Each, either, neither ও every -এর ব্যবহার (বাংলা অর্থ সহ)


Each, either, neither ও every -এর ব্যবহার :

⚫ অনুবাদক ও বর্ণনাকারী: আহসানুল ইরফান

(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Each: দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু প্রত্যেককে পৃথকভাবে বোঝাতে Each ব্যবহার করা হয় :

Each of the students will do.
(ইচ অফ দা স্টুডেন্ট্স উইল ডু।)
= প্রত্যক ছাত্র করবে।

They got 10 Tk.
(দে গট টেন টাকা।) 
= তারা ১০ টাকা পেয়েছে।

They got 10 Tk each.
(দে গট টেন টাকা ইচ।)
= তারা প্রত্যেকে ১০ টাকা পেয়েছে।
________________________________________________
Either: either-এর দুটি অর্থ হতে পারে :
1. দুই এর একটি। 2. দু'টির প্রত্যেকটি।

You can take either way.
(ইউ ক্যান টেক ইদার ওয়ে।)
= তুমি যেকোনো একটি দিকে যেতে পারবে।

There are shops on either side of the road.
(দেয়ার আর সপ্স অন ইদার ছাইড অফ দা রোড।)
= এখানে রাস্তার উভয় পাশেই দোকান আছে।
________________________________________________
Neither: Either এর Negative হলো: Neither.

এটির অর্থ: দুটির একটিও না।

I shall support neither party.
(আই শ্যাল সাপোর্ট নিদার পার্টি।)
= আমি দুটির একটি পার্টিকেও সাপর্ট করবো না।
________________________________________________
                                      Each vs Every

Each এবং Every এর মধ্যে পার্থক্য হলো Each প্রত্যেককে/প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বোঝায় আর Everyone একসাথে সবাইকে/সবগুলোকে বোঝায়।

Every=সব।
Each=প্রত্যেক।

কিন্তু দুটির ব্যবহার প্রায় একই, সবাই ১০ টাকা পেয়েছে অর্থাৎ প্রত্যেকে ১০ টাকা পেয়েছে। "সবাই" এবং "প্রত্যেক" যেমন প্রায় একই রকম ঠিক তেমনি "Every" ও "Each" প্রায় একই রকম। (অনেকজন হয়ত বলতে পারে Every অর্থও প্রত্যেক আর All অর্থ সব, হ্যাঁ বাংলাতে তাও লেখা যেতে পারে কিন্তু All এবং every এর মধ্যেও পার্থক্য রয়েছে তা নিয়ে পরে আলোচনা করব।)

প্রত্যেক শিল্পীই সংবেদনশীল। 
= Every artist is sensitive. ✔ (এভরি আরটিস্ট ইছ ছ্যেনছেটিভ।)
= Each artist sees things differently. ✔ (ইচ আরটিস্ট ছিছ থিংস্ ডিফরেন্টলি।)

জেসিয়া তার প্রত্যেক গোড়ালিতে নূপুর পড়েছে/পড়েছিল।
= Jessica wore anklets on each ankle. ✔ (জেসিকা ওর এ্যান্কলেট্স অন ইচ এ্যানকেল।) 
= Jessica wore anklets on every ankle. ❌
Ankle (গোড়ালি) কেবল দুইটি (ডান পায়ের একটি বাম পায়ের একটি মোট ২টি) তাই এখানে each হবে, every হবেনা, গোড়ালি যদি আমাদের দুই এর বেশি হতো তবে every ব্যবহার করা যেতো।

নববধূ প্রত্যেক আইটেমই তার রেজিস্ট্রিতে পেয়েছে।
= The bride received each item on her registry. ✔ (দা ব্রাইড রিছিভ্ড্ ইচ আইটেম অন হার রেজিট্রি।) 
= The bride received every item on her registry. ✔
  (দা ব্রাইড রিছিভ্ড্ এভরি আইটেম অন হার রেজিট্রি।) 
= The bride received each and every item on her registry. ✔
    (দা ব্রাইড রিছিভ্ড্ ইচ এন্ড এভরি আইটেম অন হার রেজিট্রি।) 

Everyone got 10tk each.
(এভরি ওয়ান গট টেন টাকা ইচ।)
= সবাই ১০টাকা পেয়েছে/পেয়েছিল।

No comments