Punctuation and Capitalization in Bangla

Punctuation and Capitalization :

⚫ লেখাটা সংগ্রহ করে সাজিয়েছে: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

Punctuation and Capitalization-এর অনেক gules অনেক Grammar বইয়ে দেয়া আছে, এখনে শুধু কছু তুলে ধরা হলো :

'=Apostrophe.
`=Grave accent.
@=At.
/=Slash
\=Backslash
#=Hash
:=Colon. (ক্লোন)
;=Semicolon.
"=Inverted comma.
!=Exclamation mark.
?=Question mark.
$=Dollar sign.
%=Percent.
~=Approximately/about/around/such as.
-=Hyphen.
—=Dash.
___________________________
Hyphen (-) vs Dash (-)

Hyphen :

দুইটি শব্দকে একসাথে যুক্ত করতে hyphen ব্যবহার করা হয়। যেমন: Father-in law, mother-in law.

Dash :

1. কথায় আকস্মিক পরিবর্তন বোঝাতে sentence-এর মধ্যে dash ব্যবহৃত হয়। যেমন :

If I had not lost all my wealth— but why think of the past.
(যদি আমি আমার সব সম্পত্তি না হারাতাম— কিন্তু কেন অতীতের চিন্তা করছি।)

2. Hesitating (দ্বিধাগ্রস্ত), faltering (সংশয়াপন্ন) speech নির্দেশ করতে :
I-er-I-that is I have passed.

ইত্যাদি নানা ক্ষেত্রে Dash(—) ব্যবহৃত হয়।
__________________________________________
আমরা প্রত্যেক বাক্য শেষ করার পর Full stop দিই এবং তারপর একটি space দিই এবং তার পরের word-এর প্রথম Letter Capitalised বা বড় হাতের হয়ে থাকে। যেমন :

I've received your letter. In your letter you have wanted to know about me. ✔

I've received your letter.in your letter you have wanted to know about me. ❌
_________________________________________
নাম, বার, মাস, পর্ব, উপাধি, দেশের নাম এবং বিশেষ নামগুলোর ক্ষেত্রে ঐ নামগুলোর প্রথম letter বা বর্ণ capitalized বা বড় হাতের হয়ে থাকে। যেমন :

My father came home on Monday last. ✔
My father came home on monday last. ❌

I met Irfan yesterday. ✔
I met irfan yesterday. ❌

বাক্যের ভেতরের বাকি word-গুলোর প্রথম word Capitalized বা বড় হাতের হতে হয় না।

যেমন: I've Received Your Letter. In Your Letter You Have Wanted To Know About Me. ❌

I've received your letter. In your letter you have wanted to know about me. ✔
_______________________________________
প্রত্যেক comma-এর পর Space দিতে হয়।
যেমন :
Pen, tea, sugar, milk, eggs, butter. ✔
Pen,tea,sugar,milk,eggs,butter. ❌

(প্রথম অক্ষর capitalized হবে বাকি সবগুলো small letter দিয়ে শুরু হবে।)
____________________________________
I← (আই) কোনো শব্দের সাথে যুক্ত না থাকা অবিস্থায় capitalized হয়ে থাকে। যেমন :
Who am I? ✔
Who am i? ❌

Punctuation and Capitalization-এর আরো অনেক rules আছে যেগুলো আপনি অনেক Grammar বইয়েই পেয়ে যাবেন।
_________________________________________
Note: He's = he is -এর পশাপাশি He has-ও হয়।

No comments