Could VS Managed to VS Was/were able to in Bangla (বাংলা অর্থ সহ)


Could VS Managed to VS Was/were able to in Bangla :

⚫ অনুবাদক ও বর্ণনাকারী: আহসানুল ইরফান

(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Could VS Managed to VS Was/were able to :

"Could" Past ability (অতীতের যোগ্যতার) -এর জন্য ব্যবহার হলে "পারতাম" অর্থ দেয়। কিন্তু Could কখনো "পেরেছিলাম" অর্থ দেয় না। কিন্তু Couldn't "পেরেছিলাম না" অর্থ দিতে পারে।

"পেরেছিলাম"-এর জন্য: Was বা Were able to/ Managed to ব্যবহার করা হয়।

I could not cross the river.
(আই কুড নট ক্রছ দা রিভার।)
= আমি নদি পার হতে পেরেছিলাম না।
অথবা, আমি নদি পার হতে পারতাম না।

I could cross the river.
(আই কুড ক্রছ দা রিভার।)
= আমি নদি পার হতে পারতাম।

পেরেছিলাম :

I managed to cross the river.
(আই ম্যানেজ্ড্ টু ক্রছ দা রিভার।)
= আমি নদি পার হতে পেরেছিলাম।

I was able to cross the river.
(আই ওয়াছ এ্যাইবোল টু ক্রছ দা রিভার।) 
= আমি পার হতে পেরেছিলাম/পারছিলাম।
________________________________________________
Note: Able to-এর able-এর সাথে কখনো ing যোগ হবে না এবং s/es -ও কখনো যোগ হবে না। 

Note: Modal auxiliary verb-এর ক্ষেত্রে Interrogative sentence-এর সময় do/does/did/am/is/are/was/were কখনো সামনে আসবে না। কিন্তু Need to/Able to.... ←যেগুলোর সাথে to আছে সেগুলোর ক্ষেত্রে সেগুলোর অর্থের ওপর নির্ভর করে do/does/did/am/is/are/was/were সামনে আনতে হবে।

Could he do? ✔ (কুড হি ডু?)
Does he could do? ❌
Does could he do? ❌

Is he able to do? ✔ (ইজ হি এ্যাইবোল টু ডু?)
Were you able to do? ✔ (ওয়্যার ইউ এ্যাইবোল টু ডু?)
Does he able to do? ❌
Able he to do? ❌
Does able he to do? ❌

Did he manage to do? ✔ (ডিড হি ম্যানেজ টু ডু?)
Did he managed to do? ❌
Managed he to do? ❌

#Modal_Auxiliary_verbs #ইংরেজি #grammar #গ্রামার #ahsanul_irfan

No comments