Will Vs About to VS going to in Bangla (বাংলা অর্থ সহ)


About to VS going to VS Will :

⚫ লেখক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

কোনো কিছু হবে কিন্তু সেটা এখন হতে যাচ্ছে না কিন্তু ভবিষ্যতে হবে সেক্ষেত্রে Will, কোনোকিছু হতে যাচ্ছে কিন্তু এখন হচ্ছে না কিন্তু আগাম ধারণা আছে সেক্ষেত্রে Going to, এবং এখনই হতে যাচ্ছে সেক্ষেত্রে About to.

রনি মারা যাবে = Rony will die. (রিনি উইল ডাই।)
________________________________________________
রনি মরতে যাচ্ছে = Rony is going to die. (রনি ইছ গয়িং টু ডাই।)
(মারা যাওয়ার তিনচার দিন আগে তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে অনেক অসুস্থ এবং সে কয়েকদিনের ভেতর মারা যেতে যাচ্ছে)

(মরতে যাচ্ছে বলতে এমন না যে সে নিজেই হেঁটে হেঁটে মরতে যাচ্ছে, বাংলাদেশ একটি উন্নত দেশ হতে যাচ্ছে←বাংলাদেশ তো আর হেঁটে হেঁটে উন্নত দেশ হতে যাচ্ছে না)
________________________________________________
(রনি মারা যাওয়ার আগ মুহুর্তে):

রনি মরতে যাচ্ছে = (মারা যেতে ধরছে, মারা যাচ্ছে)
(একেবারে মারা যাওয়ার আগ মুহুর্তে).
Rony is about to die. (রনি এছ এ্যাবাউট টু ডাই।) 

No comments