Person VS people Vs Persons Vs peoples in Bangla (বাংলা অর্থ সহ)

Person VS Persons VS People VS Peoples in Bangla : 

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Person: Person একটি Singular noun :

Joel is such a nice person.
(জুয়েল ইছ ছাচ এ নাইছ পারছোন।)
= জুয়েল একজন সুন্দর মানুষ।

Person এর Plural হলো: People.

Genius persons are born in September.
(জিনিয়াস পারপছোন্স আর বোর্ন ইন সেপ্টেম্বর।)
= প্রতিভাবান মানুষরা সেপ্টেম্বরে জন্ম নেয়।

Person এর plural হিসেবে কিছুক্ষেত্রে Persons ব্যবহার মরা যেতে পারে যেমন "Famous persons" কিন্তু Person এর plural হিসেবে সাধারণত সবসময় people ব্যবহার করা হয়।

আমরা মানুষের Group-কে Refer করতে People ব্যবহার করি:
I saw three people standing on the corner.
(আই ছ থ্রি পিপল স্টেনডিং অন দা করনার।)
= আমি তিনজন মানুষকে corner এ দেখলাম।

We met all sorts of people on the trip.
(উই মেট অল ছর্টস্ অফ পিপল অন দা ট্রিপ।)
(People=more than one person, in this case, probably many)
= আমি ট্রিপে সব ধরণের মানুষের সাথে দেখা করেছি।

He doesn't care what people think of him.
(হি ডাজেন্ট কেয়ার হয়াট পিপল থিংক অফ হিম।)
(People=all people) = সে কেয়ার করে না মানুষ তার সম্পর্কে কি চিন্তা করে)
________________________________________________
Peoples দ্বারা মানুষের GroupS কে Point করা হয় :

In 1991, Australia began a formal process of reconciliation with indigenous.
(ইন নাইনটিন নাইনটি ওয়ান, অট্রেলিয়া বিগান এ ফরমাল প্রছেছ অফ রিকনছিলেশন্ উইথ ইন্ডেজিনেস।)
= ১৯৯১ সালে, অষ্ট্রেলিয়া আদিবাসী জনগণের সাথে পুনর্মিলনের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে। (Peoples= Different groups with different languages, cultures, etc.)

The different peoples of the world have very diverse traditions.
(দা দিফরেন্ট পিপল্স অফ দা ওয়ার্ল্ড হ্যাভ ভেরি ডাইভার্ছ ট্রেডিশোন্স।)
(বিশ্বের বিভিন্ন প্রজন্মের বিভিন্ন বৈচিত্র্য রয়েছে)

Peoples তখনই ব্যবহৃত হয় যখন ভিন্ন ভিন্ন গ্রুপগুলোকে একত্রে বলার প্রয়োজন হয়। যেমন: ধর্ম, জাতি, সংস্কৃতি ইত্যাদির ভেতরের বিভিন্ন Groups গুলোকে এক সাথে Point করতে peoples ব্যবহৃত হয়।

No comments