In spite of/despite-এর ব্যবহার বাংলা অর্থ সহ


In spite of/despite :

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

⬛ In spite of / Despite (সত্ত্বেও) :

In spite of + noun / noun phrase :

I came to University in spite of sickness.
(আই কেম টু ইউনিভার্সিটি ইন স্পাইট অফ ছিকনে।) 
= অসুস্থতা সত্ত্বেও আমি ভার্সিটি এসেছি।

Preposition এর পরে কখনো Verb হয় না। অর্থাৎ Verb থাকলে তার সাথে Ing যুক্ত হয়ে Noun হয়ে যায় (যেমন Swim→ Swimming) অথবা Noun form হবে।

He is not happy in spite of being rich.
(হি ইছ নট হ্যাপি ইন স্পাইট অফ বিং রিচ।)
= ধনী হওয়া সত্ত্বেও সে সুখী নয়।

He doesn’t drive in spite of having a car.
(হি ডাজেন্ট ড্রাইভ ইন স্পাইট অফ হ্যাভুং এ কার।)
= একটা গাড়ি থাকা সত্ত্বেও সে চালায় না।

He can run fast in spite of being fat.
(হি ল্যান রান ফাছ্ট্ ইন স্পাইট অফ বিং ফ্যাট্।)
= মোটা হওয়া সত্ত্বেও সে দ্রুত দৌড়াতে পারে।

Note: In spite of-এর বদলে despite-ও দেয়া যাবে। কিন্তু despite-এর পরে of হবে না।

I went to University despite my sickness.
(আউ ওয়েন্ট টু ইউনিভার্সিটি ডিছপাইট মাউ ছিকনেছ।)
= অসুস্থতা সত্ত্বেও আমি ভার্সিটিতে গিয়েছিলাম।

সহজ কথায়: সত্ত্বেও = In spite of.

4 comments: