First Conditional in Bangla (বাংলা অর্থ সহ)
Conditional-sentence-post no: 03
⚫ লেখক: আহসানুল ইরফান
(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
First Conditional :
(Present simple→Future)
If clause-এ Present simple হলে Principal clause-এ Future simple হবে।
If you want, I will help you.
(ইফ ইউ ওয়ান্ট, আই উইল হেল্প ইউ।)
= তুমি যদি চাও, তাহলে আমি তোমাকে সাহায্য করবো।
If he comes, I shall go.
(ইফ হি কাম্ছ, আই শ্যাল গো।)
= সে যদি আসে, তাহলে আমি যাবো।
________________________________________________
এ বাক্যগুলোর উভয় Clause-ই বিভিন্ন tense-এ হওয়া সম্ভব, passive-ও হওয়া সম্ভব এবং সংক্ষেপেও লেখা সম্ভব।
If clause এর ক্ষেত্রে :
If Irfan kicks. (Present indefinite)
(ইফ ইরফান কিক্ছ।)
= ইরফান যদি লাথি মারে।
If Irfan is kicked. (এটা Passive sentence)
(ইফ ইরফান ইছ কিক্ড।)
=ইরফান যদি লাথি খায়।
(ইরফান যদি লাথি খায় এ ক্ষেত্রে=If Irfan gets kicked-ও লেখা সম্ভব কিন্তু is kicked বেশি Formal.)
এ বাক্যটির দুই ধরণের অর্থ দিতে পারে :
1. তোমার বন্ধু: সে প্রত্যেকদিন চড় খায়।
তুমি: কিন্তু এমন তো তা নাও হতে পারে, সে যদি প্রত্যেকদিন চড় না খেয়ে থাকে, "সে যদি প্রত্যেকদিন লাথি খায়।"
= "If he is kicked everyday."
(ইফ হি ইছ কিক্ড এভরিডে।)
2. তোমার বন্ধু: ইরফান যদি চড় খাই তাহলে কেমন হবে?
"তুমি: সে যদি লাথি খায়?"
= You: if he is kicked.
(ইউ: ইফ হি ইছ কিক্ড।)
If Irfan is kicking. (Present continuous)
(ইফ ইরফান ইছ কিকিং।
= ইরফান যদি লাথি মারতে থাকে।
If Irfan is being kicked. (এটি Passive বাক্য।)
(ইফ ইরফান ইছ বিং কিক্ড।)
= যদি ইরফান লাথি খেয়ে থাকে।
If Irfan has kicked. (Present perfect)
(ইফ ইরফান হ্যাছ কিক্ড।)
= ইরফান যদি লাথি মেরে থাকে।
If Irfan has been kicked.
(ইফ ইরফান হ্যাছ বিন কিক্ড।)
= যদি ইরফান লাথি খেয়ে থাকে। (এটি Passive বাক্। )
If Irfan has been kicking for a hour. (Present perfect continuous)
(ইফ ইরহান হ্যাছ বিন কিকিং ফর এ আয়্যার।)
= যদি ইরফান এক ঘন্টার জন্য লাথি মারতে থাকে।
(Perfect continuous-এর Passive সাধারণত English-এ বেশি ব্যবহার হয় না।)
(এ বাক্যগুলো Interrogative sentence হিসেবেও ব্যবহার করা যেতে পারে)
(Principal clause আপনারা নিজেরাই সহজেয় বিভিন্ন Tense-এ ভাগ করতে পারবেন এবং Passive করতে পারবেন, এটি উল্লেখ করতে হবে না বলে মনে করি।)
Note: If+would/would have/Could/Could have/should/should have/might/might have কখনো হয় না।
Note :
If he wants to do.. ✔ (ইফ হি ওয়ান্ছ টু ডু।)
If he want to do... ❌
If he is born again ✔ (ইফ হি ইছ বোর্ন এগ্যেন।)
If is he born again ❌
If he born again ❌(কারণ কেউ নিজেকে নিজেই জন্ম দেয় না)
No comments