Forward VS Forwards in Bangla (বাংলা অর্থ সহ)


Toward VS Towards, Forward VS forwards :

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Toward-এর ক্ষেত্রে এটি United States and Canada তে বেশি ব্যবহৃত এবং

Towards United Kingdom and Australia-তে বেশি ব্যবহৃত হয়। 
________________________________________________
Backward, backwards, forward, forwards, outward, outwards এগুলো adjectives and adverbs হিসেবে ব্যবহৃত হয় :

As adjectives :

যখন আমরা Adjectives হিসেবে এগুলোকে ব্যবহার করি তখন আমরা Forward, backward, outward ইত্যাদি লিখি, আমরা Forwards, backwards, outwards লিখি না।

He is backward in his studies.
(হি ইছ ব্যাকওয়ার্ড ইন হিছ স্টাডিছ্)
= সে পড়াশোনায় অনেক পিছিয়ে।
(এখানে backward হলো adjective.)
He is backwards in his studies. ❌

 As Adverbs :

যখন আমরা Adverb হিসেবে এগুলোকে ব্যবহার করি তখন আমরা Forward, backward, outward এবং forwards, backwards, outwards উভয় লিখতে পারি।  (S সহটি British English-এ বেশি common এবং S ছাড়াগুলো American English-এ বেশি কমন।)

Why are you moving backwards/backward?
(হয়্যাই আর ইউ মুভিং ব্যাকওয়ার্ড্স/ব্যাকওয়ার্ড।)
= তুমি কেন পেছনে ঘুরছো?

Go forward/forwards.
(গো ফরওয়ার্ড/ফরওয়ার্ড্ছ।)
= সামনে যাও।
________________________________________________
Look forward to, put forward and bring forward এগুলোর পর সবসময় s ছাড়া ব্যবহার হয়।

We are looking forward to your next visit.
(উই আর লুকিং ফরওয়ার্ড টু ইওর নেছ্ট্ ভিজিট।)
= আমরা তোমার পরবর্তী ভ্রমণের দিকে দেখছি।

We are looking forwards to your next visit.
(উই আর লুকিং ফরওয়ার্ড্ছ টু ইওর নেছ্ট্ ভিজিট।)
= আমরা পরবর্তী ভ্রমণের দিকে দেখছি।

No comments