প্রথম কাজ + and + দ্বিতীয় কাজ


প্রথম কাজ + and + দ্বিতীয় কাজ :

⚫ সংগ্রহ করে সাজিয়েছে: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

যেয়ে খাও
Go and eat

প্রথম কাজ + and + দ্বিতীয় কাজ

অনেক সময় আমরা এভাবে বলি- যেয়ে খাও, বাসায় যেয়ে ফোন কর, দেখে বল, খেয়ে রেষ্ট নাও। অর্থাৎ দুইটি কাজ পরপর করা হয়। তো সেক্ষেত্রে আমরা ইংরেজিতেও আগের কাজ আগে রেখে এবং পরের কাজ পরে রেখে মাঝখানে and দিয়ে যোগ কের দেব। and এখানে সেতুর কাজ করবে- সেতুর নাম ‘ব্রীজ এ্যান্ড ’।

See and say.
(ছি এ্যান্ড ছে।)
= দেখে বল

She showered and dressed and went downstairs.
(শ্যি ছাউয়ার্ড এ্যান্ড ড্রেছ্ড্ এন্ড ওয়েন্ট ডাউনস্টিয়ার্ছ।)
= সে গোছল করে পোশাক পরে নীচ তলায় গিয়েছিল।

See friends আমরা স্কুলে কতই না কঠিন করে শিখেছি। সে গোছল করে পোশাক করে নীচতলায় গিয়েছিল। এই রকম একটা বাক্যের ট্রন্সলেশন করতে যেয়ে অবশ্যই আমরা Past perfect indefinite আনতাম অতঃপর কার আগে কে এলো? কি করলো? এই নিয়ে দিশেহারা হয়ে যেতাম। কিন্তু দেখেনতো ওরা কত সহজে বলে ফেলল। Oxford ALD বা ব্রিটিশ, এ্যামেরিকান বইয়ে এমন সহজ ইংরেজিই আছে।

Do you see and say?
(ডু ইউ ছি এ্যান্ড ছে?)
= তুমি কি দেখে বল?

Eat and take a rest.
(ইট এ্যান্ড টেক এ রেছ্ট্।)
= খেয়ে বিশ্রাম নাও।

Come and take.
(কাম এ্যান্ড টেক।)
= এসে নাও।

Be self confident and talk to people.
(বি ছেল্ফ কনফিডেন্ট এ্যান্ড টক টু পিপোল।)
= আত্মবিশ্বাসী হয়ে মানুষের সাথে কথা বল।

পদ্মার দুই তীর। কাওড়াকান্দি বনাম মাওয়া। কাওড়াকান্দির মেয়ে কোয়েল আর মাওয়ার ছেলে মানু মাদবর। কোয়েলের দুঃখের শেষ নেই- তার বর মানু মাদবর তাকে নাইওর নিতে আসছে না। মানু আসছে না কারণ সে পানিকে ভয় পায়। সেতু না থাকায় ভীতু মানু শরৎ বর্ষা বহু ঋতু পার করে দিল কোয়েলকে ছাড়াই। এদিকে কাওড়াকান্দির কোয়েলে কেঁদে কেটে জারেজার সে কান্দে আর গীত বাঁনধে-

আসিয়া তুমি দেখিয়া যাও
লোনা জলে চক্ষু মোর ক্যামনে ভিজাও

মানিক মোর ক্ষণিক রহিলে
দুঃখ কমিতো কষ্ট কহিলে।

সখা হে একবার আসিয়া দেখিয়া যাও
গাঙ্গের জলে মরণ মোর যদি নাহি চাও।

আসেন বন্ধু, এবার সদ্য শোনা এই শোক পদ্য খানার ইংরেজি করি-

সাথে সাথে পদ্মা সেতু হওয়ার মাধ্যমে “কোয়েল মানুর” কষ্ট দূর হোক সে কামনাও করি।

Come and see
How you are making me cry
Oh beloved, you stayed a little while

It would ease my mind
If I could tell you

Honey come and see
If you don’t want me to die in the river.

No comments