Mixed Conditional in Bangla (বাংলা অর্থ সহ)



Mixed conditional In Bangla :

Conditional-sentence-post no: 06

⚫ অনুবাদক ও বর্ণনাকারী: আহসানুল ইরফান

(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

1. Polite request বোঝাতে If you will/ If you would ব্যবহৃত হয়। তবে If you would এই Structure-টি Polite request-এর জন্য বেশি ব্যবহৃত হয়।

If you will/ would help me, I shall be grateful to you.
(ইফ ইউ উইল/য়ুড হেল্প মি, আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ।)
= তুমি যদি আমকে সাহায্য করো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো।
________________________________________________
2. বক্তা যদি ধরে নেয় যে শ্রতা তার শর্ত/অনুরোধ রক্ষা করবে তখন If you would+verb-এর Present form দ্বারা এ clause শুরু হয়। তবে এক্ষেত্রে Principal clause উহ্য থাকে।

If you would fill up this form.
(ইফ ইউ য়ুড ফিল আপ দিছ ফর্ম।)
= তুমি যদি ফর্ম ফিল আপ করতে।

If you would open your books.
(ইফ ইউ য়ুড ওপেন ইওর বুক্ছ।)
= তুমি যদি বইগুলো খুলতে।

এখানে "করতে" বলতে অতীতে করতে এমন নয়।
"তুমি যদি আমাকে সাহায্য "করতে", তাহলে ভালো হয়।"
এই করতে।
________________________________________________
3. If+sub+want/ wish-এর পরিবর্তে would like/care ব্যবহার করে conditional clause গঠন করা যায়।

If you want to come, I will wait for you.
(ইফ ইউ ওয়ান্ট টু কাম, আই উইল ওয়েট ফর ইউ।)
= তুমি যদি আসতে চাও, আমি তোমার জন্য অপেক্ষা করবো।

If you would like to come, I will wait for you.
(ইফ ইউ য়ুড লাইক টু কাম, আই উইল ওয়েট ফর ইউ।)
= তুমি যদি আসতে পছন্দ করো, আমি তোমার জন্য অপেক্ষা করবো।
________________________________________________
Would like-এর পরে object না থাকলে তখন would বাদ দেয়া যায়।

If you come, I shall wait for you.
(ইফ ইউ কাম, আই শ্যাল ওয়েট ফর ইউ।)
= তুমি যদি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো।

কিন্তু Would like-এর পরে object থাকলে would বাদ দেয়া যায় না।

If you would like to buy a ticket, I shall manage one for you.
(ইফ ইউ য়ুড লাইক টু বাই এ টিকেট, আই শ্যাল ম্যানেজ ওয়্যান ফর ইউ।)
= তুমি যদি একটি টিকেট কিনতে চাও, আমি তোমার জন্য একটির ব্যবস্থা করবো।

No comments