Main verb VS Auxiliary verb in Bangla


Main verb VS Auxiliary verb in Bangla :

⚫ লেখক: আহসানুল ইরফান

(লেখাটা চাইলে কেউ কপি করতে পারে তবে ক্রেডিট দিতে হবে।)
________________________________________________
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

যে সকল verb Sentence সম্পাদনে অন্য verb-কে সাহায্য করে এবং নিজে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাদেকে Auxiliary verb বলে।

Be = Am, is, are, was, were, been, being.
Have = Have, has, had.
Do= Do, does, did.
Modal auxiliary verb: Would, should, could, have to…...
________________________________________________
মূল Verb/Main verb/Principal verb:

যে verb অন্য কোনো verb-এর সাহায্য ছাড়ায় নিজে নিজে স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে Main verb বা Principal verb বা মূল verb বলে।

Examples (এ্যাকজ্যামপোল্স) :

They play football.
(দে প্লে ফুটবল।)
= তারা ফুটবল খেলে।

(|||) এখানে "Play" Main verb.

I am playing cricket.
(আই এ্যাম্ প্লেয়িং ক্রিকেট।)
= আমি ক্রিকেট খেলছি।

এখানে "playing" Main verb এবং "am" Auxiliary verb.
________________________________________________
I have done my works.
(আই হ্যাভ ডান মাই ওয়ার্ক্স।)
= আমি আমার কাজ সম্পন্ন করেছি।

এ বাক্যে "Done" Main verb এবং "have" Auxiliary verb. কিন্তু,
I have a pen. (আই হ্যাভ এ পেন।) = আমার একটি কলম আছে।
He has a pen. (হি হ্যাজ এ পেন।) = তার একটি কলম আছে।
I had a pen. (আই হ্যাড এ পেন।) = আমার একাটি কলম ছিল।

(|||) এ তিন বাক্যে "have", "has", "had" auxiliary verb নয়, এ তিন বাক্যে তিন বাক্যে "have", "has", "had" main verb.

Note: Interrogative sentence-এর সময় Main verb কখনো সামনে আসবে না, যদি Auxiliary verb থাকে তাহলে সেটি সামনে আসবে কিন্তু Auxiliary verb না থাকলে Do/Does/Did সামনে আনতে হয়। (পরের Post-এ বিস্তারিত লিখবো।)

No comments