Get to the point meaning in Bangla (বাংলা বাক্য)

Get to the point

⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

⬛ Get to the point :

যাই হোক, আসল কথায় আসি।
= Anyway, let's get to the point.
(এ্যানিওয়ে, লেট্স গেট টু দা পয়েন্ট।)

আরে, হেঁয়ালি না করে আসল কথাটা বলো!
= Oh, just get to the point!
(ওহ, জাছ্ট্ গেট টু দা পয়েন্ট!)

________________________________________________
⬛⬛Get to the point≠Get the point.
________________________________________________
◼ Get the point :
(Understand or accept the validity of someone's idea or argument.)

Did Irfan get the point?
(ডিড ইরফান গেট দা পয়েন্ট?)
= ইরফান কি এই বিষয়টা বুঝতে পেরেছিল?

Otherwise, some may not get the point.
(আদারওয়াজ, ছাম ম্র নট গেট দা পয়েন্ট।) 
= নয়তো কেউ কেউ হয়তো বিষয়টা বুঝতে পারবে না।

Repeat the gist of what she says to show that you get the point.
(রিপিট দা জিছ্ট্ অফ হয়াট শ্যি ছেইছ টু শপ দ্যাট ইউ গেট দা পয়েন্ট।) 
= সংক্ষেপে স্ত্রীর সারকথাগুলো পুনরাবৃত্তি করার দ্বারা তাকে জানান আপনি তার কথা বুঝতে পেরেছেন।

No comments