে শুরু করে গণনা করা হয়।
________________________________________________
Millennium: (ম্যাল্যানিয়্যাম্) (সহস্র বত্সর) = 1000 years.

1st millennium = যিশুর জন্মের 1--1000 বছর পর্যন্ত।
2nd millennium = যিশুর জন্মের 1001--2000 বছর পর্যন্ত।
3rd millennium = যিশুর জন্মের 2001--3000 বছর পর্যন্ত।

এখন 2020 সাল অর্থাৎ 3rd millennium.
________________________________________________
Decade: (দশক) = ১০ বছর।
1st decade of the 21st century = 2001 to 2010.
181st decade = one hundred eighty-first decade (1801--1810)
________________________________________________
1800s = Eighteen hundreds. (এয়্যিট্'টিন হানড্রেড্স্)=1800--1809.
1850s = Eighteen fifties. (এয়্যিট্'টিন্ ফিফ্'ট্যিচ্) = 1850--1859.
2000s = Two thousands. (টু থাউজ্যেন্ড্স্)= 2000--2009.
________________________________________________
70s = Seventies (সেভেনটিচ্) 70--79.
80s = Eighties (এয়্যিট'টিচ্) 80--89.
90s =Nineties. (নাইনটিচ্) 90--99.

(বয়স, সন, ডিগ্রী অনেক কিছুর জন্যই ব্যবহার করা যেতে পারে)

||||||| Age (বয়স):
She is in her eighties, but very fit.
=তিনি তার এয়্যিট'টিচে (৮০-৮৯) আছেন, কিন্তু তবুও অনেক fit.(=তার বয়স ৮০-৮৯ এর ভেতর তার পরেও তিনি অনেক fit.)

|||||||  Year (বছর):
Bill Clinton was the US president in/during the nineties.
(বিল্ ক্লিন্'টন্ নাইনট্যিচের্ প্রসিডেন্ট ছিলেন)= এখানে নাইনটিচ্ বলতে 1990--1999 সময়কে বোঝানো হচ্ছে। যদি ধরুন Bill Clinton (বিল্ ক্লিন্'টন) 1890--1899 সময়ের প্রেসিডেন্ট হতেন আর কেউ যদি 1915 সালে বলত "Bill Clinton নাইনটিচ্যের্ প্রেসিডেন্ট ছিলেন" তবে এটি দ্বারা সে 1890--1899 সময়কে বোঝাত।)

||||||| Temperature (তাপমাত্রা):
Today it's supposed to get very hot ‑ maybe up into the nineties.
= আজকে হয়ত গরম অনেক হবে - হয়ত নাইনট্যিচের ভেতরে হবে। ( = আজকে হয়ত গরম অনেক হবে - হয়ত ৯০-৯০ ডিগ্রী তাপমাত্রার ভেতরে হবে।)

Note: "70s এর" লেখার সময় 70s' এভাবে লিখতে হয় (S এর পরে একটি Apostrophe আছে) এবং seventies যদি সালের জন্য ব্যবহার করা হয় তবে সংক্ষেপে লেখার সময় '70s এভাবে লিখতে হয়। (70 এর আগে Apostrophe আছে।)
________________________________________________
Note: ১ যুগ = ১২বছর। 
কিন্তু Era অর্থ ১২ বছর নয়।

Era=a period of time of which particular events or stages of development are typical:
The Clinton era.
The post‑war era.
They had worked for peace during the long era of conflict.
The fall of the Berlin wall marked the end of an era.

No comments