This VS That VS it and Those VS These in Bangla (বাংলা সহ)
⚫ লেখক: আহসানুল ইরফান
(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
This-এর Plural হলো: These. (দিজ)
That-এর Plural হলো: Those. (দোজ)
It-এর Plural হলো: They. (দে)
________________________________________________
Point করার সময় :
This: কাছের কোনো জড় পদার্থ, মানুষ কিংবা প্রাণীকে Point করতে ব্যবহৃত হয়।
যদি আমার সামনেই একটি কলম থাকে তাহলে আমি বলবো: This is a pen. (দিছ ইছ এ পেন) = এটি একটি কলম।
আর যদি আমার দূরে কোনো জড় পদার্থ, মানুষ কিংবা প্রাণী থাকে
তাগলে সেটি point করতে আমি ব্যবহার করবো That.
যেমন: That is sun. (দ্যাট ইছ ছান) = ঐটি সূর্য।
________________________________________________
Event :
বর্তমানের event-কে point করতে this ব্যবহৃত হয় এবং অতীতের event-কে Point করতে that ব্যবহৃত হয়।
1. ইরফান আপনাকে কল করেছে।
ইরফান: বন্ধু আমাকে টিভিতে দেখা যাচ্ছে তাড়াতাড়ি টিভি অন করে আমাকে দেখ।
আপনি টিভি অন করেছেন এবং ফোনেই বলছেন: বন্ধু এই চলচ্চিত্রে এটি কি তুই? = Is this you in this movie? (ইছ দিছ ইউ ইন দিছ মুভি।)
যদিও আপনি ফোনে কথা বলছেন ইরফান আপনার থেকে আসলে অনেক দূরে তবুও এক্ষেত্রে this হবে।
That হতো যদি গতকাল টিভিতে চলচ্চিত্রটি দেখে আপনি আজকে বলতেন "ঐ চলচ্চিত্রে ঐটা কি তুই ছিলি" তাহলে Was that you in that movie? (ওয়াছ দ্যাট ইউ ইন দ্যাট মুভি?)
2. ধরুন আপনার থেকে পাঁচ ফিট দূরে একটি টিভি আছে তার অর্থই এ নয় যে আপনি বলবেন "We are watching that movie" (উই আর ওয়াচিং দ্যাট মুভি) টিভি দূরে থাকতেই পারে কিন্তু আপনি তো এখনই দেখছেন আর আপনার সামনেই টিভিটি আছে।
3. ফোনে কথা বলার সময় যদিও আপনি যার সাথে কথা বলছেন সে আসলে অনেক দূরে কিন্তু যেহেতু ফোন আপনার কানের কাছে তাই যার সাথে কথা বলছেন সে আপনার কাছে আছে আপনার এমনটাই মনে হবে তাই এ ক্ষেত্রে this হবে, that হবে না।
Phone-এ :
Who is this? (হু ইছ দিছ?) = এটা কে?
This is Irfan. (দিছ ইছ ইরফান) = এটি ইরফান।
________________________________________________
This-এর plural হলো these এবং that এর plural হলো those.
Note: "That" Relative pronoun হিসেবে ব্যবহার করার সময় singular ও plural উভয়ের জন্যই ব্যবহৃত হয়। আর those কখনো Relative pronoun হিসেবে ব্যবহৃত হয় না←অনেক মানুষ এ ভুল করে। Relative pronoun-এর post এ বিস্তারshukkhoন।
________________________________________________
পানি, বাতাস, আলো এগুলা uncountable তাই এগুলোর ক্ষেত্রে this এবং that ব্যবহৃত হয়। এগুলোর ক্ষেত্রে কখনো these এবং those ব্যবহৃত হয় না।
This is water. (দিছ ইছ ওয়াটার।) ✔
That is water. (দ্যাট ইছ ওয়াটার।) ✔
These are water❌
Those are water❌
________________________________________________
Inanimate (জড়) অথবা মানুষ/প্রণীর লিঙ্গ না জানা থাকলে সেক্ষেত্রে It ব্যবহৃত হয়। যদি লিঙ্গ জানা থাকে তাহলে It ব্যবহৃত হয় না।
It-এর plural হলো: They.
কোনো কিছুকে প্রথমবার point করার ক্ষেত্রে this/that/these/those ব্যবহৃত হয়, এবং একবার point করা হয়ে গেলে সেগুলো সস্পর্কে দ্বিতীয়বার বলার জন্য it (singuar) এবং they (plural) -এর জন্য ব্যবহৃত হয়।
যেমন :
This is my phone, it's white in color. (দিছ ইছ মাই পেন, ইট্স হয়ায়িট ইন কালার।)
= এটি আমার ফোন, এটি সাদা রং এর।
These are my phone, they are white in color.
(দিজ আর মাই ফোন, দে আর হয়াইট ইন কালার।
এগুলো আমার ফোন, এগুলোর রং সাদা।
তাহলে আমরা জানলাম "they" শুধু মানুষের ক্ষেত্রেই ব্যবহৃত হয় না, এটি inanimate (জড়) অথবা লিঙ্গ জানা এমন প্রাণীর ক্ষেত্রেও ব্যবহৃর হয়।
লিঙ্গ জানা নেই: This is a cat, it's playing.
(দিছ ইছ এ ক্যাট, ইট্স প্লেয়িং।)
= এটি একটি বিড়াল, এটি খেলছে।
This baby is so cute, it's crying.
(দিছ বেবি আছ ছো কিউড়, ইট্স ক্রায়িং।)
= এ বাচ্ছাটি অনেক কুউট, এটি কান্না করছে।
________________________________________________
Note: ফোনে কথা বলার সময়: Who is this? বলা হয় কিন্তু কেউ যদি বাড়িতে knock করে তাহলে Who is it? বলা হয় কারণ knock করার সময়ই pointed হয়ে যায়।
________________________________________________
সময় এবং দিন সম্পর্কে বলতে it ব্যবহৃত হয় this বা that ব্যবহৃত হয় না।
যেমন :
What time is it?
(হয়্যাট টাইম ইজ ইট?)
= এখন ক'টা বাজে?
It's a hot day.
(ইট্স ৩ হট ডে।)
= আজকের দিনটা অনেক গরম।
No comments