Zero Conditional in Bangla (বাংলা অর্থ সহ)
Zero conditional in Bangla :
Conditional-sentence-post no: 02
⚫ অনুবাদক ও বর্ণনাকারী: আহসানুল ইরফান
(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
Zero Conditional:
(Present simple →Present simple)
চিরন্তন সত্য: চিরন্তন সত্যের বেলায় If clause এবং Principal clause উভয় Clause এ Present simple হয়।
Examples (এ্যাকজ্যামপোল্স) :
If you heat ice, it melts.
(ইফ ইউ হিট আইছ, ইট মেল্ট্স)
= যদি তুমি বরফে তাপ দাও, এটা গলে।
If it rains, the grass gets wet.
(ইফ ইট রেন্ছ, দে গ্রাছ গেন্ট্স ওয়েট।)
= যদি বৃষ্টি হয়, ঘাস ভিজে যায়।
Note: Zero Conditional-এর If Clause-এ যে শুধু "If" থাকতে পারে তা নয়, whenever, when, until, unless.... এগুলোও থাকতে পারে।
No comments