WH + Should/might/could/would + v3 in Bangla (বাংলা অর্থ সহ)
⚫ লেখক: আহসানুল ইরফান
(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
WH + Should/might/could/would + v3 :
⬛ Active sentences: (নিচে Passive sentence দেয়া আছে)
What should I have done? (হয়াট শুড আই হ্যাভ ডান?) = আমার কী করা উচিত ছিল?
What I should have done. (হয়াট আই শুড হ্যাভ ডান।) = আমার যেটা করা উচিত ছিল?
What could I have done? (হয়াট কুড আই হ্যাভ ডান?) = আমি কী করতে পারতাম।
What I could have done. = (হয়াট আই কুড হ্যাভ ডান।) আমি যেটা করতে পারতাম।
What might have happened? (হয়াট মাইট হ্যাভ হ্যাপেন্ড।) = কী সম্ভবত ঘটতে পারত? ✔ = কী সম্ভবত ঘটেছে?❌ (কী সম্ভবত ঘটেছে = What possibly happened? (হয়াট পসিব্লি হ্যাপেন্ড?) (What was that?, What do you think that was?, What do you think happened?)
What might have happened is an accident.
(হয়াট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইজ এ্যান এক্সিডেন্ট।)
= যা সম্ভবত ঘটেছে তা দুর্ঘটনা। ❌
= যা সম্ভবত ঘটতো তা দুর্ঘটনা।← এভাবে সাধারণ বলা হয় না, যদি বলতে হয় তাহলে native speakers বলবে An accident might have happened/What happened might have been an accident.
যা সম্ভবত ঘটেছে তা দুর্ঘটনা = Native speakers বলবে: Maybe that was an accident.
That might be an accident.
⬛ Passive sentences :
Who might have been beaten? = কে সম্ভবত মার খেতো?
What might have been stolen? = কি সম্ভবত চুরি হতো।
((It would have been great if I could meet you. = এটি অসাধারণ হতো যদি আমি তোমার সাথে দেখা করতে পারতাম।))
Note :
What should he have done? ✔
What should have he done? ❌
No comments