Dare-এর ব্যবহার (বাংলায় বাংলা অর্থ সহ) :
⚫ অনুবাদক: আহসানুল ইরফান
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]
He dare not do it.
(হি ডেয়ার নট ডু ইট।)
= সে এটি করার সাহস করে না।
Dare he do it?
(ডেয়ার হি ডু ইট।)
= সে কি এটা করার সাহস রাখে?
Don't you dare.
(ডোন্ট চিউ ডেয়ার।)
= ভুলেও এদিকে এসো না।
(Dare, durst/dared, dared)
◾Dare-এর Past from Dared/Durst Negative Sentence এ উভয় From ই ব্যবহৃত হয় কিন্তু Affirmative sentence এ শুধু Dared ই ব্যবহৃত হয়। Durst এর পর To উহ্য থাকে কিন্তু Dared এর পর উদ্য থাকতেও পারে আবার নাও থাকতে পারে।
He durst/dared not go there.
(হি ডার্স্ট/ডেয়ার্ড নট গো দেয়ার।)
= সে সেখানে যাওয়ার সাহস পেয়েছিল না।
He dared to go there.
(হি ডেয়ার্ড টু গো দেয়ার।)
= সে সেখানে যাওয়ার সাহস করেছিল।
◾Challenge দেয়ার ক্ষেত্রেও dare ব্যবহার করা যায়, এ ক্ষেত্রে Dare এর সাথে s/es যোগ করা যায়।
Dared/dare/dares + to + verb1 :
He dared me to do the work.
(হি ডেয়ার্ড মি টু ডু দা ওয়ার্ক।)
= সে আমাকে কাজটি করার জন্য চ্যালেঞ্জ দিয়েছে/দিয়েছিল।)
He dares me to do that.
(হি ডেয়ার্ছ মি টু ডু দ্যাট্।)
= সে আমাকে কাজটি করার জন্য চ্যালেঞ্জ দিচ্ছে/দেয়।
⬛⬛ Modal হিসেবে ব্যবহার করার সময় Dare-এর সাথে s/es যোগ হয় না।
অন্যের কাজে ক্ষোভ বা রাগ দেখানোর ক্ষেত্রে How Dare/dared you/he.she.they+dare ব্যবহৃত হয়।
How dare he say so.
(হাউ ডেয়ার হি ডু ছো।)
= তার এত বড় কথা বলার সাহস কীভাবে হয়।
He dare not do it.
(হি ডেয়ার নট ডু ইট।)
= সে এটি করার সাহস করে না।
Dare he do it?
(ডেয়ার হি ডু ইট।)
= সে কি এটা করার সাহস রাখে?
Don't you dare.
(ডোন্ট চিউ ডেয়ার।)
= ভুলেও এদিকে এসো না।
(Dare, durst/dared, dared)
◾Dare-এর Past from Dared/Durst Negative Sentence এ উভয় From ই ব্যবহৃত হয় কিন্তু Affirmative sentence এ শুধু Dared ই ব্যবহৃত হয়। Durst এর পর To উহ্য থাকে কিন্তু Dared এর পর উদ্য থাকতেও পারে আবার নাও থাকতে পারে।
He durst/dared not go there.
(হি ডার্স্ট/ডেয়ার্ড নট গো দেয়ার।)
= সে সেখানে যাওয়ার সাহস পেয়েছিল না।
He dared to go there.
(হি ডেয়ার্ড টু গো দেয়ার।)
= সে সেখানে যাওয়ার সাহস করেছিল।
◾Challenge দেয়ার ক্ষেত্রেও dare ব্যবহার করা যায়, এ ক্ষেত্রে Dare এর সাথে s/es যোগ করা যায়।
Dared/dare/dares + to + verb1 :
He dared me to do the work.
(হি ডেয়ার্ড মি টু ডু দা ওয়ার্ক।)
= সে আমাকে কাজটি করার জন্য চ্যালেঞ্জ দিয়েছে/দিয়েছিল।)
He dares me to do that.
(হি ডেয়ার্ছ মি টু ডু দ্যাট্।)
= সে আমাকে কাজটি করার জন্য চ্যালেঞ্জ দিচ্ছে/দেয়।
⬛⬛ Modal হিসেবে ব্যবহার করার সময় Dare-এর সাথে s/es যোগ হয় না।
অন্যের কাজে ক্ষোভ বা রাগ দেখানোর ক্ষেত্রে How Dare/dared you/he.she.they+dare ব্যবহৃত হয়।
How dare he say so.
(হাউ ডেয়ার হি ডু ছো।)
= তার এত বড় কথা বলার সাহস কীভাবে হয়।
i can't but thank you.
ReplyDelete