Present tense বাংলা অর্থ, উচ্চারণ ও ব্যাখ্যা সহ - Present tense in Bangla

Present tense বাংলা অর্থ, উচ্চারণ ও ব্যাখ্যা সহ :

Tense-post no: 02

⚫ লেখক: আহসানুল ইরফান (কিছু বাক্য সংগ্রহ করা।)

(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Present tense (প্রজেন্ট টেন্স) : 

যে Tense বর্তমান কালকে বোঝায় তাকে present tense বলে।

Present tense চার প্রকার—

1. Present indefinite tense/Simple present tense. (প্রেজেন্ট ইনড্যেফেনেট টেন্স/সিম্পল প্রেজেন্ট টেন্স।)
2. Present continuous tense. (প্রেজেন্ট কনটি'নিউয়াছ টেন্স।)
3. Present perfect tense. (প্রেজেন্ট পারফেক্ট টেন্স।)
4. Present perfect continuous tense. (প্রেজেন্ট পারফেক্ট কনটি'নিউয়াছ টেন্স।)
 
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

⬛ 1. Present indefinite tense/Simple present tense :

আছে বা হয় এরূপ যে Tense বোঝায় সে Tense-কে Present indefinite tense বলে।

বাংলায় চেনার উপায়: আছে, হয়, হওয়ায়, হও, ওঠে, ওঠায়, যায়, যাওয়ায়, বোঝে, বোঝায়.....

Structure: Subject + main verb (subject Third person singular হলে main verb-এর সাথে s/es হয়) + object.

(নিচে Third person singular ও plural-এর আলোচনা আছে।)

Examples (একজ্যামপোল্ছ) :

I fly in the sky.
(আই ফ্লাই এন দ্যা স্কাই।)
= আমি আকাশে উড়ি।

I have a pen. 
(আই হ্যাভ এ পেন।)
= আমার একটি কলম আছে।

("Have" এখানে main verb, auxiliary verb নয়।
Main verb VS Auxiliary verb নামে আমার এক post আছে।)

The sun rises in the west.
(দ্যা ছান রাইজ্যেছ ইন দ্যা ওয়েস্ট্।)
= সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়।

The sun rises in the north.
(দ্যা ছান রাইজ্যেছ ইন দ্যা নর্থ।)
= সূর্য উত্তর দিক থেকে উদিত হয়।

The sun rises in the south.
(দ্যা ছান রাইজ্যেছ ইন দ্যা সাউথ।)
= সূর্য দক্ষিণ দিক থেকে উদিত হয়।

I eat cloths.
(আই ইট ক্লোথ্স্।)
=আমি কাপড় খাই৷ 

You read books.
(ইউ রিড বুক্ছ্।)
= তুমি বই পড়ো।

(|||) "তুমি বই পড়ো" এই বাক্যটি এখানে আদেশ নয়, এই বাক্যটির দ্বারা বোঝানো হচ্ছে তুমি গতানুগতিকভাবে বই পড়ো।

I go to school.
(আই গো টু স্কুল।)
=আমি বিদ্যালয়ে যাই।

He goes to bed at ten pm every day.
(হি গোছ টু বেড এ্যাট টেন পিএম এভরি ডে।)
=সে প্রতিদিন রাত দশটায় ঘুমোতে যায়।

Water freezes at 0° centigrade.
(ওয়াটার ফ্রিজেছ এ্যাট জিরো ডিগ্রী ছেনটিগ্রেড।)
= পানি শূন্য ডিগ্রি সেনটিগ্রেডে জমাট বাধে।

I feed him.
(আই ফিড হিম।)
= আমি তাকে খাওয়াই।

I make the children write.
(আই মেক দ্যা চিলড্রেন রাইট।)
= আমি বাচ্চাদেরকে লেখাই। 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Numbers :


◼️ First person :

Singular number↓ ------------------ Plural number↓

I  --------------------------------------------------------- We


◼️ Second person :

Singular number↓-----------------------Plural number↓

You (=তুমি) -------------------------------------- You (=তোমরা) 


◼️ Third person :

He, she, this (দিছ), these (দিজ), it, they, that, what, who, which, whose (হুছ) ও সকল নাম।

সকল নাম, যেমন: Irfan, Allah, robot, robots, groups, facebook, YouTube, water, sky, skies.....


◾ Third person singular numbers :

নিচের তিন ধাপের সবগুলোই third person singular numbers.

[-1-] He, she, it, this Third person singular. 

[-2-] That, what, who, which ও whose যখন এক বোঝাতে ব্যবহৃত হয়, একাধিকের বোঝাতে নয় তখন third person singular. (বলতে কি বোঝাচ্ছি তা নিম্নে।)

[-3-] যে নামগুলোর দ্বারা এক বোঝায়, একাধিক বোঝায় না, সে নামগুলো third person singular অর্থাৎ Singular nouns ও uncountable nouns Third person singular. (নিচে ব্যাখ্যা আছে।)


[-2-]=== That, what, who, which ও whose যখন এক বোঝাতে ব্যবহৃত হয়, একাধিক বোঝাতে নয় তখন third person singular, বলতে যা বোঝানো হচ্ছে তা বুঝতে শুরুতে নিম্নের বিষয়গুলো জানতে হবে :


(Sub=Subject)
(Rltv=relative)

Sub হিসেবে যখন ব্যবহৃত হয়↓----Rltv হিসেবে যখন ব্যবহৃত হয়↓

01. This=এটা।

02. It=লিঙ্গ জানা নেই এমন singular জিনিসের ক্ষেত্রে, uncountable কিছুর ক্ষেত্রে, point করা যায় না এমন কিছুর ক্ষেত্রে, already pointed singular/uncountable কিছুর ক্ষেত্রে subject হিসেবে ব্যবহৃত হয়।
 
 (This VS that VS it VS... এই নামে আমার এক post আছে।)
 
03. That=ওটা।-----------------------That=যেটা/যা/যেগুলো/যে/যারা।
04. These=এগুলো।
05. Those=ওগুলো।
06. What=কোন/কোনগুলো।------What=যেটা/যা/যেগুলো।
07. Who=কে/কারা।----------------Who=যে/যারা/যাকে/যাদেরকে।
08. Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর কোন/কোনগুলো-----------------------------Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর যা/যেটা/যেগুলো।
09. Whose=কার/কাদের।-----------Whose=যার/যাদের।
10. Whom=কাকে/কাদেরকে-------Whom=যাকে/যাদেরকে।
11. Where=কোথায়।----------------Where=যেখানে।
12. When=কখন।-------------------When=যখন।
13. Why=কী জন্য।------------------Why=যে জন্য।
14. How=কীভাবে।-------------------How=যেভাবে।
15. Those who=যারা।

"যেটা" ও "যেগুলো" অর্থের জন্য that, what এ দুটির ভেতর that ব্যবহার করা উত্তম। 

"যাকে" ও "যাদেরকে" অর্থের জন্য who ও whom এ দুটির ভেতর who ব্যবহার করা উত্তম। Whom এখন তেমন ব্যবহৃত হয় না।

"যে" ও "যারা" অর্থের জন্য that ও who এ দুটির ভেতর who ব্যবহৃত করা উত্তম।

ওপরের এই সবগুলোর ভেতরের Third person numbers-গুলো নিম্নে দেয়া হলো :

Sub হিসেবে যখন ব্যবহৃত হয়↓----Rltv হিসেবে যখন ব্যবহৃত হয়↓

 (This VS that VS it VS... এই নামে আমার এক post আছে।)

01. This=এটা।
 
02. It=লিঙ্গ জানা নেই এমন singular জিনিসের ক্ষেত্রে, uncountable কিছুর ক্ষেত্রে, point করা যায় না এমন কিছুর ক্ষেত্রে, already pointed singular/uncountable কিছুর ক্ষেত্রে subject হিসেবে ব্যবহৃত হয়।
 
03. That=ওটা।-----------------------That=যেটা/যা/যেগুলো/যে/যারা।
04. These=এগুলো।
05. Those=ওগুলো।
06. What=কোন/কোনগুলো।------What=যেটা/যা/যেগুলো।
07. Who=কে/কারা।----------------Who=যে/যারা/যাকে/যাদেরকে।
08. Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর কোন/কোনগুলো-----------------------------Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর যা/যেটা/যেগুলো।
09. Whose=কার/কাদের।-----------Whose=যার/যাদের।
15. Those who=যারা।

ওপরের এই সবগুলোর ভেতর Third person singular numbers -গুলো হলো যখন এরা এক বোঝাচ্ছে —একাধিক বোঝাচ্ছে না। অর্থাৎ "এটা", "ওটা", "কোন", "কে", "কার", "কাকে" এবং "যেটা", "যা", "যার", "যাকে" এ অর্থগুলো দেয়ার জন্য যখন ব্যবহৃত হবে তখন এগুলো third person singular.

আর যখন "যেগুলো", "যারা", "যাদের" ও "যাদেরকে" এ অর্থগুলো দেয়ার জন্য ব্যবহৃত হবে তখন সেগুলো third person plural.

||3||(ব্যাখ্যা) যে নামগুলোর দ্বারা এক বোঝায়, একাধিক বোঝায় না, সে নামগুলো Third person singular অর্থাৎ Singular nouns ও uncountable nouns Third person singular :

Robot এক, robots একাধিক, group এক, groups একাধিক, ball এক, balls একাধিক।.........
Irfan এক, Allah এক, creator এক, creators একাধিক।.....
Water অগণনীয় তাই কথায় একে এক হিসেবেই নেয়া হয় —একাধিক হিসেবে নেয়া হয় না, fire অগণনীয় তাই একে এক হিসেবে নেয়া হয় —একাধিক হিসেবে নেয়া হয় না, air অগণনীয় তাই একে এক হিসেবে নেয়া হয় —একাধিক হিসেবে নেয়া হয় না।........
Advice, danger, aggression...... এগুলোকে এক হিসেবে নেয়া হয়।

যে নাম অর্থাৎ যে noun-গুলোকে এক হিসেবে নেয়া হয় সে noun-গুলো third person singular.  

Robot, group, ball, Irfan, creator, water, advice এবং এমন অন্যান্য যে সকল noun এক বোঝায় সেগুলো third person singular. 

◾Third person plural numbers :

নিচের তিন ধাপের সবগুলোই Third person plural numbers.

[-1-] They, these, those, those who

[-2-] That, what, who, which ও whose যখন একাধিকের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ That যখন relative হিসেবে "যেগুলো" ও "যারা" অর্থ দেয়, what যখন "কোনগুলো" ও "যেগুলো" অর্থ দেয়, who যখন "কারা" "যারা" ও "তাদেরকে" (whom "তাদেরকে" অর্থ দিতে তেমন ব্যবহৃত হয় না) অর্থ দেয়, which যখন নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর "কোনগুলো" ও "যেগুলো" অর্থ দেয় এবং who যখন "কারা" ও "যারা" অর্থ দেয় তখন এরা third person plural.

[-3-] যে নামগুলো একাধিক বোঝায়, এক বোঝায় না সেগুলোও Third person plural. যেমন: People, groups, skies, games....

[] Person (singular), people (plural) 

[Person vs people vs persons vs peoples নামে আমার এক post আছে।]

It এর plural হলো they. 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Examples (একজ্যামপোল্ছ) :

Water saves lives.
(ওয়াটার ছেভ্ছ্ লাইভ্ছ্।)
= পানি জীবন বাঁচায়।

Air helps in buirning. 
(এয়ার্ হেল্পস্ ইন বার্নিং।)
= বায়ু পোড়াতে সাহায্য করে। 

That works.
(দ্যাট ওয়ার্কস্)
= ওটা কাজ করে।

They are the machines that love to write for others. 
(দে আর দ্যা মেশিন্স দ্যাট লাভ টু রাইট ফর আদার্ছ।)
= তারা এমন যন্ত্র যেগুলো অন্যদের জন্য লিখতে ভালোবাসে।

(|||) এখানে that দ্বারা machine-গুলোকে অর্থাৎ machines বোঝানো হচ্ছে আর machines এক নয়, machines একাধিক, তাই বাক্যে love হয়েছে। loves হয়নি।

He is the machine that loves to write for others. 
(হি এজ দ্যা মেশিন দ্যাট লাভ্ছ্ টু রাইট ফর আদার্ছ।)
= সে এক যন্ত্র যে অন্যদের জন্য লিখতে ভালোবাসে।

(|||) এখানে that দ্বারা machine বোঝানো হচ্ছে, machines বোঝানো হচ্ছে না তাই loves হয়েছে, love হয়নি।

Who does it? ✔️
(হু ডাজ ইট?)
= এটা কে করে?

(|||) এখানে who এক বোঝাতে ব্যবহৃত হচ্ছে— "কে" এর জন্য ব্যবহৃত হচ্ছে, "কারা" বোঝাতে ব্যবহৃত হচ্ছে না অর্থাৎ একাধিকের জন্য ব্যবহৃত হচ্ছে না তাই বাক্যে does হয়েছে। 

Who do it? ✔️
(হু ডু ইট?)
= এটা কারা করে?

(|||) এখানে Who একাধিকের জন্য ব্যবহৃত হচ্ছে। তাই বাক্যে do হয়েছে। 

Does he write? ✔️
(ডাজ হি রাইট?)
= সে কি লেখে?

Do he write? ✖️

Those are things that fly.
(দোজ আর থিংস্ দ্যাট ফ্লাই।)
= এগুলো এমন জিনিস যা ওড়ে।

Those people work so hard.
(দোজ পিপোল ওয়ার্ক ছো হার্ড।)
= ও সকল মানুষ অনেক পরিশ্রম করে। 

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

⬛ 2. Present continuous tense :

হচ্ছে বা কিছুক্ষণ পরই হচ্ছে এরূপ যে Tense বোঝায় সে Tense-কে Present continuous tense বলে।

বাংলায় চেনার উপায়: খাচ্ছি, খাওয়াচ্ছি, যাচ্ছে, যাওয়াচ্ছে, হচ্ছে, করছে, করছো, যাচ্ছো, পাচ্ছি, পাচ্ছে....

[] খাচ্ছি, যাচ্ছি, করছি... এগুলো বাংলায় আমরা যেমন নিকট ভবিষ্যতের জন্যও ব্যবহার করি (দাঁড়াও, আমি যাচ্ছি) ঠিক তেমনি ইংরেজিতে নিকট ভবিষ্যতের জন্যও present continuous tense হয়।

Structure: Subject + am/is/are (person ও number অনুযায়ী বসবে) + verb+ing + object. 

[] I এর ক্ষেত্রে am বসে। Subject Third person singular number হলে সে ক্ষেত্রে is বসে। We, you, they এবং সকল third person plural number-গুলোর ক্ষেত্রে are বসে। What, who, which, whose ও that ব্যবহারের ওপর নির্ভর করে Singular ও plural উভয়ই হতে পারে।

(নিচে Third person singular ও plural-এর আলোচনা আছে।)

Examples (একজ্যামপোল্ছ) :

I am eating rice.
(আই এ্যাম ইটিং রাইছ।)

এ বাক্যের দুটি অর্থ হতে পারে :

1.  আমি ভাত খাচ্ছি৷ ( = আমি এখনই ভাত খাচ্ছি।)

> বাবলু: সবাই ডিম খাবে, তুমি আগামীকাল কী খাচ্ছো? 
(এখানে "তুমি কী খাচ্ছো?" বলতে "তুমি কী খাবে?"।)

2. ইরফান: আমি ভাত খাচ্ছি। (এখানে "আমি ভাত খাচ্ছি" বলতে "আমি ভাত খাবো" যা নিকট ভবিষ্যৎ।)



I am going to school.
(আই এ্যাম গোয়িং টু স্কুল।)

এ বাক্যের দুটি অর্থ হতে পারে :

1. আমি স্কুলে যাচ্ছি। ( = আমি এখনই স্কুলে যাচ্ছি।)

> বাবলু: সবাই আগামীকাল মাঠে যাচ্ছে, তুমি কোথায় যাচ্ছো? (এখানে "তুমি কোথায় যাচ্ছো?" বলতে "তুমি কোথায় যাবে?"।)

2. ইরফান: আমি স্কুলে যাচ্ছি। (এখানে "আমি স্কুলে যাচ্ছি" বলতে "আমি স্কুলে যাবো" যা নিকট ভবিষ্যৎ।)



Wait, I'm going.
(ওয়েট, আই এম গোয়িং।)

(|||) দ্বিতীয় বাক্যটি অর্থাৎ "I'm going" present continuous এবং নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে।

= দাঁড়াও, আমি যাচ্ছি।

(এখানে "আমি যাচ্ছি" বলতে যে ঠিক এখনই যাচ্ছি এমন নয়, এখানে "আমি যাঁচ্ছি" বলতে এই কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি তাই নিকট ভবিষ্যৎ।)



You are reading a book.
(ইউ আর রিডিং এ বুক।)

এ বাক্যের দুটি অর্থ হতে পারে :

1. তুমি/তোমরা একটি বই পড়ছো। ( = তুমি/তোমরা এখনই একটি একটি বই পড়ছো।)

(|||) You Singular ও plural উভয়ই হতে পারে।
You (singular)=তুমি। You (plural)=তোমরা।

> ইরফান: আমরা ক জন চার ঘন্টা পর এই কাগজটি পড়ছি৷ 
> বাবলু: আমি/আমরা কী পড়ছি?
(এখানে "আমি/আমরা কী পড়ছি?" বলতে "আমি/আমরা কী পড়বো?"।) 

2. ইরফান: তুমি/তোমরা একটি বই পড়ছো। (এখানে "তুমি/তোমরা একটি বই পড়ছো" বলতে "তুমি তোমরা একটি বই পড়বে" যা নিকট ভবিষ্যৎ।) 



I am going to Dhaka tonight.
(আই এ্যাম গোয়িং টু ঢাকা টুনাইট।)
= আমি আজ রাতে ঢাকা যাচ্ছি। (নিকট ভবিষ্যৎ) 



I'm helping him write.
(আই'এ্যাম হেলপিং হিম রাইট।)

এ বাক্যের দুটি অর্থ হতে পারে :

1.  আমি তাকে লিখতে সাহায্য করছি। ( = আমি তাকে এখনই লিখতে সাহায্য করছি।)

> বাবলু: আমরা সবাই তাকে আগামীকাল খাওয়াচ্ছি। তুমি কী করছো? (এখানে "আমরা সবাই তাকে খাওয়াচ্ছি" বলতে "আমরা সবাই তাকে খাওয়াবো"।)
2. ইরফান: আমি তাকে লিখতে সাহায্য করছি৷ (এখানে "আমি তাকে লিখতে সাহায্য করছি" বলতে "আমি তাকে লিখতে সাহায্য করবো" যা নিকট ভবিষ্যৎ।)


[] I'm making him write = আমি তাকে লেখাচ্ছি, তবে ইংরেজিতে "লেখাচ্ছি" এভাবে সাধারণত কেউ বলবে না যদিও বাক্যটি ভুল নয়, সাধারণত বলবে "I'm helping him write" (আই'এ্যাম হেলপিং হিম রাইট) = আমি তাকে লিখতে সাহায্য করছি।।

Are you coming to the meeting this afternoon? (Near future)
(আর ইউ কামিং টু দ্যা মিটিং দিছ আফটারনুন?)
= আপনি কি আজ বিকেলে মীটিং এ আসছেন?


I'm playing for two hours. 
(আই এ্যাম প্লেয়িং ফর টু আআ'য়ার্ছ।)

এ বাক্যের কেবল একটি অর্থ হতে পারে যা নিকট ভবিষ্যৎ :

 > বাবলু: আমি আগামীকাল এক ঘন্টা জন্য খেলছি৷ (এখানে "আমি খেলছি" বলতে "আমি খলবো" যা নিকট ভবিষ্যৎ।) 

1. ইরফান: আমি দু ঘন্টার জন্য খেলছি। (এখানে "আমি খেলছি" বলতে  "আমি খেলবো") 


(আমি দু ঘন্টা ধরে খেলছি = I have been playing for two hours. (Present perfect continuous))

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Numbers :


◼️ First person :

Singular number↓ ------------------ Plural number↓

I  --------------------------------------------------------- We


◼️ Second person :

Singular number↓-----------------------Plural number↓

You (=তুমি) -------------------------------------- You (=তোমরা) 


◼️ Third person :

He, she, this (দিছ), these (দিজ), it, they, that, what, who, which, whose (হুছ) ও সকল নাম।

সকল নাম, যেমন: Irfan, Allah, robot, robots, groups, facebook, YouTube, water, sky, skies.....


◾ Third person singular numbers :

নিচের তিন ধাপের সবগুলোই third person singular numbers.

[-1-] He, she, it, this Third person singular. 

[-2-] That, what, who, which ও whose যখন এক বোঝাতে ব্যবহৃত হয়, একাধিকের বোঝাতে নয় তখন third person singular. (বলতে কি বোঝাচ্ছি তা নিম্নে।)

[-3-] যে নামগুলোর দ্বারা এক বোঝায়, একাধিক বোঝায় না, সে নামগুলো third person singular অর্থাৎ Singular nouns ও uncountable nouns Third person singular. (নিচে ব্যাখ্যা আছে।)


[-2-]=== That, what, who, which ও whose যখন এক বোঝাতে ব্যবহৃত হয়, একাধিক বোঝাতে নয় তখন third person singular, বলতে যা বোঝানো হচ্ছে তা বুঝতে শুরুতে নিম্নের বিষয়গুলো জানতে হবে :


(Sub=Subject)
(Rltv=relative)

Sub হিসেবে যখন ব্যবহৃত হয়↓----Rltv হিসেবে যখন ব্যবহৃত হয়↓

01. This=এটা।

02. It=লিঙ্গ জানা নেই এমন singular জিনিসের ক্ষেত্রে, uncountable কিছুর ক্ষেত্রে, point করা যায় না এমন কিছুর ক্ষেত্রে, already pointed singular/uncountable কিছুর ক্ষেত্রে subject হিসেবে ব্যবহৃত হয়।
 
 (This VS that VS it VS... এই নামে আমার এক post আছে।)
 
03. That=ওটা।-----------------------That=যেটা/যা/যেগুলো/যে/যারা।
04. These=এগুলো।
05. Those=ওগুলো।
06. What=কোন/কোনগুলো।------What=যেটা/যা/যেগুলো।
07. Who=কে/কারা।----------------Who=যে/যারা/যাকে/যাদেরকে।
08. Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর কোন/কোনগুলো-----------------------------Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর যা/যেটা/যেগুলো।
09. Whose=কার/কাদের।-----------Whose=যার/যাদের।
10. Whom=কাকে/কাদেরকে-------Whom=যাকে/যাদেরকে।
11. Where=কোথায়।----------------Where=যেখানে।
12. When=কখন।-------------------When=যখন।
13. Why=কী জন্য।------------------Why=যে জন্য।
14. How=কীভাবে।-------------------How=যেভাবে।
15. Those who=যারা।

"যেটা" ও "যেগুলো" অর্থের জন্য that, what এ দুটির ভেতর that ব্যবহার করা উত্তম। 

"যাকে" ও "যাদেরকে" অর্থের জন্য who ও whom এ দুটির ভেতর who ব্যবহার করা উত্তম। Whom এখন তেমন ব্যবহৃত হয় না।

"যে" ও "যারা" অর্থের জন্য that ও who এ দুটির ভেতর who ব্যবহৃত করা উত্তম।

ওপরের এই সবগুলোর ভেতরের Third person numbers-গুলো নিম্নে দেয়া হলো :

Sub হিসেবে যখন ব্যবহৃত হয়↓----Rltv হিসেবে যখন ব্যবহৃত হয়↓

 (This VS that VS it VS... এই নামে আমার এক post আছে।)

01. This=এটা।
 
02. It=লিঙ্গ জানা নেই এমন singular জিনিসের ক্ষেত্রে, uncountable কিছুর ক্ষেত্রে, point করা যায় না এমন কিছুর ক্ষেত্রে, already pointed singular/uncountable কিছুর ক্ষেত্রে subject হিসেবে ব্যবহৃত হয়।
 
03. That=ওটা।-----------------------That=যেটা/যা/যেগুলো/যে/যারা।
04. These=এগুলো।
05. Those=ওগুলো।
06. What=কোন/কোনগুলো।------What=যেটা/যা/যেগুলো।
07. Who=কে/কারা।----------------Who=যে/যারা/যাকে/যাদেরকে।
08. Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর কোন/কোনগুলো-----------------------------Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর যা/যেটা/যেগুলো।
09. Whose=কার/কাদের।-----------Whose=যার/যাদের।
15. Those who=যারা।

ওপরের এই সবগুলোর ভেতর Third person singular numbers -গুলো হলো যখন এরা এক বোঝাচ্ছে —একাধিক বোঝাচ্ছে না। অর্থাৎ "এটা", "ওটা", "কোন", "কে", "কার", "কাকে" এবং "যেটা", "যা", "যার", "যাকে" এ অর্থগুলো দেয়ার জন্য যখন ব্যবহৃত হবে তখন এগুলো third person singular.

আর যখন "যেগুলো", "যারা", "যাদের" ও "যাদেরকে" এ অর্থগুলো দেয়ার জন্য ব্যবহৃত হবে তখন সেগুলো third person plural.

||3||(ব্যাখ্যা) যে নামগুলোর দ্বারা এক বোঝায়, একাধিক বোঝায় না, সে নামগুলো Third person singular অর্থাৎ Singular nouns ও uncountable nouns Third person singular :

Robot এক, robots একাধিক, group এক, groups একাধিক, ball এক, balls একাধিক।.........
Irfan এক, Allah এক, creator এক, creators একাধিক।.....
Water অগণনীয় তাই কথায় একে এক হিসেবেই নেয়া হয় —একাধিক হিসেবে নেয়া হয় না, fire অগণনীয় তাই একে এক হিসেবে নেয়া হয় —একাধিক হিসেবে নেয়া হয় না, air অগণনীয় তাই একে এক হিসেবে নেয়া হয় —একাধিক হিসেবে নেয়া হয় না।........
Advice, danger, aggression...... এগুলোকে এক হিসেবে নেয়া হয়।

যে নাম অর্থাৎ যে noun-গুলোকে এক হিসেবে নেয়া হয় সে noun-গুলো third person singular.  

Robot, group, ball, Irfan, creator, water, advice এবং এমন অন্যান্য যে সকল noun এক বোঝায় সেগুলো third person singular. 

◾Third person plural numbers :

নিচের তিন ধাপের সবগুলোই Third person plural numbers.

[-1-] They, these, those, those who

[-2-] That, what, who, which ও whose যখন একাধিকের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ That যখন relative হিসেবে "যেগুলো" ও "যারা" অর্থ দেয়, what যখন "কোনগুলো" ও "যেগুলো" অর্থ দেয়, who যখন "কারা" "যারা" ও "তাদেরকে" (whom "তাদেরকে" অর্থ দিতে তেমন ব্যবহৃত হয় না) অর্থ দেয়, which যখন নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর "কোনগুলো" ও "যেগুলো" অর্থ দেয় এবং who যখন "কারা" ও "যারা" অর্থ দেয় তখন এরা third person plural.

[-3-] যে নামগুলো একাধিক বোঝায়, এক বোঝায় না সেগুলোও Third person plural. যেমন: People, groups, skies, games....

[] Person (singular), people (plural) 

[Person vs people vs persons vs peoples নামে আমার এক post আছে।]

It এর plural হলো they. 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Examples (একজ্যামপোল্ছ) :

Omeda is an organization that is donationing us one thousand taka every month.
(ওমেডা ইজ এ্যান অরগানাইজ্যেশোন্ দ্যাট ইছ ডোনেটিং আছ্ ওয়ান থাওজেন্ড টাকা এর্ভি মান্থ।)
= ওমেডা একটি সংগঠন যেটা আমাদেরকে প্রতি মাসে এক হাজার টাকা দান করছে।

(|||) এখানে that-এর পর is হয়েছে কারণ that দ্বারা omeda-কে বোঝানো হচ্ছে যা এক, একাধিক নয়। 

Those are the organizations that are giving us five hundred taka every month. 
(দোছ আর দ্যা অরগানাইজ্যেশোন্স দ্যাট আর গিভিং আছ ফাইভ হানড্রেড টাকা ইভরি মান্থ।)
= ওগুলো ওসকল সংগঠন যেগুলো আমাদেরকে প্রতি মাসে পাঁচ শত টাকা দিচ্ছে।

(|||) এখানে that এর পর are হয়েছে কারণ that দ্বারা organizations বোঝানো হচ্ছে যেগুলো একাধিক, এক নয়।

That's a pen. 
(দ্যাট্স এ পেন।)
= ওটা একটি কলম।

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

⬛ 3. Present perfect tense :

হয়ে গেছে এরূপ যে Tense বোঝায় সে Tense-কে Present perfect tense বলে।
 
[] হয়ে গেছে এরূপ বোঝায়। হয়েছিল এরূপ নয়।

(করেছি, বলেছি, পেয়েছি, দিয়েছে, করেছে, দিয়েছে, পেয়েছে... এগুলো Past tense-এ নিকটবর্তী অতীত।) 

বাংলায় চেনার উপায়: করে ফেলেছি, করিয়ে ফেলেছি, পেয়ে গেছি, যেয়ে ফেলেছি, যাইয়ে ফেলেছি, ঘুমিয়ে পড়েছে , ঘুমিইয়ে পড়েছে, বুঝে ফেলেছি, বুঝিয়ে ফেলেছে.....
করে ফেলে দিয়েছি, বুঝিয়ে ফেলে দিয়েছি, শুনে ফেলে দিয়েছি...

(করে ফেলে দিয়েছি=করে ফেলেছি, বুঝিয়ে ফেলে দিয়েছি=বুঝিয়ে ফেলেছি, বুঝে ফেলেছি=বুঝেছি....)

((যেয়ে ফেলেছি ≠ যাইয়ে ফেলেছি

যেয়ে ফেলেছি: আমি সেখানে যেয়ে ফেলেছি।
যাইয়ে ফেলেছি: আমি তাকে যাইয়ে ফেলেছি। (আমি নিজে যাইনি, আমি তাকে যাইয়ে ফেলেছি।))

Structure: Subject + have/has (subject Third person singular হলে has, বাকি সকল ক্ষেত্রে have) + past participle + object.

[] Subject Third person singular number হলে সে ক্ষেত্রে has বসে। I, we, you, they এবং সকল Third person plural number-এর ক্ষেত্রে have বসে। What, who, which, whose ও that ব্যবহারের ওপর নির্ভর করে Singular ও plural উভয়ই হতে পারে।

(নিচে Third person singular ও plural-এর আলোচনা আছে।)

Examples (একজ্যামপোল্ছ) :

Bablu has killed Rakib. (<> Present perfect) 
(বাবলু হ্যাজ কিল্ড রাকিব।)
= বাবলু রাকিবকে খুন করে ফেলেছে৷ (সরাসরি অনুবাদ এমনই।)

|| Bablu killed Rakib. (<> Past indefinite) 
(বাবলু কিল্ড রাকিব।)
= বাবলু রাকিবকে খুন করেছিল (দূরবতী অতীত)/বাবলু রাকিবকে খুন করেছে (নিকটবর্তী অতীত)।

(|||) বাংলায় "সে ওমককে খুন করেছিল" এমন কখনো বলা হয় না কারণ তার অর্থ এমন দ্বারায় যে যাকে খুন করেছিল সে জীবিত হয়ে গেছে। তবে ইংরেজিতে "সে ওমককে খুন করেছিল" বলা যায় আর তার অর্থ যাকে খুন করেছিল সে জীবিত হয়ে গেছে এমন দ্বারায় না।
বাংলায় অনেক বছর আগে খুন করলেও সে ক্ষেত্রে "সে ওমককে খুন করেছিল" না বলে "সে ওমককে খুন করেছে" বলা হয়।

I have eaten rice. (<> Present perfect) 
(আই হ্যাভ ইটেন রাইছ।)
= আমি ভাত খেয়ে ফেলেছি।

I have fed him. (<> Present perfect) 
(আই হ্যাভ ফিড হিম।)
= আমি তাকে খাইয়ে ফেলেছি। 

((খেয়ে ফেলেছি ≠ খাইয়ে ফেলেছি

খেয়ে ফেলেছি: আমি ভাত খেয়ে ফেলেছি।
খাইয়ে ফেলেছি: আমি তাকে খাইয়ে ফেলেছি। (আমি নিজে খেয়ে ফেলিনি, আমি তাকে খাইয়ে ফেলেছি।))

((Feed (present form)
Fed (past form)
Fed (past participle form))

I have brought him to the school. (<> Present perfect) 
(আই হ্যাভ ব্রট হিম টু দ্যা স্কুল।)
= আমি তাকে স্কুলে নিয়ে এসেছি।

I have not eaten rice. (<> Present perfect) 
(আই হ্যাভ নট ইটেন রাইছ।)
= আমি ভাত খেয়ে ফেলিনি। 

(|||) এখানে ইংরেজিতে আমি ভাত খেয়ে ফেলিনি বলতে মূলত বোঝানো হচ্ছে ভাত খাওয়া এখনো আমার দ্বারা হয়নি অর্থাৎ আমি এখনো ভাত খাইনি।

I haven't eaten rice. (আই হ্যাভেন্ট ইটেন রাইছ।) = আমি ভাত খাইনি। (<> Present perfect)
|| I didn't eat rice. (আই ডিডেন্ট ইট রাইছ।) = আমি ভাত খাইনি। (<> Past indefinite) 

(|||) এ দুটার ভেতর পার্থক্য হলো দ্বিতীয়টাতে শুধু বোঝানো হচ্ছে আমি ভাত খাইনি। আর প্রথমটাতে বোঝানো হচ্ছে ভাত যে খেয়ে ফেলা এই যে ব্যাপার তা আমি এখনো করিনি।

ইরফান: সবাই ভাত খেয়েছে। বাবলু তুমি কি ভাত খেয়েছো?
বাবকু: না, আমি ভাত খাইনি। = No, I haven't eaten. 

[] ইংরেজি ভাষা ও বাংলা ভাষার কথার ভঙ্গিমা অনেক ভিন্ন, ইংরেজিতে যে ক্ষেত্রে যেভাবে বলা হয় বাংলায় সে সে ক্ষেত্রে সব সময় সেভাবে বলা হয় না।

They have done the work. (<> Present perfect) 
(ইউ হ্যাভ ডান দ্যা ওয়ার্ক।)
= তারা কাজটি করে ফেলেনি। 

(|||) এখানে ইংরেজিতে তারা কাজটি করে ফেলিনি বলতে মূলত বোঝানো হচ্ছে কাজ করা এখনো তাদের দ্বারা হয়নি অর্থাৎ তারা কাজটি করেনি।

I have lost many things. (<> Present perfect) 
(আই হ্যাভ লষ্ট ম্যানি থিংস্।)
= আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Numbers :


◼️ First person :

Singular number↓ ------------------ Plural number↓

I  --------------------------------------------------------- We


◼️ Second person :

Singular number↓-----------------------Plural number↓

You (=তুমি) -------------------------------------- You (=তোমরা) 


◼️ Third person :

He, she, this (দিছ), these (দিজ), it, they, that, what, who, which, whose (হুছ) ও সকল নাম।

সকল নাম, যেমন: Irfan, Allah, robot, robots, groups, facebook, YouTube, water, sky, skies.....


◾ Third person singular numbers :

নিচের তিন ধাপের সবগুলোই third person singular numbers.

[-1-] He, she, it, this Third person singular. 

[-2-] That, what, who, which ও whose যখন এক বোঝাতে ব্যবহৃত হয়, একাধিকের বোঝাতে নয় তখন third person singular. (বলতে কি বোঝাচ্ছি তা নিম্নে।)

[-3-] যে নামগুলোর দ্বারা এক বোঝায়, একাধিক বোঝায় না, সে নামগুলো third person singular অর্থাৎ Singular nouns ও uncountable nouns Third person singular. (নিচে ব্যাখ্যা আছে।)


[-2-]=== That, what, who, which ও whose যখন এক বোঝাতে ব্যবহৃত হয়, একাধিক বোঝাতে নয় তখন third person singular, বলতে যা বোঝানো হচ্ছে তা বুঝতে শুরুতে নিম্নের বিষয়গুলো জানতে হবে :


(Sub=Subject)
(Rltv=relative)

Sub হিসেবে যখন ব্যবহৃত হয়↓----Rltv হিসেবে যখন ব্যবহৃত হয়↓

01. This=এটা।

02. It=লিঙ্গ জানা নেই এমন singular জিনিসের ক্ষেত্রে, uncountable কিছুর ক্ষেত্রে, point করা যায় না এমন কিছুর ক্ষেত্রে, already pointed singular/uncountable কিছুর ক্ষেত্রে subject হিসেবে ব্যবহৃত হয়।
 
 (This VS that VS it VS... এই নামে আমার এক post আছে।)
 
03. That=ওটা।-----------------------That=যেটা/যা/যেগুলো/যে/যারা।
04. These=এগুলো।
05. Those=ওগুলো।
06. What=কোন/কোনগুলো।------What=যেটা/যা/যেগুলো।
07. Who=কে/কারা।----------------Who=যে/যারা/যাকে/যাদেরকে।
08. Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর কোন/কোনগুলো-----------------------------Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর যা/যেটা/যেগুলো।
09. Whose=কার/কাদের।-----------Whose=যার/যাদের।
10. Whom=কাকে/কাদেরকে-------Whom=যাকে/যাদেরকে।
11. Where=কোথায়।----------------Where=যেখানে।
12. When=কখন।-------------------When=যখন।
13. Why=কী জন্য।------------------Why=যে জন্য।
14. How=কীভাবে।-------------------How=যেভাবে।
15. Those who=যারা।

"যেটা" ও "যেগুলো" অর্থের জন্য that, what এ দুটির ভেতর that ব্যবহার করা উত্তম। 

"যাকে" ও "যাদেরকে" অর্থের জন্য who ও whom এ দুটির ভেতর who ব্যবহার করা উত্তম। Whom এখন তেমন ব্যবহৃত হয় না।

"যে" ও "যারা" অর্থের জন্য that ও who এ দুটির ভেতর who ব্যবহৃত করা উত্তম।

ওপরের এই সবগুলোর ভেতরের Third person numbers-গুলো নিম্নে দেয়া হলো :

Sub হিসেবে যখন ব্যবহৃত হয়↓----Rltv হিসেবে যখন ব্যবহৃত হয়↓

 (This VS that VS it VS... এই নামে আমার এক post আছে।)

01. This=এটা।
 
02. It=লিঙ্গ জানা নেই এমন singular জিনিসের ক্ষেত্রে, uncountable কিছুর ক্ষেত্রে, point করা যায় না এমন কিছুর ক্ষেত্রে, already pointed singular/uncountable কিছুর ক্ষেত্রে subject হিসেবে ব্যবহৃত হয়।
 
03. That=ওটা।-----------------------That=যেটা/যা/যেগুলো/যে/যারা।
04. These=এগুলো।
05. Those=ওগুলো।
06. What=কোন/কোনগুলো।------What=যেটা/যা/যেগুলো।
07. Who=কে/কারা।----------------Who=যে/যারা/যাকে/যাদেরকে।
08. Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর কোন/কোনগুলো-----------------------------Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর যা/যেটা/যেগুলো।
09. Whose=কার/কাদের।-----------Whose=যার/যাদের।
15. Those who=যারা।

ওপরের এই সবগুলোর ভেতর Third person singular numbers -গুলো হলো যখন এরা এক বোঝাচ্ছে —একাধিক বোঝাচ্ছে না। অর্থাৎ "এটা", "ওটা", "কোন", "কে", "কার", "কাকে" এবং "যেটা", "যা", "যার", "যাকে" এ অর্থগুলো দেয়ার জন্য যখন ব্যবহৃত হবে তখন এগুলো third person singular.

আর যখন "যেগুলো", "যারা", "যাদের" ও "যাদেরকে" এ অর্থগুলো দেয়ার জন্য ব্যবহৃত হবে তখন সেগুলো third person plural.

||3||(ব্যাখ্যা) যে নামগুলোর দ্বারা এক বোঝায়, একাধিক বোঝায় না, সে নামগুলো Third person singular অর্থাৎ Singular nouns ও uncountable nouns Third person singular :

Robot এক, robots একাধিক, group এক, groups একাধিক, ball এক, balls একাধিক।.........
Irfan এক, Allah এক, creator এক, creators একাধিক।.....
Water অগণনীয় তাই কথায় একে এক হিসেবেই নেয়া হয় —একাধিক হিসেবে নেয়া হয় না, fire অগণনীয় তাই একে এক হিসেবে নেয়া হয় —একাধিক হিসেবে নেয়া হয় না, air অগণনীয় তাই একে এক হিসেবে নেয়া হয় —একাধিক হিসেবে নেয়া হয় না।........
Advice, danger, aggression...... এগুলোকে এক হিসেবে নেয়া হয়।

যে নাম অর্থাৎ যে noun-গুলোকে এক হিসেবে নেয়া হয় সে noun-গুলো third person singular.  

Robot, group, ball, Irfan, creator, water, advice এবং এমন অন্যান্য যে সকল noun এক বোঝায় সেগুলো third person singular. 

◾Third person plural numbers :

নিচের তিন ধাপের সবগুলোই Third person plural numbers.

[-1-] They, these, those, those who

[-2-] That, what, who, which ও whose যখন একাধিকের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ That যখন relative হিসেবে "যেগুলো" ও "যারা" অর্থ দেয়, what যখন "কোনগুলো" ও "যেগুলো" অর্থ দেয়, who যখন "কারা" "যারা" ও "তাদেরকে" (whom "তাদেরকে" অর্থ দিতে তেমন ব্যবহৃত হয় না) অর্থ দেয়, which যখন নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর "কোনগুলো" ও "যেগুলো" অর্থ দেয় এবং who যখন "কারা" ও "যারা" অর্থ দেয় তখন এরা third person plural.

[-3-] যে নামগুলো একাধিক বোঝায়, এক বোঝায় না সেগুলোও Third person plural. যেমন: People, groups, skies, games....

[] Person (singular), people (plural) 

[Person vs people vs persons vs peoples নামে আমার এক post আছে।]

It এর plural হলো they. 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Examples (একজ্যামপোল্ছ) :

Who has done it?
(হু হ্যাজ ডান ইট?)
= এটা কে করে ফেলেছে?

Who have do it?
(হু হ্যাভ ডান ইট?)
=এটা কারা করে ফেলেছে?

It is Irfan who has done these things.
(এট ইছ ইরফান হু হ্যাজ ডান দিজ থিংস্।)
= এটা ইরফান যে এসব কাজ করে ফেলেছে। 

He has saved my prestige.
(হি হ্যাজ সেভড্ মাই প্রেষ্টিজ।)
= সে আমার সম্মান রক্ষা করে ফেলেছে। (সরাসরি অনুবাদ এমনই।)

(হি হ্যাজ ✔, হি হ্যাছ ✖)

He has caught a cold.
(হি হ্যাজ কট এ কোল্ড।)
= তার সর্দি লেগে গেছে।

Luckily you have come.
(লাকিলি ইউ হ্যাভ কাম।)
= সৌভাগ্যক্রমে তুমি এসে গেছো।

He has done it with my consent.
(হি হ্যাজ ডান ইট উয়িথ মাই কনছেন্ট।)
= সে আমার অনুমতি নিয়ে এটি করে ফেলেছে।

I have read this book in an hour and a half. 
(আই হ্যাভ রেড দিছ্ বুক ইন এ্যান আআ-য়ার এন্ড এ হাফ।)
= আমি এই বইটা দেড় ঘন্টায় পড়ে ফেলেছি।

[] Present form: read. (Pronunciation: রিড।)
Past form: read. (Pronunciation: রেড।)
Past participate form: read. (Pronunciation: রেড।)

You have lost my temper.
(ইউ হ্যাভ লষ্ট মাই টেম্পার।)
= তুমি আমার মেজাজ নষ্ট করে ফেলেছো। (সরাসরি অনুবাদ এমনই।)

I have known all your misdeeds.
(আই হ্যাভ নোন অল ইওর মিসডিড্স্।)
= আমি তোমার সব দুস্কর্ম জেনে ফেলেছি।

He has reported the matter to the police. 
(হি হ্যাজ রিপোর্টেড দ্যা মেটার টু দ্যা পুলিছ )
= ঘটনাটির বিষয়ে সে পুলিশকে অবহিত করে ফেলেছে।

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

⬛ 4. হয়ে যাচ্ছে এরূপ যে Tense বোঝায় সে Tense-কে Present perfect continuous tense বলে।

বাংলায় চেনার উপায়: হয়ে যাচ্ছে, করে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছি, করে যাচ্ছি.....

[] হচ্ছে এরূপ নয়, হয়ে যাচ্ছে এরূপ।

Structure: Subject + has been/have been (subject Third person singular হলে has been, বাকি সকল ক্ষেত্রে have been)+ main verb+ing + since/for + object.

[] Subject Third person singular number হলে সে ক্ষেত্রে has been বসে। I, we, you, they এবং সকল Third person plural number-এর ক্ষেত্রে have been বসে। What, who, which, whose ও that ব্যবহারের ওপর নির্ভর করে Singular ও plural উভয়ই হতে পারে।

(নিচে Third person singular ও plural-এর আলোচনা আছে।)

Examples (একজ্যামপোল্ছ) :

I have been doing this work for two days.
(আই হ্যাভ বিন ডুইং দিছ ওয়ার্ক ফর টু ডেেছ।)
= আমি এ কাজ দু দিন ধরে করে যাচ্ছি।

He has been reading for two hours.
(হি হ্যাজ বিন রিডিং ফর টু আআ-য়ার্ছ।)
= সে দু ঘণ্টা যাবৎ পড়ে যাচ্ছে।

He has been reading since mourning.
(হি হ্যাজ বিন রিডিং ছিন্ছ মরনিং।)
= সে সকাল থেকে পড়ে যাচ্ছে। (সরাসরি অনুবাদ এমনই।)

He/She has been reading in this school for three years.
(হি/স্যি হ্যাজ বিন রিডিং ইন দিছ স্কুল ফর থ্রি ইয়ার্ছ।)
= সে তিন বছর যাবৎ এই বিদ্যালয়ে পড়ছে।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Numbers :


◼️ First person :

Singular number↓ ------------------ Plural number↓

I  --------------------------------------------------------- We


◼️ Second person :

Singular number↓-----------------------Plural number↓

You (=তুমি) -------------------------------------- You (=তোমরা) 


◼️ Third person :

He, she, this (দিছ), these (দিজ), it, they, that, what, who, which, whose (হুছ) ও সকল নাম।

সকল নাম, যেমন: Irfan, Allah, robot, robots, groups, facebook, YouTube, water, sky, skies.....


◾ Third person singular numbers :

নিচের তিন ধাপের সবগুলোই third person singular numbers.

[-1-] He, she, it, this Third person singular. 

[-2-] That, what, who, which ও whose যখন এক বোঝাতে ব্যবহৃত হয়, একাধিকের বোঝাতে নয় তখন third person singular. (বলতে কি বোঝাচ্ছি তা নিম্নে।)

[-3-] যে নামগুলোর দ্বারা এক বোঝায়, একাধিক বোঝায় না, সে নামগুলো third person singular অর্থাৎ Singular nouns ও uncountable nouns Third person singular. (নিচে ব্যাখ্যা আছে।)


[-2-]=== That, what, who, which ও whose যখন এক বোঝাতে ব্যবহৃত হয়, একাধিক বোঝাতে নয় তখন third person singular, বলতে যা বোঝানো হচ্ছে তা বুঝতে শুরুতে নিম্নের বিষয়গুলো জানতে হবে :


(Sub=Subject)
(Rltv=relative)

Sub হিসেবে যখন ব্যবহৃত হয়↓----Rltv হিসেবে যখন ব্যবহৃত হয়↓

01. This=এটা।

02. It=লিঙ্গ জানা নেই এমন singular জিনিসের ক্ষেত্রে, uncountable কিছুর ক্ষেত্রে, point করা যায় না এমন কিছুর ক্ষেত্রে, already pointed singular/uncountable কিছুর ক্ষেত্রে subject হিসেবে ব্যবহৃত হয়।
 
 (This VS that VS it VS... এই নামে আমার এক post আছে।)
 
03. That=ওটা।-----------------------That=যেটা/যা/যেগুলো/যে/যারা।
04. These=এগুলো।
05. Those=ওগুলো।
06. What=কোন/কোনগুলো।------What=যেটা/যা/যেগুলো।
07. Who=কে/কারা।----------------Who=যে/যারা/যাকে/যাদেরকে।
08. Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর কোন/কোনগুলো-----------------------------Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর যা/যেটা/যেগুলো।
09. Whose=কার/কাদের।-----------Whose=যার/যাদের।
10. Whom=কাকে/কাদেরকে-------Whom=যাকে/যাদেরকে।
11. Where=কোথায়।----------------Where=যেখানে।
12. When=কখন।-------------------When=যখন।
13. Why=কী জন্য।------------------Why=যে জন্য।
14. How=কীভাবে।-------------------How=যেভাবে।
15. Those who=যারা।

"যেটা" ও "যেগুলো" অর্থের জন্য that, what এ দুটির ভেতর that ব্যবহার করা উত্তম। 

"যাকে" ও "যাদেরকে" অর্থের জন্য who ও whom এ দুটির ভেতর who ব্যবহার করা উত্তম। Whom এখন তেমন ব্যবহৃত হয় না।

"যে" ও "যারা" অর্থের জন্য that ও who এ দুটির ভেতর who ব্যবহৃত করা উত্তম।

ওপরের এই সবগুলোর ভেতরের Third person numbers-গুলো নিম্নে দেয়া হলো :

Sub হিসেবে যখন ব্যবহৃত হয়↓----Rltv হিসেবে যখন ব্যবহৃত হয়↓

 (This VS that VS it VS... এই নামে আমার এক post আছে।)

01. This=এটা।
 
02. It=লিঙ্গ জানা নেই এমন singular জিনিসের ক্ষেত্রে, uncountable কিছুর ক্ষেত্রে, point করা যায় না এমন কিছুর ক্ষেত্রে, already pointed singular/uncountable কিছুর ক্ষেত্রে subject হিসেবে ব্যবহৃত হয়।
 
03. That=ওটা।-----------------------That=যেটা/যা/যেগুলো/যে/যারা।
04. These=এগুলো।
05. Those=ওগুলো।
06. What=কোন/কোনগুলো।------What=যেটা/যা/যেগুলো।
07. Who=কে/কারা।----------------Who=যে/যারা/যাকে/যাদেরকে।
08. Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর কোন/কোনগুলো-----------------------------Which=নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর যা/যেটা/যেগুলো।
09. Whose=কার/কাদের।-----------Whose=যার/যাদের।
15. Those who=যারা।

ওপরের এই সবগুলোর ভেতর Third person singular numbers -গুলো হলো যখন এরা এক বোঝাচ্ছে —একাধিক বোঝাচ্ছে না। অর্থাৎ "এটা", "ওটা", "কোন", "কে", "কার", "কাকে" এবং "যেটা", "যা", "যার", "যাকে" এ অর্থগুলো দেয়ার জন্য যখন ব্যবহৃত হবে তখন এগুলো third person singular.

আর যখন "যেগুলো", "যারা", "যাদের" ও "যাদেরকে" এ অর্থগুলো দেয়ার জন্য ব্যবহৃত হবে তখন সেগুলো third person plural.

||3||(ব্যাখ্যা) যে নামগুলোর দ্বারা এক বোঝায়, একাধিক বোঝায় না, সে নামগুলো Third person singular অর্থাৎ Singular nouns ও uncountable nouns Third person singular :

Robot এক, robots একাধিক, group এক, groups একাধিক, ball এক, balls একাধিক।.........
Irfan এক, Allah এক, creator এক, creators একাধিক।.....
Water অগণনীয় তাই কথায় একে এক হিসেবেই নেয়া হয় —একাধিক হিসেবে নেয়া হয় না, fire অগণনীয় তাই একে এক হিসেবে নেয়া হয় —একাধিক হিসেবে নেয়া হয় না, air অগণনীয় তাই একে এক হিসেবে নেয়া হয় —একাধিক হিসেবে নেয়া হয় না।........
Advice, danger, aggression...... এগুলোকে এক হিসেবে নেয়া হয়।

যে নাম অর্থাৎ যে noun-গুলোকে এক হিসেবে নেয়া হয় সে noun-গুলো third person singular.  

Robot, group, ball, Irfan, creator, water, advice এবং এমন অন্যান্য যে সকল noun এক বোঝায় সেগুলো third person singular. 

◾Third person plural numbers :

নিচের তিন ধাপের সবগুলোই Third person plural numbers.

[-1-] They, these, those, those who

[-2-] That, what, who, which ও whose যখন একাধিকের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ That যখন relative হিসেবে "যেগুলো" ও "যারা" অর্থ দেয়, what যখন "কোনগুলো" ও "যেগুলো" অর্থ দেয়, who যখন "কারা" "যারা" ও "তাদেরকে" (whom "তাদেরকে" অর্থ দিতে তেমন ব্যবহৃত হয় না) অর্থ দেয়, which যখন নির্দিষ্ট কিছু সংখ্যকের ভেতর "কোনগুলো" ও "যেগুলো" অর্থ দেয় এবং who যখন "কারা" ও "যারা" অর্থ দেয় তখন এরা third person plural.

[-3-] যে নামগুলো একাধিক বোঝায়, এক বোঝায় না সেগুলোও Third person plural. যেমন: People, groups, skies, games....

[] Person (singular), people (plural) 

[Person vs people vs persons vs peoples নামে আমার এক post আছে।]

It এর plural হলো they. 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Examples (একজ্যামপোল্ছ) :

It is Irfan who has been doing these things since 2016.
(এট ইছ এরফান হু হ্যাজ বিন ডুইং দিজ থিংস্ ছিন্ছ টু থাউজেন্ড ছিক্স।)

= এটা ইরফান যে এসব কাজ দু হাজার ষোল সাল থেকে করে যাচ্ছে।

They are Irfan and labib who have been doing these things since 2016. 
(দে আর ইরফান এন্ড লাবিব হু হ্যাভ বিন ডুইং দিজ থিংস্ ছিন্ছ টু থাউজেন্ড ছিক্সটিন।)
= তারা ইরফান ও লাবিব যারা এসব কাজ দু হাজার ষোল সাল থেকে করে যাচ্ছে।


▪️নির্দিষ্ট কোনো সময় থেকে— এমন ক্ষেত্রে since ব্যবহৃত হয়।

Example (একজ্যামপোল) :

আমি জানুয়ারী মাস থেকে এখানে।
(আই হ্যাভ বিন হেয়ার্ ছিন্ছ জ্যানুয়ারি।)
= I have been here since january.


▪️নির্দিষ্ট সময় ধরে— এমন ক্ষত্রে for ব্যবহৃত হয়। 

Example (একজ্যামপোল) :

I have been here for four months.
(আই হ্যাভ বিন হেয়ার ফর ফোর মান্থ্ছ্।)
= আমি তিন মাস ধরে এখানে।


No comments