Within VS by/before in Bangla (বাংলা অর্থ সহ)


Within VS by/before :

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Within VS by/before: নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে by/before হয় :

I will finish my reading by/before 5 pm.
(আই উইল ফিনিশ মাই রিডিং বাই/বিফোর ফাইভ পি এম।)
= আমি ৫টার এর মধ্যে/আগেই আমার কাজ শেষ করব।

Please come back before 10 am.
Please come back by 10 am.

I will complete it within two months.
(আই উইল কমপ্লিট ইট উইথ এন টু মান্থ্স্।)
= আমি দু'মাসের মধ্যে এটি শেষ করব।

Note: নির্দিষ্ট সময়, বার, বেলা এগুলোর ক্ষেত্রে সাধরণত by/before হয়।

A year, two months, three years.. ১দিন বা দু'দিন বা তিনদিন…এর ভেতরের এগুলোর ক্ষেত্রে সধারণত within হয়।

I need the report on my desk by Friday. ✔
I need the report on my desk within Friday. ❌

We should be home by nine o’clock. ✔ (উই শুড বি হোম বাই নাইন ও'ক্লোক।)
(আমাদের ন'টার ভেতর বাড়ি পৌঁছাতে।)
= We should be home within nine o’clock. ❌

I’ll have left by the time you get back. ✔
(আই উইল হ্যাভ লেফ্ট বাই দা টাইম ইউ গেট ব্যাক্।)
= তুই ফিরে এলেই আমি বের হব।

We were all crying by the end of the film. ✔
(ইউ অয়্যার অল ক্রাইং বাই দা এন্ড অফ দা ফিল্ম।)
= আমরা সবাই কান্না করছিলাম চলচ্চিত্রের শেষের অংশতে।

No comments