May এবং Might -এর ব্যবহার (বাংলা অর্থ সহ)


May and might -এর ব্যবহার :

⚫ অনুবাদক ও বর্ণনাকারী: আহসানুল ইরফান

(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

May and might :

May এবং Might -এর পর verb-এর base form বসে।
May-এর Past form হলো: Might.
কিন্তু তার অর্থই এ নয় যে Might শুধু মাত্র অতীত কালের জন্য ব্যবহৃত হয়।

(Conditional sentence-এ Might "হতো" (কিন্তু হয়নি) অর্থ দেয়। বিস্তারিত→Conditional sentence-এর post-এ)

Possibility (সম্ভাবনা) :

"May" এবং "Might" Present এবং Future tense-এর জন্য ব্যবহৃত হয়।

He may/might tell me the matter.
(হি মে/মাইট টেল মি দা মেটার।)
= সে সম্ভবত আমাকে বিষয়টা বলবে।

He might leave the country.
(হি মাইট লিভ দা কানট্রি।)
= সে সম্ভবত দেশ ত্যাগ করবে।

This might be your car.
(দিছ মাইট বি ইওর কার।)
= এটি সম্ভবত তোমার গাড়ি।

"That might be your car" এ বাক্যটির দুই ধরনের অর্থ হতে পারে :

1. তুমি: আগামীকাল বাবা এ চারটি গাড়ির ভেতর যেকোনো একটি গাড়ি আমাকে দেবে, আমার গাড়ি যে কোনটি হবে?
তোমার বন্ধু: "এটি সম্ভবত তোমার গাড়ি হবে":
= This might be your car. (দিছ মাইট বি ইওর কার।)

2. তুমি: তোর গাড়ি আর আমার গাড়ি একই রঙের। আমার তাড়াতাড়ি যেতে হবে, কোনটি আমার গাড়ি তাড়াতাড়ি বল।

তোমার বন্ধু: আমিও তো বুঝছিনা যে কোনটি, "এটি সম্ভবত তোর গাড়ি হবে।"
= This might be your car. (দিছ মাইট বি ইওর কার।)

Note: May-এর চেয়ে Might দ্বারা বেশি অনিশ্চয়াতা প্রকাশ করা হয়।
________________________________________________
Present/Past-এ May/ Might দ্বারা অনুমান বোঝাতে চাইলে Structure: Subject+may/might+be+মূল verb (Main verb) -এর সাথে ing+বাকি অংশ।
সাধারণত এরুপ ক্ষেত্রে ঘটনার সাথে স্থান অথবা বর্তমান সময়ের উল্লেখ থাকে।

They may/might be playing.
(দে মে/মাইট বি প্লেয়িং।) 
= তারা সম্ভবত খেলছে।

They may/might be waiting for you at the station now.
(দে মে/মাইট বি ওয়েটিং ফর ইউ এ্যাট্ দা স্টেশন নাও।)
= তারা সম্ভবত তোমার জন্য স্টেশনে অপেক্ষা করছে।
________________________________________________
Past-এর ক্ষেত্রে :

He may/might have gone.
(হি মে/মাইট হ্যাভ গন।)
= সম্ভবত সে গিয়েছিল/গিয়েছে।
________________________________________________
Permission (অনুমতি) বোঝাতে Present এবং Future tense-এর সকল Person-এর সাথে May ব্যবহৃত হয়।

May I come in?
(মে আই কাম ইন?) 
= আমি কি আসতে পারি?

May I help you?
(মে আই হেল্প ইউ?)
= আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ✔
(May I help you? (মে আই হেল্প ইউ?) = আমি কি তোমাকে সাহায্য করি?❌, I may help you? (আই মে হেল্প ইউ?) = আমি সম্ভবত তোমাকে সাহায্য করি ❌ ←May এ দুই ধরনের অর্থ দেয় না।)
________________________________________________
বক্তাকে অনুমতি দেয়ার ক্ষেত্রে 2nd এবং 3rd person-এ may ব্যবহৃত হয়।

You may leave the room.
(ইউ মে লিভ দা রুম।)
= তুমি ঘরটি ত্যাগ করতে পারো।
(I give you permission to leave the room.)

He may borrow my books.
(হি মে ব'রো মাই বুক্ছ।)
= তুমি আমার বই ধার নিতে পারো।
(I give you permission to borrow my book.)
________________________________________________
Purpose (উদ্দেশ্য) বোঝাতে :

He works hard so that he may/might prosper.
(হি ওয়ার্কছ্ হার্ড ছো ড্যাট হি মে/মাইট প্রছপার।)
= সে কঠোর পরিশ্রম করে যাতে সে উন্নতি সাধন করতে পারে।
________________________________________________
Wishes and hopes (আশা এবং আকাঙ্ক্ষা) বোঝাতে may ব্যবহৃত হয়।

May Bangladesh live long.
(মে বাংলাদেশ লিভ লং।)
= বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
________________________________________________
Information জানার ক্ষেত্রে May/ Might -এর ব্যবহার হয়। তবে এ ক্ষেত্রে Might -এর ব্যবহার বেশি প্রযোজ্য।

Examples (এ্যাজ্যামপোল্স) :

Well, who may/might you be?
(অয়েল, হু মে/মাইট ইউ বি?)
= ভালো, তবে তুমি কে?

He asked who she might be?
(হি আছ্ক্'ড্ হু সি মাইট বি?)
= সে প্রশ্ন করেছিল/করেছে কে তিনি?
________________________________________________
Note: Modal auxiliary verb-এর ক্ষেত্রে Interrogative sentence-এর সময় do/does/did /am /is/are/was/were কখনো সামনে আসবে না। কিন্তু Need to/ Able to.... ←যেগুলোর সাথে to আছে সেগুলোর ক্ষেত্রে সেগুলোর অর্থের ওপর নির্ভর করে do/does/did /am /is/are/was/were সামনে আনতে হবে।

Might he do?✔ (মাইট হি ডু?)
Does he might do?❌
Do he might do?❌
Does might he do?❌
Do might he do?❌

May he do?✔ (মে হি ডু?)
Does he may do?❌
Do he may do?❌
Does may he do?❌
Do may he do?❌

No comments